নিজের একটি সাইট কে না চায় কিন্তু কয়জনেরই বা জানা থাকে যে কিভাবে সাইট তৈরী করতে হয়। কিন্তু সাইট তৈরী করা ততটা আরামের না। প্রথমেই বলে নেই আপনি যদি কোন সাইট বানাতে চান এবং সেটিকে জনপ্রিয় করতে চান তবে অবশ্যই আপনাকে কঠর পরিশ্রম করতে হবে। তাহলে শুরু করা যাক আমাদের সেই কঠর পরিশ্রম। আজ আমরা শিখব ওয়ার্ডপ্রেস দিয়ে কিভাবে একটি সাইট বানানো যায়। তবে সর্বপ্রথম আমাদের প্রয়োজন একটি ডোমেইন এবং হোস্ট। ডোমেইন হল আপনার সাইটের নাম বা জার মাধ্যমে বিজিটররা আপনার সাইটে ঢুকতে পারে। তো আমরা প্রথমেই ফ্রিতে একটি ডোমেইন নিব। এই সাইটে প্রবেস করুন এবং Create an account now এ ক্লিক করুন
এবার আপনার নাম,ইমেইল এড্রেস পাসওয়ার্ড দিন এবং অন্যান্য আরও ফাকা ঘড়গুলো দরকারি জিনিস দিয়ে পুরন করুন, I accept the Terms of Service এর পাশে খালি ঘড়ে টিক দিন ও Create an account now এ ক্লিক করুন।
তারপর Getting A New Domain এ ক্লিক করুন
এখানে আপনি যে ডোমেইনটি নিতে চান তা লিখুন এবং Check availability তে ক্লিক করুন
যদি আপনার ডোমেইনটি এবেলেবল থাকে তবে এই রকম দেখাবে। এখানে Continue to registration এ ক্লিক করুন।
ব্যাস আপনার ডোমেইন নেওয়া হয়ে গেছে। আমার পোষ্টটি ভাল লাগলে বা কেউ উপকৃত হলে অবশ্যই মন্তব্য চাই।
টিউনটি পূর্বে আমার সাইটে প্রকাশিত
আমি অদ্ভুত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 437 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
সুন্দর হয়েছে অনেকেরই কাজে আসবে ।এগিয়ে যান । ধন্যবাদ আপনাকে।