ওয়েবসাইট সাইন্স [পর্ব-৬] :: ওয়েবসাইটের স্পিড আর সার্ভিস বাড়ানোর গ্রেট উপায় CloudFlare

ওয়েবসাইট সাইন্স

হ্যালো গাইজ,

শিমুল ব্যাক। শুরুতেই টিটি কে ধন্যবাদ আমার টিউন গুলোকে চেইন টিউন এর আওতাভুক্ত করার জন্য। আজকে পেইড হোস্টিং ব্যাবহার কারীদের জন্য একটা সুপার জিনিষ শেয়ার করবো। ফ্রি কোন হোস্টিং এ কাজ করে কিনা টেস্ট করি নাই।

যাহোক শুরু করি।

ওয়েবসাইট সাইন্স

আমরা অনেকেই গুগলের বলে দেয়া একটা নিওম মানি না, যে পেইজের সাইজ ছোট হতে হবে, বা পেইজ লোড নিতে সময় কম লাগাতে হবে। ইচ্ছে মত ডিজাইন করে সাইট কে সুন্দর তো বানাই, কিন্তু Seo করতে যেয়ে পরি বিপদে। তাছারা অনেক স্লো লোড নেয়ায় ভিজিটর রা বিরক্ত হন। আর দেশী হোস্টিং গুলোর যে অবস্থা, সবাই ই বলে ৯৯.৯৯ % টাইম সাইট আপটাইম থাকবে , কতক্ষন থাকে তা আমরা ভুক্তভোগী রা জানি।

তো আসেন আমাদের সাইটের একটা বিশাল বড় কাজ করে ফেলি

  • আপনার সাইটের সি প্যানেল এ লগিন করুন।

  • খুজে দেখুন CloudFlare নামে কিছু আছে কিনা। আমার সুবিধার জন্য আমি এটাকে উপরে নিয়ে আসছি, বাট নিচের দিকেই থাকে।
  • ক্লিক করে ঢুকুন। কি এদের সুবিধার একটা একটা নমুনা দেখতে পাইলেন তো ?

* আপনার সাইট ৩০% ফাস্ট লোড হবে।

* ব্যাবহৃত হবে ৬০% কম ব্যান্ড ওয়াডথ।

  • আপনার মেইল দিয়ে সাইন আপ করুন। ওদের টার্মস আর কন্ডিশনের সাথে একমত হয়ে চেক বক্সে ক্লিক করতে ভুলবেন না কিন্তু।
  • সাইন আপ হয়ে গেলে আপনার মেইন ডোমেইনের জন্য CloudFlare এ্যাকটিভ করুন।

এবার আসেন আসল সুবিধায়ঃ

  • খেয়াল করলেই বুঝবেন সাইট অনেক জলদি লোড হচ্ছে।
  • অনেক দিক দিয়ে আপনার সাইট এখন হ্যাক প্রুফ, কেননা DDos এর মত ব্যাপার গুলো CLoudflare সার্ভার এর জন্য ডালভাত অনেক টাই। সুন্দর করে নিজে থেকে ব্লক করতে থাকবে ক্ষতিকর আইপি গুলো। আপনাকে সুধু কন্ট্রল প্যানেলে গিয়ে আপনি কোন এ্যাটাকে আছেন এটা সিলেক্ট করে দিতে হবে।
  • আপনার হোস্টিং কোন কারনে বন্ধ থাকলে এটা আগের কোন পেইজ ই দেখাবে ভিজিটর কে। এতে অন্তত হতাস বা বিরক্ত হতে হবে না আপনার সাইটের ভিজিটর দিয়ে।
  • যেহেতু সি প্যানেল থেকেই করতেছেন, সেফ বা সিকিউরড কিনা সেটা আপনার না ভাবলেও চলবে।

বেশ কাজের একটা জিনিষ শেয়ার করলাম, কমেন্ট বা শেয়ার করতে কিপ্টেমী করবেন না কিন্তু। লেখাটা এর আগে আমার ব্লগ ফাজলামী ডট কম এ প্রকাশিত।

ফেসবুকে আমি

Level 2

আমি শিমুল শাহরিয়ার। Founder, WebSea Internet Solutions, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 90 টি টিউন ও 497 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ব্র্যান্ড কনসাল্টেন্ট, ফুলস্ট্যাক ডেভেলপার/ডিজাইনার। আমাকে পাওয়া যাবে @ https://ShimulShahriar.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

চেইন টিউনে আওতাভুক্ত হওয়ায় স্বাগতম ।

Level 2

CloudFlare nam er to kisu nai vai.. paid hosting

    @Naim: কি বলেন ভাই !!! এটা দেয় নি !!! কোন হোস্টিং ব্যাবহার করেন জানাবেন ভাই।
    আপনি চাইলে https://www.cloudflare.com গিয়ে ব্যাবহার করতে পারেন ব্রাদার।

Level 2

Webhostbd er kas theke kena amar.. originally HostDime er

ডোমেইন দেখি বিক্রি করার জন্য লাগায়া রাখছে !!! লিঙ্ক দেন তো ভাই।
হোস্ট ডাইম তো সুধু ডেডিকেটেড দেয়, তাই না ব্র ?