তৈরি করুন এডসেন্স সক্রিয়! নিজের ব্যাক্তিগত সাইট – গুগল সাইটস দিয়ে

প্রত্যেকটা ব্যক্তিরই কিছু না কিছু সিক্রেট থাকে । হতে পারে সেটা ব্লগিং বা এডসেন্স বা অন্য যেকোনো প্রোগ্রামিং বা ওয়েভের সাথে সম্পৃক্ত কোনো কিছু । অনেকে তাদেও সিক্রট জানাতে চায় না আবার অনেকে আছে যারা সবাইকে জ্ঞান বিলিয়ে দিতে পারলে শান্তি পায় । সবার কাছেই আমার অনুরোধ আপনাদের কাছে অজানা কোনো তথ্য থাকলে শেয়ার করুন এবং অন্যকে উৎসাহ দিন শেয়ার করতে ।

ব্লগিং জগতে আমি ২০১০ সালের প্রথমে প্রবেশ করি । এই কয়েক মাসে কিছু জানতে পেরেছি ,শিখতে পেরেছি অন্যদের কাছ থেকে সাহায্য নিয়ে এবং নিজে নিজেও গুগল মামার শক্তিশালী ইঞ্জিন দিয়ে কিছু শিখার চেষ্টা চালিয়ে যাচ্ছি । আমার এই স্বল্প জ্ঞানে যা পারি শেয়ার করার চেষ্টা করছি । আপনারা আমাকে সাহায্য করবেন আশা করি ।

#কিভাবে গুগল সাইটস তৈরী করবেনঃ

প্রথমে আপনাকে জিমেইল একাউন্টে লগ ইন করতে হবে । তারপর উপরে বামপাশে more  থেকে sites সিলেক্ট করে সাইন আপ করুন । নিচের ছবির মত ড্রপডাউন মেনু আসবে ।

Image and video hosting by TinyPic

এখন create new site এ ক্লিক করুন । নিচের ছবির মত আসবে । আপনি যে নাম দিতে চান আপনার সাইটের যেমন আমি example এর জন্য blogs4bd দিয়েছি ।

Image and video hosting by TinyPic

এখন theme সিলেক্ট করতে হবে । না করলেও সমস্যা নাই । আমি trial দিতে গিয়ে default ই রেখে দিয়েছি । আরেকটা কথা সাইটের template কি রাখতে চান সেটা আপনি সিদ্ধান্ত নিবেন । আমি blank template রেখেছি । আপনি ইচ্ছা মত নিতে পারেন class room , project wiki , family site অথবা galary থেকে browse করে দিতে পারেন  ।

Image and video hosting by TinyPic

তারপর আপনি আপনার সাইট কাদের সাথে শেয়ার করবেন share with অপশনে সিলেক্ট করে দিতে হবে ।  না দিলেও সমস্যা নাই । কারন default ভাবে everyone দেয়া থাকে । varification word দিয়ে create site বাটনে ক্লিক করুন । তৈরী হয়ে গেল আপনার সাইট ।

Image and video hosting by TinyPic
  • Announcements
  • File Cabinet
  • List
  • Web Page (default)

এই ৪ ধরনের বৈশিষ্টের template থেকে আপনাকে বেছে নিতে হবে কোন ধরনের template ব্যবহার করবেন ।

#ড্যাশবোর্ডঃ

Image and video hosting by TinyPic

ব্লগার ডট কমে আমরা যেমন Dashboard দেখেছি । ঐরকমই অনেকটা, গুগল সাইটসের ড্যাশবোর্ড । নিচের ছবিতে দেখুন । তবে আপনি শুধু মাত্র sidebar এ গেজেট লাগাতে পারবেন । save changes ক্লিক করুন ।

Image and video hosting by TinyPic

#এডসেন্সঃ

সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে adsense কাজ করবে আপনার এই সাইটে । এর জন্য আপনাকে monetize এ গিয়ে monetize this site অথবা এডসেন্স একাউন্টের ইমেইল দিয়ে পাবলিশার আইডি সেট করে নিতে হবে যদি অন্য মেইল দিয়ে adsense একাউন্ট খোলা হয় । আমি trial দিয়েছি এখানে ক্লিক করে দেখতে পারেন adsense দেওয়া সাইটটি । আপনি ইচ্ছা করলে সাইটের পেজের ভিতরে adsense পারেন ।

Image and video hosting by TinyPic

#নিজস্ব ডোমেইনঃ

সবচেয়ে সমস্যার ব্যপার হচ্ছে আপনার সাইটের লিঙ্ক বা URL টি অনেক লম্বা হয়ে যাবে অনেকটা এইরকমhttps://sites.google.com/site/**** লাল অংশটি আপনার দেয়া site name বা located url
এখন যদি আপনার নিজস্ব ডোমেইন বা সাবডোমেইন থাকে তাহলে আপনি http://www.yourdomain.com বা subdomain.yourdomain.com এই ফরমেটে লিখে রিডিরেক্ট করে দিতে পারেন । এই জন্য site Settings এ গিয়ে web address ক্লিক করে add করতে পারেন ।

Image and video hosting by TinyPic

#সতর্কতাঃ

তবে ব্রাউজারে url টাইপ করার সময় আপনি যে domain name বা subdomain ব্যবহার করেছেন হুবহু তাই দিতে হবে । তা না হলে আপনার সাইটটি ব্রাউজারে নিচের ছবির মত দেখাবে । আমার http://www.blogs4bd.tk/ টি আমি www. ছাড়া এমন করে  (http://blogs4bd.tk/) ব্রাউজারে দিই । নিচের ছবির মত দেখায় । সুতরাং বুঝতেই পারছেন ।
Image and video hosting by TinyPic

এখন সাইট এর ভিতরে কি রাখবেন বা কি লিখবেন সেটা আপনার ব্যপার । insert থেকে আপনি অন্তত ব্লগারের চেয়ে বেশি কিছু add করতে পারবেন । format , table , layout প্রয়োজনমত ব্যবহার করতে পারেন ।
Image and video hosting by TinyPic

সবশেষে save করবেন কাজ শেষ হয়ে গেলে ।

#হাসির একটা কথা বলি

যখন আমি trial মারতেছিলাম গুগল সাইটসে কিন্ত output পাচ্ছি না মানে যা করলাম show করাতে পারছি না কালকে হঠাৎ উপরে ডান সাইডে তাকিয়ে দেখি save আমার তো বিচি কান্ধে । এতোদিন কই আছিল এই জিনিস । তারপর পোষ্টটা তৈরী করলাম । ভালো লাগলে কমেন্ট কইরেন, না লাগলে দরকার নাই আমি বুইঝা নিমু ভালো হয় নাই ।

বিঃদ্রঃ আমার পার্সোনাল কোনো সিক্রেট নাই ।

Level 2

আমি মর্নিং স্টার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 51 টি টিউন ও 318 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

I'm a bad boy - Me


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

খুব সাজানো টিউন।আমি অনেক আগে Sites খুলেছি। কিন্তু এডসেন্স এড করিনি।

    ধন্যবাদ কমেন্ট করার জন্য ।

দারুন একটা টিউন

আমার গুগল একাউন্ট ডিজেবল হয়ে গেছে তাই মন খারাপ ।

আমার ব্লগ সাইট
http://active-download.blogspot.com/

    ধন্যবাদ কমেন্ট করার জন্য । আপনার ব্লগটা সুন্দর হয়েছে ।

Level 0

টিউন করার জন্য ধন্যবাদ. তবে আমার মনে হই ব্লগার থাকতে অন্য কিসু নিয়া চেষ্টা করার দরকার আছে.

http://www.deshisms.com

    ব্লগারে অ্যডসিন অ্যাকাউন্ট দিতেই চায় না অনেক চেষ্ট করাছি

চমৎকার টিউন। শেয়ার করার জন্য ধন্যবাদ।

কতটুকু স্পেস দিব? আর ব্যান্ডুইথ নাকি আনলিমিটেড?
Ftp মানে filezila দিয়া আপলোড মারতে পারব নাকি?

    Level 0

    Bhai re,
    sei sujog to nai. Karon google tar ei dhoroner site gulor jonno kono FTP address dey na ( atleast free memberder jonno ). Tobe apni jodi PAID member hon tahole hoit o pete paren.

morning ভাই খুব সুন্দর এবং সাজানো টিউন ।প্রিয়তে রাখলাম।আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

চমৎকার টিউন করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ…..
ভাল থাকুন….

Level 2

অনেক ধন্যবাদ ব্লগার ভাই।

Level 0

আপনাকে ধন্যবাদ। চমৎকার টিউন ।

ভালো টিউন.ধন্যবাদ
google site দিয়ে সাইট বানালে adsense এর নিশ্চয়তা কতটুকু??

humm , অনেক আগে টেরাই মারছিলাম মনে হয়

ভাল টিউন, সুন্দর হইছে।

ভাল টিউন, সুন্দর হইছে।

ভাই সবই বুঝলাম এবং আপনার ব্লগটাও মোটামুটি ভাল হয়েছে। কিন্তু, “ডান সাইডে তাকিয়ে দেখি save আমার তো বিচি কান্ধে” – এই কথাটার অর্থ বুঝলাম না। 🙂

    “ডান সাইডে তাকিয়ে দেখি save আমার তো বিচি কান্ধে”
    যে বুঝে সে ইশারাতেই বুঝে . :pPp

    বুচ্চি। 🙂

adsense er vaper ta details likhle valo hoy .

খুভ ভাল Tuen.
এইসব বাপারে সবাই সবাইরে help করে না।
আপ্নারে ধন্যবাদ।ভাল থাকবেন।

morning_star ভাই আমি আপনার নির্দেশিত পথে সাইট করতেছি, আপনার সহযোগীতা আমার লাগবে, আপনার মেইল অ্যাড্রেস বা ফেসবুক মানে যেখানে আপনার সাথে যোগাযোগ করতে পারি এমন একটা যায়গার অ্যাড্রেস আমাকে দিবেন প্লিজ আমার মেইল [email protected] ধন্যবাদ।

একবার চেষ্টা করেছিলাম পারিনাই দেখি আরেকবার চেষ্টা করে,ধন্যবাদ শেয়ার করার জন্য।

আপনাকে অনেক ধন্যবাদ। চমৎকার টিউন, সবাই এগুলো শিখায়না। আমি টিউনে নতুন আমি আপনার কাছ থেকে আরো কিছু শিখতে চাই। আমার ইয়াহু আইডি এড করেন প্লিস।
[email protected]