আপনি একজন ওয়েব ডেভেলপার । সারাদিন রাত কাজ করে যাচ্ছেন । একটুও অবসর নেই । তবে আপনার জন্য এই টিউন । এই টুলস্ গুলো ব্যবহারে অভ্যস্ত হলে আপনি কম সময়ে অনেক বেশি কাজ করতে পারবেন। হতে পারবেন আরও বেশি প্রফেশনাল । আসুন দেখে নেই ওয়েব ডেভেলপমেন্টে অসাধারন সব টুলস্ গুলো।
১. Browsershot
আপনার ওয়েবসাইটি বিভিন্ন ধরনের Browser কিরকম দেখাবে তার screenshots দেখতে পারেন এই ওয়েবসাইটটিতে। ওয়েবসাইটটি 800x600 এবং 1024x768 রেজুলেশনে ৬টি কমন Browser এর screenshots দেখাবে ।
২. StudioPress
এটিও একটি রেসপনসিভ ডিজাইন পরীক্ষা করার ওয়েবসাইট। আমরা সাধারনত যেই রেজুলেশনগুলো রেসপনসিভ ডিজাইনের জন্য ব্যবহার করি সবগুলোই পাবেন এখানে।
ওয়েবসাইট তৈরিতে বিভিন্ন রকম এনটিটি ব্যবহার করা হয় । সব এনটিটি সব সব মনে রাখা কঠিন ব্যাপার । তাই প্রয়োজনের সময় দ্রুত এনটিটি ব্যবহার করার জন্য এই ওয়েবসাইটি খুবই উপকারী ।ওয়েবসাইটে যান এবং যেটা ব্যবহার করতে চান সেটি টাইপ করুন । যেনন- copy লিখেন ।সাথে সাথে ফলাফল দেখাবে।
৪. Prefix Free
Cross Browser Support এর জন্য আমরা বিভিন্ন প্রকার CSS properties এ prefix ব্যবহার করে থাকি । এই সমস্যা সমাধানের জন্য একটি দারুন ওয়েবসাইট এটি।এই টুলটি আপনার CSS properties এ যখন যেই Browser এ যে prefix প্রয়োজন সেই prefix যুক্ত করবে।
ফেবিকন তৈরির সহজ সমাধান হচ্ছে এই সাইটি।
৬. Typetester
আপনার ওয়েবসাইটে কোন ফন্টটি ব্যবহার করবেন বুঝতেছেন না । এই সমস্যার সমাধান দেবে এই সাইটটি ।আপনি বিভিন্ন প্রকার ফন্টের মধ্যে তুলনা করতে পারবেন এই সাইটি দিয়ে।
৭. MinifyCSS
ওয়েবসাইট দ্রুত লোড হবার জন্য ওয়েবসাইটের CSS এবং JS ফাইলকে মিনিফাই করা খুবই জরুরী । এই ওয়েবসাইটের বড় সুবিধা হল এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি CSS এবং JS দুই ধরনের ফাইলকেই মিনিফাইড করতে পারবেন এবং অবশ্যই সর্ম্পূন ফ্রিতে।
৮. Compressor
ওয়েবসাইট দ্রুত লোড হবার আর একটি বড় বাধা হল ওয়েবসাইটে ব্যবহৃত ইমেজ । এই সাইটির মাধ্যমে আপনি আপনার ওয়েবসাইটে ব্যবহৃত ইমেজ সাইজ কমপ্রেস করার মাধম্যে কমিয়ে ফেলতে পারবেন।আর অবশ্যই ইমেজের কোয়ালিটি সর্ম্পূন ঠিক রেখে।
৯. Pingdom
আপনার ওয়েবসাইটের লোডিং টাইম পরীক্ষা করার অসাধারন একটি ওয়েবসাইট এটি ।এই ওয়েবসাইটে দেখতে পাবেন ওয়েবসাইট লোডিং টাইম, পেজ সাইজ, পারফমেন্স গ্রেড এবং অন্যান ওয়েব সাইটের সাথে তুলনামূলকভাবে আপনার ওয়েবসাইটের অবস্থান।
১০. DifferChecker
এই টুলটির মাধ্যমে আপনি দুইটা টেক্সট ডকুমেন্টের মধ্যে কি কি difference তা সহজেই বের করতে পারবেন ।
১১. Feedthebot
এই টুলটির মাধম্যে দেখতে পাবেন আপনার ওয়েবসাইটে কয়টি স্টাইলশীট ব্যবহৃত হয়েছে এবং সেগুলো সঠিকভাবে ব্যবহার করার জন্য প্রয়োজনীয় সাজেশন।
১২. Feedthebot- CSS
এক্সটারনাল সিএসএস ফাইলকে একটি ফাইলে কনর্ভাট করার অসাধারন একটি টুল।
আপনার ওয়েবপেজের স্পীড এনালাইজ করতে পারবেন এই টুলটি দিয়ে এবং প্রয়োজনীয় সাজেশন ও পাবেন কিভাবে আপনার ওয়েবসাইটকে আরও স্পীড আপ করবেন।
১৪. overapi.com
আমরা ওয়েব ডেভেলপমেন্টের বিভিন্ন রকম ভাষা যেমন- HTML,CSS,JS,JQ,PHP, SQL ইত্যাদি শিখে থাকি। প্রত্যেকটি ভাষার সবকয়টি ট্যাগ সবসময় মনে রাখা কঠিন। তাই প্রয়োজনের সময় আমরা Cheat Sheet ব্যবহর করতে পারি। Cheat Sheet একটি বিশাল কালেকশন এটি। যেকোন প্রকার ওয়েব ডেভেলপমেন্ট ভাষার Cheat Sheet এখানে পাবেন খুব সহজেই । এই ওয়েবসাইটটি খুবই কাজের একটি ওয়েবসাইট।
১৫. pumpula
প্রত্যেকটি ভাষারই আলাদা কিছু বিশেষ অর্থবোধক শব্দ থাকে ।CSS এর ও এরকম কিছু শব্দ রয়েছে যেমন- ID selector, Class selector, Pseudo-element, String, Child combinator ইত্যাদি । আপনি কি সবগুলো জানেন। এই ওয়েবসাইটটি দেখুন ।CSS এর বিভিন্ন বিশেষ শব্দ দিয়ে আসলে কি বুঝায় তার ব্যবহারিক উদাহরণ পাবেন এই ওয়েবসাইটে।যারা নতুন শিখতেছেন তারা অবশ্যই দেখবেন এই সাইটটি।
ওয়েব ডেভেলপমেন্টের অসাধারন সব রিসোর্স এবং টুলস্ পেতে ঘুরে আসতে পারেন আমার ব্লগ ওয়েব সোর্স এ।
আমি Onno Vinno। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 30 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Always think different and do different
osadharon