গুগল অ্যানালাইটিকস ব্যবহার করবেন যে ভাবে …..

অ্যানালাইটিকস কি?

অ্যানালাইটিকস শব্দের অর্থবোধক পরিভাষা হল পরিসংখ্যান বা পর্যবেক্ষন করা। ওয়েবে অ্যানালাইটিকস হল বিভিন্ন ওয়েবলিংক এর হিট পর্যবেক্ষন করা। ধরুন আপনার সার্ভারে কোন সফটওয়ারের ডাউনলোড লিংক রেখে দিলেন। সেটা কতজন ডাউনলোড করেছে, কখন করেছে, সর্বোচ্চ কতজন কোন দিন ডাউনলোড করেছে ইত্যাদির তালিকা পর্যবেক্ষনকে অ্যানালাইটিকস বলে।

অ্যানালাইটিকস কেন করবেন?

আপনি খুব কষ্ট করে একটি সাইট তৈরি করলেন। সেটি নাকি খুব জনপ্রিয়তা পাচ্ছে। এখন আপনার সাইটে কতজন ভিজিটর প্রতিদিন আসছে। কোন কোন লেখা বেশী পছন্দ করছে এসব জনার জন্য অ্যানালাইটিকস ব্যবহার অপরিহার্য। আবার আপনার সাইটে সার্চ ইঞ্জিন থেকে ভিজিটর কোন বিষয় লিখে সার্চ করে আসছে। কতক্ষণ থাকছে। ইত্যাদি জানার জন্যও এটি ব্যবহার করা হয়। এটি ব্যবহার করলে আপনি সেই কি-ওয়ার্ডের মধ্যে আর্টিকেল/লেখা লিখে আপনার সাইটকে আরও জনপ্রিয় করতে তুলতে পারেন।

কিভাবে অ্যানালাইটিকস করব?

আপনার যদি সিপ্যানেল থাকে তাহলে অ্যানালাইটিকস করা খুবই সহজ। সেখানে আপনাকে কিছুই করা লাগবে না। কিন্তু আমি আজকে সিপ্যানেল সম্পর্কে বলব না। কারন সবার সি প্যানেল নেই। আমি আজ যে পদ্ধতি বলব তা সি প্যানেল বা অন্য যে কোন সাইটের ক্ষেত্রেই কাজে লাগবে। এটি হল গুগল অ্যানালাইটিকস। এটি থেকে সহজেই আপনি আপনার সাইট ভিজ্যুয়ালী অ্যানালাইটিকস করতে পারেন। আসুন পর্যায়ক্রমে দেখে নেই।

এই পক্রিয়ার জন্য আপনার লাগবে একটি জিমেইল/গুগল একাউন্ট। আপনার যদি জিমেইল একাউন্ট থাকে তাহলে এখানে ক্লিক করে অ্যানালাইটিকসের সাইটে প্রবেশ করুন।

চিত্রের দেখানো Access Analytics এ স্থানে ক্লিক করুন। আপনার গুগল একাউন্ট দিয়ে সাইন-ইন করুন।

এরপর এখানে আপনার সাইট সংযুক্ত করতে হবে। এজন্য উপরের চিত্রে দেখানো লাল রঙের Add new profile স্থানে ক্লিক করুন।

Please provide the URL of the site you would like to track. এখানে আপনার ওয়েবসাইটের ঠিকানা দিন।

এরপর নিচের চিত্রের মত আপনার একটি ট্র্যাকিং কোড দিবে। এবং ঠিক নিচের একটি কোড পাবেন এই দুটিকে সযতনে রাখুন।

কোড

আপনার অ্যানালাইটিকস সেটিক করা হয়ে গেছে। এবার এটিকে আপনার সাইটে অ্যাকটিভ করার পালা।

ওয়ার্ডপ্রেসে: ওয়ার্ডপ্রেসে অ্যানালাইটিকস সেট করার জন্য অনেক প্লাগিন পাওয়া যায়। আপনারা WP Google Analytics নামের এই প্লাগিনটি ডাউনলোড করে ইনস্টল করুন। এটিকে ইনস্টল করলে সেটিংস মেন্যুতে নামে একটি মেন্যু পাবেন এখানে ক্লিক করুন। চিত্রের মত আসবে

এখানে আপনার কোড টি দিন। (বিঃদ্রঃ ছোট (UA) সিরিজের কোডটি নয় বড় অনেক লাইনের কোডটি দিন)
জুমলা: জুমলাতে এটি সেট করার জন্য BIGSHOT Google Analytics নামের এই এক্সটেনশনটি ডাউনলোড করুন। তারপর আপনার সাইটের আপনার Extensions>Plugin Manager যান এবং System - BIGSHOT Google Analytics এ ক্লিক করুন। তাহলে একটি এডিটর প্যানেল আসবে এখানে আপনি আপনার (UA) সিরিজের কোডটি দিয়ে সেভ করুন

অ্যানালাইটিকস পর্যবেক্ষন করব কি করে?

গুগল অ্যানালাইটিকস করা হলে তা অ্যাকটিভ হতে ২/১ দিন সময় লাগে। অ্যাকটিভ হয়ে গেলে নিচের মত দেখা যাবে

এখানে উল্লেখ্য যে, উপরের সাইটটি অ্যকটিভ হয়নি এবং নিচেরটি অ্যাকটিভ হয়েছে

অ্যাকটিভ হলে View report এ ক্লিক করুন। নিচের মত আপনার সাইটের বিস্তারিত আসবে

এখান থেকে সহজেই আপনার সাইটের ভিজিটরগুলো ট্র্যাক করতে পারবেন। আশাকরি বাকীটুকু আপনারা পারবেন।

Level 0

আমি টিউটো বিডি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 129 টি টিউন ও 478 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

নিজের বিষয়ে কিছু আমি গুছিয়ে বলতে পারবনা। পড়াশোনা করছি পাশাপাশি ব্যবসা। মাঝে মাঝে নিজেকে একাকী বোধ করি। তখন অনেক মন খারাপ হয়ে যায়। স্বপ্ন অনেক। কিন্তু পূরণ করার সাধ্য নেই। চেষ্টায় আছি। মাঝে মাঝে এমন কিছু না ভেবে করি যার জন্য পরবর্তীতে অনেক অনুশোচনা করি। প্রিয় গান: তৌসিফের- দুরে কোথাও,...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অনেক অনেক ধন্যবাদ ভাই । উপকারী টিউন ধন্যবাদ তোমাকে।

    আপনার অনুরোধেই টিউন টি করা। তাই ধন্যবাদ আপনাকেও

আমার একটা ব্লগস্পট সাইট আছে সেখানে কিভাবে আমি এটা করব একটু বলেন।

আমার ব্লগ সাইট
http://active-download.blogspot.com/

    টিউটোরিয়ালটা মনযোগ দিয়ে পড়ুন এখানে তো দেওয়াই আছে।

    ব্লগস্পটের ক্ষেত্রে কোডটি আপনার সাইটে HTML এডিটে দিয়ে দিতে হবে।

    একটু বিস্তারিত জানালে ভাল হত। ধন্যবাদ

    মুখে তুলে কেউ খাইয়ে দেবে না, নিজের হাতেই খেতে হবে …………. এই কথাটি বেশ মনে পড়ছে!!

    Level 0

    আশা করি আপনি ব্লগার এর template এর কোড এডিট করতে পারেন.
    আপনি গুগল অ্যানালাইটিকস এর কোড তা নিয়া আপনার template এর ঠিক tag এর আগে paste করুন. মনে রাখবেন কোডে গুলাকে আগে কনভার্ট করে নিতে ভুলবেন না. তারপরে template তাকে save করুন. আপনার গুগল অ্যানালাইটিকস কোড setup complete.

    http://www.deshisms.com

আমার অনুরোধে টিউনটি করায় আবারও ধন্যবাদ রাসেল।

কিছু বিষয়ে হেল্পান-
আপনি তো বললেন – “কোন কোন লেখা বেশী পছন্দ করছে এসব জনার জন্য অ্যানালাইটিকস ব্যবহার অপরিহার্য। “.
তাহলে কি প্রত্যেকটা লেখার url গুগলের অ্যানালাইটিকস এ ADD করতে হবে?

আমি একটা ভার্সিটির জন্য সাইট বানালাম http://www.nstu.tk . কিন্তু আমার আসল সাইট তো অন্যটা। আমি .tk তে গিয়ে রিনেইম করেছি। তাহলে কাকে আমি গুগল অ্যানালাইটিকস এ যোগ করব ? .tk ? নাকি মূল বড় নামের সাইট ?

এরপর সার্চ ইঙ্গিনে আমার www{dot}nstu{dot}tk সাইটটা সাবমিট করেছি প্রায় ৩ দিন আগে। এখনো তো আমার সাইটকে সার্চ ইঙ্গিন খুঁজে পায়নি !!!

টিউটো বিডি says:
২৭ জুলাই, ২০১০ at 12:44 অপরাহ্ন
মুখে তুলে কেউ খাইয়ে দেবে না, নিজের হাতেই খেতে হবে …………. এই কথাটি বেশ মনে পড়ছে!!

তাই নাকি ? আমার ডায়ালগ হল, ” আমরা খেতে জানলেও আমাদের মুখে তুলে খায়িয়ে দিতে হয় ! ”

    এভাবে প্রশ্ন করাটা আর একটু বিস্তারিত জানালে ভাল হত। এই মন্তব্যের মধ্যে বিস্তর তফাত ভাই।

    যাই হোক আপনার প্রশ্নগুলোর উত্তরে আসি ….

    কিছু বিষয়ে হেল্পান-
    আপনি তো বললেন – “কোন কোন লেখা বেশী পছন্দ করছে এসব জনার জন্য অ্যানালাইটিকস ব্যবহার অপরিহার্য। “.
    তাহলে কি প্রত্যেকটা লেখার url গুগলের অ্যানালাইটিকস এ ADD করতে হবে?

    না ভাই ………. আপনার সাইট এর প্রধান ঠিকানা গুগল অ্যানালাইটিকসে যোগ করলেই হবে। আলাদা আলাদা করে অ্যাড করা লাগবে না।
    Content Overview অ্যানালাইটিকসে আপনি বুঝতে পারবেন কোন লেখা জনপ্রিয় হয়েছে বা কতজন ভিজিটর ওইটাকে হিট করেছে। চিত্রে দেখুন

    http://s3.postimage.org/abb1i-e5004d4802c82f7f42e19eb460430749.gif

    আমি একটা ভার্সিটির জন্য সাইট বানালাম http://www.nstu.tk . কিন্তু আমার আসল সাইট তো অন্যটা। আমি .tk তে গিয়ে রিনেইম করেছি। তাহলে কাকে আমি গুগল অ্যানালাইটিকস এ যোগ করব ? .tk ? নাকি মূল বড় নামের সাইট ?

    আপনার .tk ডোমেইন যদি শুধুমাত্র রিডাইরেক্ট হিসেবে ব্যবহার করেন তাহলে আপনাকে মূল ডোমেইন যোগ করতে হবে।

    এরপর সার্চ ইঙ্গিনে আমার www{dot}nstu{dot}tk সাইটটা সাবমিট করেছি প্রায় ৩ দিন আগে। এখনো তো আমার সাইটকে সার্চ ইঙ্গিন খুঁজে পায়নি !!!

    আপনার সাইট শুধুমাত্র রিডাইরেক্ট হিসেবে ব্যবহার করলে মূল ডোমেইনটা সাবমিট করুন। কারন রিডাইরেক্ট URL গুগল খোজে না। সুতরাং আপনি আপনার সাইট সে নামে সার্চ করে খুজেও পাবেন না।

    তাই নাকি ? আমার ডায়ালগ হল, ” আমরা খেতে জানলেও আমাদের মুখে তুলে খায়িয়ে দিতে হয় ! ”

    আপনি ইট, পাথর নাকি আপেল থেকে চান তা আমাকে জানাতে হবে

    ধন্যবাদ বিস্তারিত ব্যাখ্যার জন্য ।
    একবার রিয়া আপুর এক কমেন্টে দেখেছিলাম “গুগলের অ্যানালাইটিকস ঠিকমত ব্যবহার করতে পারলে অনেক কিছু বিস্তারিত জানা যায়।”
    তারপর আমি ২ দিন আগে অনেক ট্রাই করেছিলাম কিভাবে ব্যবহার করা যায়, কিন্তু পারি নি। আপনার এ টিউন থেকে আশা করি কাজ গুলো এবার ঠিকভাবে করতে পারব। সমস্যা হলে আবার বিরক্ত করব।

মেলা কাহিনী

সুন্দর ও কাজ়ের টিউন।

এনালাইটিক খুব ভাল কাজ করে। আমার সাইটে আছে। ধন্যবাদ শেয়ার করার জন্য।

ভাল টিউন, সুন্দর হইছে।ধন্যবাদ শেয়ার করার জন্য।

জটিল টিউন করছো রাসেল। অনেক কাজে আসবে। বিস্তারিত লেখার জন্য ধন্যবাদ। 🙂

আমি ভাই এই সব কম বুঝি তবে আপনার টিউনটি ধন্যবাদ পাওয়ার যোগ্য কারন আপনার টিউনটি ভাল উপস্থাপনার সহিত বিস্তারিত ভাবে লেখা আশা করছি যারা এই গুলু বুঝেন তাদের অনেক উপকারে দিবে টিউনটি,আপনাকে ধন্যবাদ।

Level 0

ধন্যবাদ

টিউনটি ধন্যবাদ পাওয়ার যোগ্য