কেমন করে একটি ব্লগ বা সাইট কে সরাসরি অন্য আর একটি ব্লগ বা সাইট এ রিডাইরেক্ট করা যায়?

আসসালামুআলাইকুম।আশা করি সবাই ভালো আছেন।অনেক দিন পরে একটি টিউন লিখতে বসলাম।হযতো অনেকেই বুঝতে পারছেন কি বিষয়ে লিখতে যাচ্ছি।যাই হোক কাজের কথাই আসা যাক:

আমরা হয়তো অনেকে অনেক সময় আমাদের ফ্রি ব্লগে অনেক পপুলারিটি পেলে ডেমেন কিনে থাকি ফলে সেই ফ্রি ব্লগ কে রি ডাইরেক্ট করতে হয়।করন আপনার ফ্রি সাইট যদি ব্লগস্পট এ হযে থাকে আর আপনার মেইন সাইট টি যদি ওয়ার্ডপ্রেস তৈরি করে থাকেন তবে আপনার ফ্রি ব্লগটি অবশ্যই রিডাইরেক্ট করতে হবে।বা অনেক ভাঙ্গা লিংক কে মেইন সাইট এ যুক্ত করতে বা 404 error পেজ গুলো যুক্ত করতে এই নিয়মটি আপনাকে অবশ্যই মানতে হবে।

আর এটি করতে আমাদের অনেক সময় অনেক সমস্যার মুখেমুখি হতে হয়।অনেক সময় সঠিক নিয়মের জন্য করা সম্ভব হয় না।বা জানিই না যে কি করতে হবে।তই আজ আমি আপনাদের খুবই সহজ এবং ঝামেলাহীন একটি পদ্ধতি দেখাবো।আমি এটি ব্লগস্পট এ দেখাবো আপনারা যে যেটা ব্যবহার করে না কেন সবই এই একই পদ্ধতি।নিচের পদ্ধতিটি ভালোভাবে লক্ষ করি:

(বি:দ্র: যতোবার আপনার সাইট এর edit HTML করবেন ততোবার আপনার সাইট এর template টি ব্যাকআপ দিয়ে রাখবেন)

  • ১।প্রথমে আপনার ব্লগারে Login করেন
  • ২।এরপর ব্লগার ড্যাসবোর্ড হতে template এ যান এবং edit HTML ক্লিক করুন
  • ৩।এখন আপনি template কোড গুলো দেখতে পাবেন এবং কি বোর্ড এ CTRL + f চেপে <head> এই কোডটি রের করুন।
  • ৪।এখন আমার দেওয়া নিচের কোড গুলো কপি করে <head> কোডের নিচে পেষ্ট করুন।

<script type='text/javascript'>
 var d='<data:blog.url/>';
 d=d.replace(/.*\/\/[^\/]*/, '');
 location.href = 'http://freeinbd.blogspot.com';
 </script>

না বুঝলে নিচের ছবিটি ভালো ভাবে খেয়াল করুন।

এখন http:/freeinbd.blogspot.com এর পরিবর্তে আপনার সাইট এর নাম টি লিখুন এবং  Save template এ ক্লিক করুন।কাজ শেষ।

আশা করি কাজ গুলো তেমন কঠিন লাগবে না।আর কোন সমস্যা থাকলে জানাতে পারেন।আমি আমার সাধ্য মতো আপনাদের প্রশ্নের উত্তর দিতে চেষ্টা করবো।

সময় থাকলে আমার সইট থেকে ঘুরেআসতে পারেন

Gazitv

ধন্যবাদ।

Level 0

আমি রাজিব হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 85 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Blogging is my hobby and I like to share free things with you like software,tips & tricks,educational topics etc.....visit my site: https://dhakaprime.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

try করে দেখব…

Level 0

সরাসরি প্রিয়তে নিলাম

    @bd99.tk: ধন্যবাদ আপনাকে….

আমার ব্লগস্পটের জন্য একটি Simple Related Post খুবই দরকার। যেটি পোস্টের নিচে ও কমেন্টর উপরে থাকবে। কালেকশনে থাকলে… Please Send me
[email protected]

    @Al-Imran Akanda: ধন্যবাদ আপনার মতামতের জন্য ।ভাই আপনি কয়েকটা দিন অপেক্ষা করেন আমি নিজেই কয়েকটা জাভা স্ক্রিপ নিয়ে কাজ করছি রেডি হলে আমি এটা পোষ্ট নিযে হাজির হবো তাই একটু ধর্য্য ধরেন।