আমারও থাকবে ওয়েব সার্ভার “নিজের পিসিতে”!! সবাই দেখবে আমার ওয়েব সাইট!!(যেকোন জায়গা থেকে) (নতুনদের জন্য তবে পুরাতনদের জন্য অবশ্যই কিছু থাকছে) (A টু Z)

অনেকেই হয়তো আগে localhost কে ওয়েভ সার্ভার বানিয়েছেন এবং সফল ভাবে ইন্টারনাল নেটওয়ার্ক এর মধ্যে অ্যাক্সেসও করেছেন। কিন্তু দুক্ষজনক ভাবে বাহির থেকে তা করতে পারেন নি। যারা পেরেছেন তারা এই প্রাইমারি মার্কা টিউন না পড়লেও হবে। কিছু মানুষের আবার চুল্কানি বেশি তারা আবার চুল্কাইতে আস্তে পারে, তাদের আমি ভয় পাই 😛 ..আমার ভয় এই জায়গায় যে আমি কম জানি ও কম বুঝি সাথে সাথে বেশি বুঝার চেষ্টা করি... 😀

(এখানে লগিন করতে না পারায় আগে টিউন্টা tunerpage এ করা হয়েছে)

শুরুতে কিছু সুবিধা ও অসুবিধা দেখা যাক

সুবিধাঃ

১. হোস্টিং সার্ভিস ব্যবহার এর জন্য টাকার দরকার নেই
২. যেহেতু সব কিছু নিজের পিসিতে তাই দ্রুত পরিবর্তন করা যায় । নতুন কিছু যোগ ও করা যায়
৩. অপলোড এর ঝামেলা নেই

অসুবিধাঃ

১. সবচেয়ে বড় অসুবিধা হল ব্যান্ডউইথ। কোন unlimited plan অথবা Lan না থাকলে লাভের চাইতে ক্ষতিই বেশি হবে।
২. সার্ভার চালু রাখতে হলে আপনার পিসি সব সময় চালু রাখতে হবে
৩. আরেকটা অসুবিধা হল Speed । আমাদের দেশে ইন্টারনেট এর স্পীড অনেক কম একারনে সার্ভারের স্পীড ও কম হবে। নিজের সাইট কে popular বানাতে চাইলে এটা worse option । অনেক ভিজিটর থাকলে সার্ভার বিপুল সময় নিবে

উপরের কথা গুলো শুনে অনেকেই ডিমোটিভেটেড হয়ে গেছেন। আরে ভাই একটা জিনিস করতে পারার আনন্দটাই সবচেয়ে বড় পাওয়া। আমি লিমিটেড প্লান এর মডেম চালাই তাও বেশ কিছুদিন সার্ভারের টেস্ট রান করিয়েছি। নিজের টাকার বিপুল পরিমান বাশ দিয়েছি 😛
আর কথা না বাড়িয়ে শুরু থেকে শুরু করা যাক

যা যা লাগবে :\

Xampp সফটওয়্যার। আমরা অলস জাতি তাই এটাই আমাদের কাজের জন্য যথেষ্ট। আমাদের যা যা দরকার সবই আছে এর মধ্যে- Apache, PHP, MySQL । এবং এটা সব configuration এর কাজ করে দিবে।
এই সফটওয়্যার এর latest installer version ডাউনলোড করব।
আপাতত এটাই latest - xampp-win32-1.8.3-4-VC11-installer.exe (125 mb) (direct link)

ভাই আপনার চাইতে আমি আরো বড় অলস । লেখা লিখি করতে মন চায় না তাই লেখা কম ছবি বেশি। কেউ মাইন্ড খাইয়েন না। ধাপে ধাপে ছবি ও কথা অনুসরন করুন।
১. Xampp সফটওয়্যার installer টি run as administrator দিয়ে চালু করুন

Screenshot_1

২. এন্টিভাইরাস থাকলে warning দিতে পারে। এটা কোন সমস্যা না। antivirus disable করে অথবা না করেই yes চাপুন সেটা আপনার ইচ্ছা। 😀

Screenshot_2

৩. আরো একটা ওয়ার্নিং !! যা বলতেসে তা করতে পারেন অথবা বুড়ো আঙ্গুল দেখিয়ে এগিয়ে যান

Screenshot_3

৪. আরে ভাই এটাও বলা লাগবে? Finish না আসা পর্যন্ত চাপতে থাকুন। 3 কি চাপবেন?! “Next” 😛

Screenshot_4

Screenshot_5

Screenshot_6

Screenshot_7

Screenshot_8

Screenshot_9

৫. Finish বাটন আসলে “Do you want to start the control panel now” untick দিয়ে finish চাপুন

Screenshot_10

৬. এবার Start>programs>xampp>xampp control panel অথবা c:\xampp\xampp-control.exe run as administrator দিয়ে চালু করুন।
নিচের ২ নং ছবির মত আসবে...

Screenshot_11

Screenshot_12

৭. এবার apache এর পাশের red cross এ ক্লিক করলে service install এর জন্য বলবে। সেখানে yes চাপুন। একই ভাবে mysql এরটাও করুন। আপাতত আমাদের এই দুইটা হলেই চলবে।

Screenshot_13

Screenshot_14

Screenshot_15

৮. এরপর apache & mysql start বাটন চেপে চালু করুন। (**এ পর্যায়ে অনেকেই সমস্যার সম্মুক্ষিন হতে পারেন )

Screenshot_17

Screenshot_18

৯. এখন একটা ব্রাউজার খুলে address bar এ লিখুন “ Localhost “ । যদি নিচের মত আসে তাহলে ধন্যবাদ দিন নিজেকে।

Screenshot_20

১০. বাম পাশে status এ ক্লিক করে দেখুন প্রথম ৩/৪ টা সার্ভিস Activated কিনা

Screenshot_21

১১. এরপর security তে ক্লিক করুন। দেখবেন আমার যেখানে secure লেখা সেখানে আপনার unsecure লেখা। কারন এই screen shot টা ভুলে তখন নেই নাই :v যাই হোক secure করার জন্য নিচে একটা লিঙ্ক দেয়া আছে ওইটায় ক্লিক করুন

Screenshot_22

Screenshot_23

১২. এখানে mysql এর root user এর জন্য password দিয়ে password changing এ ক্লিক করুন। পরে xampp directory protection এর জন্য user & pass দিয়ে make safe এ ক্লিক করুন।

Screenshot_24

১৩. এবার আবার localhost এ গিয়ে PhpMyadmin এ ক্লিক করলে লগিন এর পেজ আসবে সেখানে Mysql এর ইউজার root এবং আপনার সেট করা password দিয়ে লগিন করুন।

Screenshot_25

Screenshot_26

এবার আমরা সার্ভারে ওয়েভ সাইট ইন্সটল করব...

এক্ষেত্রে আমরা WordPress ইউজ করছি। না থাকলে ডাউনলোড করে নিন এখান থেকে।
১. প্রথমে c:\xampp\htdocs ফোল্ডারটিকে রিনেম করে দিব “htdocs_default” নামে এবং নতুন একটি folder বানবো “htdocs” নামে

Screenshot_27

২. এবার ডাউনলোড করা wordpress.zip এর সব htdocs ফোল্ডার এ কপি করতে হবে

Screenshot_28

Screenshot_29

৩. এখন phpmyadmin এ গিয়ে create database এ wordpress নামে একটা database বানাবো

Screenshot_30

৪. এবার ব্রাউজার এ localhost/wp-admin/install.php লিখে এন্টার চাপলে ছবির মত আসবে। সেখানে সব কিছু পুরন করে “install wordpress” চাপলে “success” পেজ আসবে

Screenshot_31

Screenshot_32

Screenshot_33

৫. ওখানে লগিন চেপে username & password দিলে wordpress এর admin panel আসবে।

Screenshot_34

৬. এখন অন্য একটা ট্যাব এ localhost ওপেন করলে আপনার ওয়ার্ডপ্রেস সাইট দেখতে পাবেন

Screenshot_35

উফফ... শেষ হল localhost এ সার্ভার ইন্সটল। এসব আমি না বললেও পারতাম কারন আগে এ নিয়ে অনেক টিউন হয়েছে। যারা করেছিলেন তারা এখানে এসে গলা বাজি করতেও পারেন।তাদের বলছি... শুধু নতুনদের জন্য ছিল এ পার্টটুকু।

সার্ভারতো বানালাম লোকাল ip দিয়ে অ্যাক্সেস ও করা যাবে কিন্তু যারা আমার নেটওয়ার্ক এ নেই মানে সারা দুনিয়ার মানুষ, তারা কি আমার ওয়েব সাইট দেখতে পারবে না?
উত্তরঃ পারবে। তবে একটু কষ্ট করতে হবে। সবাই অ্যাক্সেস করার জন্য আমাদের external ip দরকার যা internal ip থেকে সম্পুর্ন ভিন্ন। আমাদের সবার ই একটা করে আলাদা আলাদা external ip আছে । http://whatsmyip.org/ এখানে গেলে ip টা দেখা যাবে । লজিক বলে , ওই ip সরাসরি ব্রাউজার এ টাইপ করে আমাদের ওয়েব সাইট অ্যাক্সেস করা যাবে, কিন্তু না... আমাদের পিসির ফায়ার ওয়াল এবং সবচেয়ে বড় কথা আমাদের ISP ,সার্ভারের জন্য দরকারি পোর্ট 80 সহ অন্নান্য পোর্ট বন্ধ করে রাখে। পোর্ট খোলার জন্য firewall execption set করতে হয় এবং যদি router ইউজ করি তবে তাতে port forward করতে হয়। port forward এর নিয়ম সার্চ করলে পাওয়া যাবে। আমার router নাই তাই ওভাবে দিতে পারলাম না। আবার অনেক সময় external ip গুলো dynamic হয়ে থাকে মানে প্রতি বার change হয়, যেমনটা আমার modem এ হয়।

(অনেকের পোর্ট 80 & 8080 firewall disable করলেই ওপেন হতে পারে তারা
এখান থেকে টেষ্ট করে নিবেন http://www.whatsmyip.org/port-scanner/ । খোলা থাকলে নিচের ২ নং সমাধান ফলো করার দরকার নাই।)

সমাধান ১ :

যেহেতু আমদের প্রথমিক লক্ষ্য বাহির থেকে সাইট অ্যাক্সেস করা তাই সহজে তা কিভাবে করা যাবে সেটা আগে দেখি
১. প্রথমে ngrok নামে এই সফটওয়্যার টি নামিয়ে নিন এখান থেকে
২. Ngrok.zip এর মধ্যে ngrok.exe ফাইল পাবেন । ওটাকে c:\windows\system32 তে কপি করে দিন।
৩. এবার নোটপ্যাড ওপেন করে “ ngrok 80 “ লিখে anything.bat নামে যেকোন জায়গায় সেভ করুন।

Screenshot_49

৪. এবার বানানো ফাইলটিতে right click করে run as administrator দিয়ে চালু করুন। সব ঠিক থাকলে নিচের মত আসবে

Screenshot_50

৫. এখন ব্রাউজার এ localhost:4040 লিখে এন্টার দিলে আমার মত আপনার সাইটের জন্য লিঙ্ক পাবেন। ওই লিঙ্ক এ ক্লিক করে দেখুন আগে বানানো ওয়ার্ডপ্রেস সাইট টা আসে কিনা। যদি আসে তাহলে আর কি? দিয়ে দিন ওটা আপনার বন্ধুকে টেষ্ট করার জন্য, আশা করি সে আপনার সাইট অ্যাক্সেস করতে পারবে

Screenshot_51

কিছু কথাঃ

ngrok software টি VPN এর মাধ্যমে কাজ করে। এটা ফ্রি কিন্তু প্রতিবার connect করলে এটা different লিঙ্ক assign করবে। যা ওয়েব পাব্লিশ এর জন্য সুবিধা জনক না। নিজের ইচ্ছামত hostname দেয়া যায় কিন্তু এটা ওদের প্রিমিয়াম feature।

সমাধান ২ : (port forwarding- software method)
(এই সমাধানটি lan connection এর ক্ষেত্রে ট্রাই করা হয় নাই। )
১. পিসির firewall disable করুন
২. Simple port forwarding সফটওয়্যার টি নামিয়তে নিন এখান থেকে
৩. সফটওয়্যার টি ইন্সটল করে ওপেন করুন

Screenshot_36

৪. Router drop down এ আপনার router এর নাম থাকলে ভাল ওটা সিলেক্ট করুন ,না থাকলেও কোন সমস্যা নাই 😛
৫. নিচের খালি জায়গায় right ক্লিক করে add new তে যান। সেখানে ছবির মত 80 & 8080 পোর্ট দুটি add করুন

Screenshot_37

Screenshot_38

৬. এবার update router চাপুন। দেখবেন অনেক কিছুই আসবে, ওয়রনিং অথবা error ও আসতে পারে তাতে কোন সমস্যা নাই। সব শেষে done আসলে কাজ শেষ। এবার সফটওয়্যার টি ক্লোজ করে দিন

Screenshot_39

Screenshot_40

৭. এখন http://www.whatsmyip.org/port-scanner/ এখানে গিয়ে 80 & 8080 পোর্ট দুটি টেষ্ট করে দেখুন ওপেন দেখায় কিনা? ছবির মত দেখালে সব ঠিক আছে.. 😀

Screenshot_41 Screenshot_42

৮. এখন আপনার external ip ব্রাউজার এ লিখে এন্টার চেপে দেখুন যে আগে বানানো ওয়ার্ডপ্রেস সাইট টি আসবে। বন্ধুকে ip টা দিয়ে ট্রাই করতে বলেন। আশা করি কাজ হবে

*** কিছু কথাঃ
সফটওয়্যার টির কার্যক্ষমতা আমার জানা নাই কিন্তু আমার মডেম এ কাজ হয়েছে। আমি আমার সার্ভিস প্রভাইডার কে port forward নিয়ে জানতে চাইলে তারা বলেন যে আমার মডেম এ port forward সম্ভব না এটা করতে হলে router মডেম লাগবে। তারা কি জানে না যে এভাবেও কাজ হয়?!

সার্ভারে ডোমেইন নেম এ্যাড করাঃ (dynamic ip এর সমাধান)

আগেই দেখেছি ngrok ডোমেইন নেম provide করে কিন্তু তা dynamic । আমাদের static একটা নেম দরকার। যেহেতু আমরা আমাদের সার্ভার বানাতে কোন টাকা খরচ করছি না তাই এবার ফ্রি ডোমেইন ragistration ইউজ করব।
১. https://www.noip.com/sign-up এখানে গিয়ে সাইন আপ করতে হবে। সাইন আপ এর সময় domain নেম দিবেন যেটা আপনি চান। ফ্রী গুলার শেষে .ddns.net এ ধরনের কিছু থাকবে। আসলে আমাদের টা হবে sundomain

Screenshot_43

২. এবার ওদের dynamic DNS update client (DUC) ডাউনলোড করুন এখান থেকে
৩. সফটওয়্যার টি ইন্সটল করে ওপেন করুন। লগিন এর জায়গা আসলে username & pass দিয়ে লগিন করুন

Screenshot_44

৪. এবার edit host এ ক্লিক করুন। নতুন একটা বক্স আসবে সেখানে আপনার domain টি দেখতে পাবেন। পাশের বক্স এ টিক দিয়ে save চাপুন

Screenshot_45

৫. সব ঠিক থাকলে ছবির মত দেখাবে

Screenshot_46

দাড়ান আর একটু বাকি আছে...
Noip পোর্ট 80 redirect করে না ওরা 8080 করতে পারে তাই আমাদের সার্ভার কে পোর্ট 8080 তেও কাজ করানর জন্য config করতে হবে
৬. Xampp control panel ওপেন করে apache এর বরাবর যে config বাটন আছে তাতে ক্লিক করে Apache (httpd.conf) চাপলে নোটপ্যাড এ config file টা ওপেন হবে । সেখানে “ Listen 80 “ লাইন টা খুজে বের করে তার নিচে “ Listen 8080 “ add করে সেভ করে দিতে হবে। তারপর apache restart করতে হবে।

Screenshot_47 Screenshot_48

এখন আপনার anything.ddns.net এ ঢুকে দেখেন যে আপনার বানানো ওয়ার্ডপ্রেস সাইট টি আসবে!
***কিছু কথাঃ
Noip এর DUC সফটওয়্যার টি dynamic external ip কে ডোমেইন এর সাথে যুক্ত করে। সফটওয়্যার টি চালু না থাকলে ডোমেইন নেম কাজ করবে না কারন ip change হবে কিন্তু ডোমেইন তা জানতে পারবে না । যদি আমরা নিজের .com টাইপ ডোমেইন চাই তাহলেও নিতে পারি তবে এটার জন্য টাকা লাগবে।। 😀

ব্যাস আর কি? এবার চালান ওয়েব সাইট আপনার পিসি থেকে...!!!

অবশেষে টিউন শেষ করতে পেরে ভাল লাগছে। অনেক কষ্টরে ভাই লিখতে তার উপর সব কিছু নতুন ভাবে ইন্সটল করে প্রতিটার screen shot নিয়েছি নিজ হাতে। সব কিছুই ট্রাই করার পরই দিয়েছি । তাই কাজ না করলে অথবা কোন সমস্যা হলে গালি দিয়েন না প্লিজ। কেউ যদি copy করেন তাহলে আমার credit দেয়ার দরকার নাই শুধু নিজের নামে চালাইয়েন না। 😛 আমার কোন ব্লগ অথবা ওয়েব সাইট ও নাই যে এখানে দিয়ে দিব ঘুরে আসার জন্য, আছে শুধু একটা ফেসবুক আইডি। সারাদিন ওইখানেই পরে থাকি। আরেকটা কথা, আমি advanced level or programmer level এর কেউ না, সাধারন টেক সম্পর্কে জানার আগ্রহ সম্পন্ন একজন বালক। কারো যদি কোন সমস্যা হয় অথবা যেকোন বিষয়ে জানার ইচ্ছা থাকে তাহলে টিউমেন্ট অথবা ফেসবুক এর inbox এ যোগাযোগ করতে পারেন। ভাই দয়া করে ফেসবুক এর public টিউন এ কেউ সাহায্য চেয়ে অথবা add me লিখে comment করবেন না। এটা ভাল দেখা জায় না। ইনবক্স করলে তার দ্রুত reply দেয়ার চেষ্টা করব।

চাইলে আমার আগের টিউন গুলো দেখে আসতে পারেন যদিও অনেক আগের। টেকটিউনার- Gomonto Balok

ফেবুতে আমি- Gomonto Balok

Level 0

আমি Gomonto Balok। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 105 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

thank a lot (Y)

    u welcome

    ভাই আমার জানা মতে এইটার জন্যে নির্দিষ্ট Domain করতে টাকা লাগেনা বা তাদের প্রিমিয়াম মেম্বার হতে হইনা ।একটি নির্দিষ্ট domain যেমন : example.ngrok.com বানাইতে হলে নতুন একটি bat ফাইল তৈরি করতে হবে ।আর ঐ bat ফাইলটির মধ্যে এই কোডটি লিখতে হবে

    ngrok -subdomain example 80

    এখানে subdomain হিসাবে example ব্যবহার করা হয়েছে । আপনি কোডটি কপি করে example এ জায়গাতে আপনার ডোমেইনটি বসিয়ে দিন ।

    এই কোডটি কপি করে নোটপ্যাড এ পেষ্ট করে তারপর .bat format এ সেভ করুন । তারপর প্রধান bat ফাইলটি administrator এর মাধ্যমে চালু করুন তার পর সাবডোমেইন এর ফাইলটি administrator এর মাধ্যমে চালু করুন ।
    আর হ্যা এপনি একধিক সাবডোমেইন তৈরি করতে পারবেন । তবে আপনার হোস্ট কিন্তু একটাই থাকবে ।

    কোন রকম সমস্যা হলে আমার মতামতের মাধ্যমে জানাবেন ।

      bhai apni ektu try kore dekhen oita primium feature. “subdomain.ngroj.com” eta sudhu amr jonno & always use korar jonno odr primium member hote hobe amr.. abr emb o hote pare ami vul jani.apnar jodi kaz hoy tahole apni use koren & sobai k janan.. dhonnobad..

tnx….. for full setup localhost

ছোট একটি বিষয় জানতে চেয়েছিলাম…..আসলে পোর্ট জিনিসটা কি। অনেক সময়ই দেখি পোর্ট ৮০,৮০৮০,৪৪৩ এরকম কিছু হয়। এইগুলা কি!!!!!

    port jinish ta generally bolte gele pc’r sathe communicate korar specific road. 80 port http mane web connection er jonno,8080 holo er alternative & 443 secure http er jonno mane https

দাৱুন টিউন ৷ ধন্যবাদ

vai thank u.amar domain use korbo.jodi busness ear jonno r 1 ta domain name use korte cay tahole ki vabe . bolben pls?

    apnar qstn ta bujhi nai.. apni ki 1 pc te duita domain use korte chacchen??

screenShort গুলা তো দেখা জাচ্ছে না ভাইয়া !

    vai er cheye valo maner screen shot dite pari nai dekhe sorry… 🙁

ভাই আপনে এগুলা করলেন কেমনে আমিত পড়তে গিয়া মাথা গুঁড়ান দিছে 😀
সত্যি ভাল লিখছেন বস অনেক ভাল লাগলো
🙂

best tutorial of the year. এই ধরণের ইউনিক টিউন internet এ বাংলা ভার্সনে পাওয়া যায় না। আর বেশী কিছু বলার নাই। খুব শিঘ্রই নতুন কিছু নিয়ে আসবেন। ভাল থাকবেন। ধন্যবাদ।

val a tune ta a2z ki abar video tune korben pls? pls pls Gomonto Balok

    bhai video tutorial banano tmn kisu na kintu ota share kora amr pokkhe on vari bisoy.. eto boro size er video upload er moto data use kora psbl na.. sorry for that..

এতো সুন্দর একটা জিনিস কিন্তু সমস্যা হল পিসি সব সময় অন রাখতে হবে। তবে আমার মতে এটা একটা মেগা টিউন।
ধন্যবাদ শেয়ার করার জন্য।

    jader server ache tara always on rakhe.. 😛 ami name e bisshasi na..mega hok ar giga hok kaz korlei holo.. dhonnobad cmnt korar jonno

vai apnar mobile number ta dayn. kotha bolbo,amar video lagbe.ami apnake data jonno taka debo.my e mail= [email protected]

    Bhai amr tk’r dorkar nai.. Apnar video lagle onno vabe deya jabe bt apnar prblm kothay hoise seta bolle help korte pari.. Check ur mail .. Thank you..

Vai domain name server er upor tune chai…

Kivabe akta domain name server kora jai?

    easy & bujhanor moto kono way pele obossoi korbo.. keep connected

Level 0

Osadharon Hoise

একমাত্র আপনাকে ধন্যবাদ দিয়ে হালকা হতেই login করেছি । সাধারণত আমি খুব কমই কমেন্ট করি । অসাধারণ লিখেছেন এবং আমাদের অনেক উপকার করেছেন । ভাল থাকেন ,সুস্থ থাকেন সেই কামনা রইল ।