এর যা যা সুবিধা=>
১। রেইলস বা লারাভেলে কাজ করার সময় এদের জেমগুলোর সাইজ অনেক হয়। লোকালহোস্টে কাজ করতে গেলে ইনস্টল হতে অনেক দেরি লাগে। আর সার্ভারে ১-২ সেকেন্ডেই ইন্সটল হয়ে যায়। ফলে অনেক তাড়াতাড়ি ডেভেলাপমেন্ট করা যায়।
২। ওয়ার্ডপ্রেস বা অন্য কিছুতে কাজ করলে লোকালহোস্ট থেকে গিটে আপ হতে স্লো নেটের কারনে অনেক টাইম লাগে। সার্ভারে git push কমান্ড দেয়ার সাথে সাথেই আপ হয়ে যায়।
৩। আমি অনেক সময় ল্যাপটপে কাজ করি আবার ডেক্সটপে কাজ করি, অনেক সময় সাথে নিজের পিসি না থাকলেও অনলাইন থেকেই কাজ করতে পারি। লোকালহোস্টে কাজ করতে গেলে একবার ল্যাপটপে কনফিগার করলে আবার ডেক্সটপে যেয়ে আবার করা লাগে। যেই জেম একবার ল্যাপটপে ডাউনলোড করে রাখছি সেটা আবার ডেক্সটপেও করা লাগে। কিন্তু অনলাইনে কাজ করলে এই সমস্যাগুলো আর হয় না। একই ওয়ার্কস্পেসে যে কোন জায়গা থেকে কাজ করা যায়।
৪। টিমওয়ার্কে ভাল ভূমিকা পালন করে। একই প্রজেক্টে অন্য ইউজারদেরও এড করা যায় যাতে তারাও ডেভেলাপমেন্টে অংশ নিতে পারে। টিমমেটদের সাথে চ্যাট করারও সুবিধা আছে।
৫। রিয়েলটাইম এডিট করা যায়। যেমন আমি কোন একই ফাইলের কোন অংশে এডিট করছি। টিমমেটও একই ফাইলে অন্য অংশে এডিট করছে সেটা সাথে সাথেই দেখা যায়।
৬। ssh টার্মিনাল থাকায় কমান্ড লাইনে যে কোন কাজ করা যায়।এইধরনের সুবিধা নিয়ে কিছু সাইট আছে যারা সার্ভিস দেয়। এমন একটি হল=>
এর সাহায্য আপনি পিএইচপি, রেইলস, পাইথন, নোড ডেভেলাপমেন্ট করতে পারবেন। । আপনারা রেজিস্ট্রেশন করার সময় অবশ্যই এই রেফালের লিঙ্ক থেকে গিয়ে রেজিস্ট্রেশন করবেন। তাহলে আপনাকে বেশি পাওয়ার দেয়া হবে। এই পাওয়ার রেম, হার্ডডিস্ক বাড়ানোর ক্ষেত্রে কাজে লাগবে।
রেজিস্ট্রেশন করার পর new box এ ক্লিক দিন।
যেটার উপর প্রজেক্ট করতে চান সেটা সিলেক্ট করুন। memory or storage দিয়ে create box এ ক্লিক দিন। কিছুক্ষনের মধ্যে বক্স তৈরি হয়ে যাবে। বক্সে ক্লিক করুন। IDE তে ক্লিক করুন। নিচের মত দেখাবে। এখানে আপনি আপনার প্রজেক্টও রাখতে পারেন এবং খুব সুন্দর এডিট করতে পারেন।
আর ডাটাবেজের ক্ষেত্রে সার্ভার হল localhost , ইউজার root এবং পাসওয়ার্ড নেই।
আপনার সাইট রাখার পর Preview - port 3000 এ দিলেই সাইট দেখতে পারবেন। তবে ফ্রী ইউজারদের ক্ষেত্রে সমস্যা হল আপনি যতক্ষন পর্যন্ত এই সাইটে কাজ করবেন ততক্ষনই এই ডোমেইনটা অন থাকবেন। কাজ না করলে অফ করে দিবে। আবার সার্ভার স্টার্ট করতে হবে।
আপনার যদি আরো অন্য কোন প্যাকেজ ইন্সটল করা লাগে তাহলে Autopart - manage package থেকে করতে পারেন।
এখানে একটা গুরুত্বপূর্ণ কথা আছে সেটা হল আমরা বক্স তৈরির সময় রেম এবং স্টোরেজ সিলেক্ট করেছিলাম। এটা কত বেশি নিতে পারবেন তা নির্ভর করে আপনার পাওয়ারের উপর । আপনাকে প্রথম অবস্থা ১৫০ পাওয়ার দেয়া হবে। আপনি এই লিঙ্ক থেকে আরো বাড়িয়ে নিতে পারেন।
এই সাইটে আরো অনেক ফিচার আছে আপনি পুরোটা ঘুরে দেখলেই বুঝতে পারবেন। যদি কোথাও সমস্যা হয় কমেন্ট করবেন।
আমি Mashpy Says। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 25 টি টিউন ও 1964 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
প্রয়োজনের সময় আমি অনেকের কাছেই প্রয়োজনীয়।
ধন্যবাদ