ইন্টারনেট ছাড়াই W3Schools.com থেকে ওয়েব ডিজাইন শিখুন…

সবাইকে আমার সালাম ও শুভেচ্ছা। আশা করি সকলেই ভাল আছেন। অনেকদিন পর টিউন করছি। আশা করি সকলের ভালো লাগবে ও কাজে লাগবে।

W3Schools.com সম্পর্কেতো আমরা অনেকেই কমবেশি জানি। তারপরেও যারা জানেন না তাদেরকে আবার বলছি W3Schools.com হল অনলাইনে HTML, CSS, JAVA, PHP ইত্যাদি শেখার একটি অসাধারণ ওয়েবসাইট। এখানে খুব সুন্দরভাবে সব টিউটোরিয়াল দেয়া আছে। এই সাইটের ব্যাপারে আর কি বলব। আর কথা না বাড়িয়ে বলে ফেলি আমার আজকের টিউনটা কি নিয়ে।

W3Schools.com থেকে আপনি ওয়েব ডিজাইন শিখতে হলে অবশ্যই আপনার ইন্টারনেট কানেকশন থাকতে হবে। কিন্তু আমি যদি বলি না থাকলেও চলবে। আপনি ইন্টারনেট ছাড়াই এখন শিখতে পারবেন ওয়েব ডিজাইন। এর জন্য অবশ্য একটু নেট প্রয়োজন। কারন অফলাইনে W3Schools.com’র সব টিউটোরিয়াল পাওয়ার জন্য আপনাকে W3Schools’র অফলাইন ওয়েবসাইটটি ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার পরই ঝামেলা শেষ। আর প্রয়োজন নেই ইন্টারনেট কানেকশনের। তাহলে আর দেরি করার কি দরকার। যারা অফলাইনে W3Schools.com’র সব টিউটোরিয়াল পেতে চান তাহলে ক্লিক করুন এখানে......

ডাউনলোড করার পর যা করতে হবেঃ

প্রথমেই আপনি w3schools.com.rar ফাইলটি Extract করে নিন। করার পর ফোল্ডারটি ওপেন করুন। এবং নিছের ছবি অনুযায়ী contents.htm ক্লিক করুন।

ক্লিক করার পর আপনার ব্রাউজারে নিচের ছবি অনুযায়ী এই পেজটি আসবে এবং http://www.w3schools.com/ ক্লিক করুন।

এরপর যে পেজটা আসবে সেটাই w3schools.com’র অফলাইন ওয়েবসাইট। এবার আর কোনো ঝামেলাই থাকল না। আপনি এখান থেকেই নেট কানেকশন ছাড়াই খুব সহজেই শিখতে পারবেন W3Schools’র সব টিউটোরিয়াল।

ধন্যবাদ। আগে টিউন হয়ে থাকলে দুঃখিত।

Level New

আমি খোমাবই। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 48 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ONEK SUNDOR TUNE

সুন্দর

খোমাবই টিউনটি খুব ভালো লেগেছে আমার। একটু ঘাটাঘাটি করে দেখি কেমন। নিয়মিত অনেক ভাল এবং কার্যকরী টিউন করবেন আশা করি। ধন্যবাদ।

হুম সুন্দর !!! যারা ইন্টারনেট এ শিখতে চান তারা এই টা দেখুন Click This Link

    Thank you।

    জোস একটা টিউন করেছেনতো। টেকটিউনসেও করেননা কেন? টেকটিউনসে করলে প্রীয়তে রাখতে পারতাম। আপনার ব্লগটা বেশ ভাল। ইমেইল সাবস্ক্রীপশন নিলাম।

    এ কি !
    এখানের সব লেখাই দেখি তুমি লেখচ ! তুমি তো অনেক কিছু জান !

    আচ্ছা একটা প্রশ্নের উত্তর দাও তো , ওয়েবসাইটে PHP ইউস করা ভাল নাকি HTML?
    php কি সতন্ত্র ভাবে ইউস করা যায় না? আমি তো জানি যে HTML এর ভিতরে PHP ঢুকাইতে হয়।

    আমি একজনকে বললাম যে HTML আর জাভা স্ক্রীপ্ট ইউস কইরা সাইট বানাইলাম। ওনি বলল যে html নাকি ঝামেলা করে PHP ইউস করে সাইট বানাইতে। আমি কিভাবে খালি PHP দিয়া সাইট বানামু ? আমি তো জানি যে HTML এর ভিতরে PHP ঢুকাইতে হয়।

Level 0

Its very special for me. Thanks a lot for this….

মেগা আপলোড থাকতে কেন যে সবাই আলতু ফালতু শেয়ারিং সাইটে আপলোড করেন বুঝি না। যাহোক, টিউন ভালো হয়েছে :D।

কেনযে র্যাপিডশেয়ারে আপলোড করেন??????

Level 0

হুম ভালই

আপনাদের অনেক ধন্যবাদ কমেন্ট করার জন্য। আপনাদের জন্য এখানে আরেকটা ডাউনলোড লিঙ্ক দিলাম।
http://hotfile.com/dl/708128/2c37c67/w3schools.rar.html

Level 0

মিডিয়া ফায়ারে যদি কেউ দেন । ধন্যবাদ,,,,,,,,,,,,,,,,,,,,

আগে তো নেট পুরা ফ্রী আছিল এখন বুঝি নেট কেমন লাগে টেকা দিয়া ইউজ করতে

Level 0

ওযেব ডিজাইন এর জন্য আর একটা টিউটিরযাল এর ওযেবসাইট হচ্ছে http://www.developphp.com

খুবই দরকারী জিনিস। প্রিয়তে গেল।

সবাইকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য। অনেকেই অনেক ধরনের কমেন্ট করেছেন। কেউ কেউ বিভিন্ন সাইটের লিঙ্ক দিয়েছেন। কিন্তু আমার এই টিউনটা কোনো সাইটের রিভিঊ মনে করলে ভুল হবে। এই টিউনটা অনলাইনের সবচেয়ে জনপ্রিয় ও সেরা ওয়েব টিউটোরিয়াল সাইট W3Schools.com’র অফলাইন সাইট নিয়ে। নেট ছাড়া কিভাবে ব্যবহার করা যায় এই সাইট তা নিয়েই এই টিউন। সবাইকে আবারো আমার টিউনের শিরোনাম পড়ার জন্য আনুরোধ করছি। ধন্যবাদ।

ভাইয়া, বেশ কিছুদিন আগে টেকটিউনসে ওয়েবসাইট ডাউনলোড করে অফলাইনের পড়ার একটা সফটওয়ারের ঠিকানা দিয়েছিল।
কিন্তু বেশিদিন ইউজ করা যায় না। নতুন কোন ঠিকানা কি পাওয়া যাবে।

জটিল ভাই। অনেক ধন্যবাদ 🙂

ধন্যবাদ খব ইইইইইই ভাল টি………….ভাল থাকবেন

খুব কাজে আসবে।আমি এখনই ডাউনলোড দিলাম।অনেক ধন্যবাদ।

ফাইলটি Extrac করবো কিভাবে?পারছি নাতো…

    Level 0

    @তানভীর আকন্দ:
    আপনার যদি 7-zip বা Win zip না থাকে তবে নিচের লিঙ্ক হতে ডাউনলোড করুন
    http://www.7-zip.org/download.html
    (আপনার কম্পিউটার এর অপারেটিং সিস্টেম এর টাইপ দেখে তারপর ডাউনলোড করুন। ডেক্সটপ এর My Computer এর উপর right click করে properties এ যান এখানে খুজে বের করুন
    System type: 32-bit Operating System
    or,
    System type: 64-bit Operating System)

    ইন্সটল করার পর w3schools.com.rar এর উপর Right Click করলে 7-Zip নামের option পাবেন সেখান থেকে Extract Here দিলেই কাজ শেষ।

vai files not found ashe O.o ki korbo ?
file ta ki onno kono website a ase ??? thakle link den pls………..

Level 0

ভাইয়া, আমি Rapidshare এবং Hotfile কোনটা
থেকেই ডাউনলোড করতে পারছি না। নতুন কোন লিঙ্ক দিবেন প্লিজ।

Level 0

Thanks for yur help!

হুদাই টাইম লস লিঙ্ক কাজ করে না