প্রত্যেকটা ব্যক্তিরই কিছু না কিছু সিক্রেট থাকে । হতে পারে সেটা ব্লগিং বা এডসেন্স বা অন্য যেকোনো প্রোগ্রামিং বা ওয়েভের সাথে সম্পৃক্ত কোনো কিছু । অনেকে তাদেও সিক্রট জানাতে চায় না আবার অনেকে আছে যারা সবাইকে জ্ঞান বিলিয়ে দিতে পারলে শান্তি পায় । সবার কাছেই আমার অনুরোধ আপনাদের কাছে অজানা কোনো তথ্য থাকলে শেয়ার করুন এবং অন্যকে উৎসাহ দিন শেয়ার করতে ।
ব্লগিং জগতে আমি ২০১০ সালের প্রথমে প্রবেশ করি । এই কয়েক মাসে কিছু জানতে পেরেছি ,শিখতে পেরেছি অন্যদের কাছ থেকে সাহায্য নিয়ে এবং নিজে নিজেও গুগল মামার শক্তিশালী ইঞ্জিন দিয়ে কিছু শিখার চেষ্টা চালিয়ে যাচ্ছি । আমার এই স্বল্প জ্ঞানে যা পারি শেয়ার করার চেষ্টা করছি । আপনারা আমাকে সাহায্য করবেন আশা করি ।
প্রথমে আপনাকে জিমেইল একাউন্টে লগ ইন করতে হবে । তারপর উপরে বামপাশে more থেকে sites সিলেক্ট করে সাইন আপ করুন । নিচের ছবির মত ড্রপডাউন মেনু আসবে ।
এখন create new site এ ক্লিক করুন । নিচের ছবির মত আসবে । আপনি যে নাম দিতে চান আপনার সাইটের যেমন আমি example এর জন্য blogs4bd দিয়েছি ।
এখন theme সিলেক্ট করতে হবে । না করলেও সমস্যা নাই । আমি trial দিতে গিয়ে default ই রেখে দিয়েছি । আরেকটা কথা সাইটের template কি রাখতে চান সেটা আপনি সিদ্ধান্ত নিবেন । আমি blank template রেখেছি । আপনি ইচ্ছা মত নিতে পারেন class room , project wiki , family site অথবা galary থেকে browse করে দিতে পারেন ।
তারপর আপনি আপনার সাইট কাদের সাথে শেয়ার করবেন share with অপশনে সিলেক্ট করে দিতে হবে । না দিলেও সমস্যা নাই । কারন default ভাবে everyone দেয়া থাকে । varification word দিয়ে create site বাটনে ক্লিক করুন । তৈরী হয়ে গেল আপনার সাইট ।
এই ৪ ধরনের বৈশিষ্টের template থেকে আপনাকে বেছে নিতে হবে কোন ধরনের template ব্যবহার করবেন ।
ব্লগার ডট কমে আমরা যেমন Dashboard দেখেছি । ঐরকমই অনেকটা, গুগল সাইটসের ড্যাশবোর্ড । নিচের ছবিতে দেখুন । তবে আপনি শুধু মাত্র sidebar এ গেজেট লাগাতে পারবেন । save changes ক্লিক করুন ।
সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে adsense কাজ করবে আপনার এই সাইটে । এর জন্য আপনাকে monetize এ গিয়ে monetize this site অথবা এডসেন্স একাউন্টের ইমেইল দিয়ে পাবলিশার আইডি সেট করে নিতে হবে যদি অন্য মেইল দিয়ে adsense একাউন্ট খোলা হয় । আমি trial দিয়েছি এখানে ক্লিক করে দেখতে পারেন adsense দেওয়া সাইটটি । আপনি ইচ্ছা করলে সাইটের পেজের ভিতরে adsense পারেন ।
সবচেয়ে সমস্যার ব্যপার হচ্ছে আপনার সাইটের লিঙ্ক বা URL টি অনেক লম্বা হয়ে যাবে অনেকটা এইরকমhttps://sites.google.com/site/**** লাল অংশটি আপনার দেয়া site name বা located url
এখন যদি আপনার নিজস্ব ডোমেইন বা সাবডোমেইন থাকে তাহলে আপনি http://www.yourdomain.com বা subdomain.yourdomain.com এই ফরমেটে লিখে রিডিরেক্ট করে দিতে পারেন । এই জন্য site Settings এ গিয়ে web address ক্লিক করে add করতে পারেন ।
তবে ব্রাউজারে url টাইপ করার সময় আপনি যে domain name বা subdomain ব্যবহার করেছেন হুবহু তাই দিতে হবে । তা না হলে আপনার সাইটটি ব্রাউজারে নিচের ছবির মত দেখাবে । আমার http://www.blogs4bd.tk/ টি আমি www. ছাড়া এমন করে (http://blogs4bd.tk/) ব্রাউজারে দিই । নিচের ছবির মত দেখায় । সুতরাং বুঝতেই পারছেন ।
এখন সাইট এর ভিতরে কি রাখবেন বা কি লিখবেন সেটা আপনার ব্যপার । insert থেকে আপনি অন্তত ব্লগারের চেয়ে বেশি কিছু add করতে পারবেন । format , table , layout প্রয়োজনমত ব্যবহার করতে পারেন ।
সবশেষে save করবেন কাজ শেষ হয়ে গেলে ।
যখন আমি trial মারতেছিলাম গুগল সাইটসে কিন্ত output পাচ্ছি না মানে যা করলাম show করাতে পারছি না কালকে হঠাৎ উপরে ডান সাইডে তাকিয়ে দেখি save আমার তো বিচি কান্ধে । এতোদিন কই আছিল এই জিনিস । তারপর পোষ্টটা তৈরী করলাম । ভালো লাগলে কমেন্ট কইরেন, না লাগলে দরকার নাই আমি বুইঝা নিমু ভালো হয় নাই ।
বিঃদ্রঃ আমার পার্সোনাল কোনো সিক্রেট নাই ।
আমি মর্নিং স্টার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 51 টি টিউন ও 318 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
I'm a bad boy - Me
খুব সাজানো টিউন।আমি অনেক আগে Sites খুলেছি। কিন্তু এডসেন্স এড করিনি।