হ্যালো গাইজ,
শিমুল ব্যাক। শুরুতেই টিটি কে ধন্যবাদ আমার টিউন গুলোকে চেইন টিউন এর আওতাভুক্ত করার জন্য। আজকে পেইড হোস্টিং ব্যাবহার কারীদের জন্য একটা সুপার জিনিষ শেয়ার করবো। ফ্রি কোন হোস্টিং এ কাজ করে কিনা টেস্ট করি নাই।
যাহোক শুরু করি।
আমরা অনেকেই গুগলের বলে দেয়া একটা নিওম মানি না, যে পেইজের সাইজ ছোট হতে হবে, বা পেইজ লোড নিতে সময় কম লাগাতে হবে। ইচ্ছে মত ডিজাইন করে সাইট কে সুন্দর তো বানাই, কিন্তু Seo করতে যেয়ে পরি বিপদে। তাছারা অনেক স্লো লোড নেয়ায় ভিজিটর রা বিরক্ত হন। আর দেশী হোস্টিং গুলোর যে অবস্থা, সবাই ই বলে ৯৯.৯৯ % টাইম সাইট আপটাইম থাকবে , কতক্ষন থাকে তা আমরা ভুক্তভোগী রা জানি।
* আপনার সাইট ৩০% ফাস্ট লোড হবে।
* ব্যাবহৃত হবে ৬০% কম ব্যান্ড ওয়াডথ।
বেশ কাজের একটা জিনিষ শেয়ার করলাম, কমেন্ট বা শেয়ার করতে কিপ্টেমী করবেন না কিন্তু। লেখাটা এর আগে আমার ব্লগ ফাজলামী ডট কম এ প্রকাশিত।
আমি শিমুল শাহরিয়ার। Founder, WebSea Internet Solutions, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 90 টি টিউন ও 497 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ব্র্যান্ড কনসাল্টেন্ট, ফুলস্ট্যাক ডেভেলপার/ডিজাইনার। আমাকে পাওয়া যাবে @ https://ShimulShahriar.com
চেইন টিউনে আওতাভুক্ত হওয়ায় স্বাগতম ।