ধরুন আপনি ফটোশপে একটি ওয়েবসাইট তৈরি করছেন । বিভিন্ন রকম ইমেজ, ফন্ট, কালার ইত্যাদি ব্যবহার করছেন । প্রতিটা এলিমেন্ট দিয়ে সুন্দর একটি লে-আউট তৈরি করলেন । ফাইলটা সেভ করলেন। আপনার ফাইলটা পিএসডি ফরমেটে সেভ না হয়ে এমন ভাবে সেভ হল যেন আপনি HTML5 দিয়ে কোডিং করেছেন । একটি ওয়েবসাইট HTML5 দিয়ে কোডিং করতে যে সব ফাইল, ফোল্ডার ইত্যাদি প্রয়োজন সব অটোমেটিকভাবে তৈরি হয়ে গিয়েছে ।ঠিক এরকমই একটা প্রেডাক্ট বের করেছে গুগল, তাও আবার একদম ফ্রিতে।সফটওয়্যারটি তৈরি হয়েছে মূলত এড পাবলিশের জন্য, তবে আপনি ওয়েবসাইট সহ যে কোন ওয়েব কন্টেন তৈরি করতে পারবেন।
What is Google Web Designer ?
টুলটি ডাউনলোড করে ইন্সটল করুন । এখন কথা হচ্ছে কিভাবে কাজ করবেন । একেবারে ধারাবাহিকভাবে সুন্দর করা করে দেয়া আছে নিচের লিংকে (ইমেজের ওপর ক্লিক করুন):
এরকম অনেক সফটওয়্্যার পাওয়া যায় । এগুলোকে বলে - WYSIWYG (What You See Is What You Get) software। এট গুগলের তাই শেয়ার করলাম । সফটওয়্যার ব্যবহার করার আগে অবশ্যই কোডিং ভালভাবে শিখে নিবেন । না হলে আমও যাবে ছালাও যাবে । শুধুমাত্র কাজ দ্রুত এবং নির্ভুলভাবে করার জন্য এসব সফটওয়্যার ব্যবহার করবেন।
ওয়েব ডেভেলপমেন্টের বিভিন্ন প্রকার টুলস্, রিসোর্স, টিউটোরিয়াল ইত্যাদি পেতে ঘুরে আসতে পারেন আমার ব্লগ --- ওয়েব সোর্স ---- এ । ধন্যবাদ।
আমি Onno Vinno। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 30 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Always think different and do different
My Need Offline Link
I don’t like online