ওয়েবসাইট সাইন্স [পর্ব-৫] :: যাদের ওয়েবসাইট আছে বা আগ্রহ আছে,দেখতে ভুলবেন না এই লেখা টা।

ওয়েবসাইট সাইন্স

ওয়েবসাইট সাইন্স ভিজিটর ই সব হ্যালো,
বেশ কদিন পরে আবার ওয়েবসাইট সাইন্স নিয়ে লিখতে বসলাম।

ওয়েবসাইট সাইন্স

১। আচ্ছা , একবার ভাবুন, আপনার একটা দোকান আছে, যেখানে মাছ পাওয়া যায়। তো এক লোক গেছে গরুর গোস্ত কিনতে, সে আপনার দোকানে ঢুকবে না, আবার ভুল করে ঢুকে পরলে বেরিয়ে যাবে সাথে সাথে।

কেন?

কারন সে যায় চায়, তা আপনার দোকানে নাই।

একটা ওয়েবসাইট এর ক্ষেত্রে কথা টা অনেক দিক দিয়ে সত্য। একজন ভিজিটর যা চান, তা যদি আপনি দিতে ব্যার্থ হন , তাহলে সে কেন আসবে আপনার সাইটে ?
সো শুরুতে মাথায় রাখেন, আপনি কি দিতে চান সেটার ভ্যালু খুবি কম, দাম সেটার বেশী যেটা একজন ভিজিটর চান।

এখন প্রশ্ন হলো, কিভাবে বুঝবেন ?

খেয়াল করুন যারা নিয়মিত আসেন আপনার সাইটে , তাদের দিকে। কোন পেইজ বা সেকসন এ বেশী ভিজিট হয়, সেটারে বেশী গুরত্ত দেন।
আর যারা নিয়মিত আসেন আপনার সাইটে, তাদের কাছেই জানতে চান না কি চায় তারা, একটা সহজ কনট্যাক্ট পেইজ বানিয়ে দিন, সাইটে চাইলে ফোরাম ও রাখতে পারেন, যাতে ব্যাবহার কারী রা জানাতে পারেন তাদের মতামত, জানাতে পারেন তারা কি চান।
২। কন্টেন্ট সহজে লিখুন, মানে ব্লগ সাইট হোক, অথবা ডাউনলোড, তাতে লিখুন। কি আছে সেখানে , কি কি সুবিধা দেন তাদের, এ নিয়ে সুন্দর করে গুছিয়ে লিখে ফেলুন না। কত সময় আর দরকার ? উদাহারন হিসেবে এই পোস্ট টা লক্ষ্য করুন, আমি উদাহারন দিয়ে বুঝিয়ে দিয়েছি, বুঝতে কোন সমস্যা হয়েছে আপনার ১ নম্বর পয়েন্ট টা? এতে কি হবে ?
আপনার ইউজার খুশি, কারন সে জেনে বুঝে তারপর ব্যাবহার করতেছে আপনার সাইট, সার্চ ইঞ্জিন খুশি, আর বেশী বেশী ভিজিটর পেয়ে আপনিও খুশি ।
৩। সুন্দর সম্পর্ক গড়ে তুলুন আপনার ভিজিটর দের সাথে, আপনার মার্কেটিং এর কাজ তারাই করে দেবে অনেক টা।  নিচের আমার ফেসবুক পোস্ট টা দেখুন>>>
স্ট্যাটাসঃ বাধা আসে নাই তা না । অনেক ঝড় গেছে । সাইট বার বার সাসপেন্ড হইছে , কোড লিখতে লিখতে কত রাত পার হইছে । এমন হইছে শরীরে জ্বর , বাংলালায়ন নেট নাই , সে অবস্থায় সাইবার ক্যাফেতে যেয়ে বসছি আপডেট করতে ।
লেখে ছিলাম , আছি । ফল পাইছি যদিও । আজ এলেক্সার হিসেব অনুযায়ী এটি দেশের ৯৭৯ তম জনপ্রিয় ওয়েবসাইট । পার্সোনাল সাইট হিসাবে এটা রেকর্ড এদেশে ।
আজকে আমি বলবো আমি সার্থক । আমি লেগে থাকবো আল্লাহ চাইলে । আপনারাও পাশে ছিলেন , থাকবেন , আমার জন্য ।
কি চান জানাবেন , বন্ধুদের জানাবেন আপনাদের শিমুল ভাই এর সাইট  এর কথা । এই আমার আপনাদের কাছে চাওয়া । শেষে সবাইকে ধন্যবাদ

কমেন্টঃ

Ãryãñ Ãshîk
ভাই, Androi apps... সেই ১ম দিন থেকেই একরকম।কোনো Update পাইতেছি না।।।। ধন্যবাদ।।।
Edited • Unlike • 2 people • Delete • Today at 01:20

**শাহরিয়ার শিমুল
Ãryãñ Ãshîk ভাই, দেখেন এখন এ্যান্ড্রয়েড সেকশন টা। ঠিক আছে তো ?
Like • Edit • 3 hours ago

Ãryãñ Ãshîk
জি ভাই ঠিকাছে। তবে মাঝে-মধ্যে Update দেয়ার try কইরেন।
Unlike • 1 person • Delete • 2 hours ago

**শাহরিয়ার শিমুল
অবশ্যই ভাইয়া, ভুলে গেলে ঠেলে মনে করিয়ে দেবেন
Like • Edit • 1 hour ago

খেয়াল করছেন , আমাকে কিন্তু মনে রাখতে হচ্ছে না, মাথাও ঘামাতে হচ্ছে না কিছু নিয়ে।এটাকে একভাবে সোসাল ইঞ্জিনিয়ারিং ও বলা যায়। খুব কাজের জিনিষ, কারন যার কথা রাখতে আপনি কিছু করলেন তিনি আপনার উপর খুশি, কারন তাকে আপনি গুরুত্ত দিলেন, যা আর কেউ দেয় নাই। আপনি ইউনিক হলে আপনার উপরে ওঠা ঠেকায় কে ?

এগুলো ফলো করেন ভাই, অনেক কাজে দেবে।  লেখা টা এর আগে আমার সাইট ফাজলামী ডট কম এ প্রকাশিত।

( কোন ভাবে টেকটিউনের নীতিমালা ভংগ করে ফেললে আমাকে জানানো হবে আশা করতেছি, ব্যাক্তিগত ভাবে লেখা টা বেশ জরুরি মনে হবায় নির্বাচিত করার আবেদন জানাইলাম)

Level 2

আমি শিমুল শাহরিয়ার। Founder, WebSea Internet Solutions, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 90 টি টিউন ও 497 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ব্র্যান্ড কনসাল্টেন্ট, ফুলস্ট্যাক ডেভেলপার/ডিজাইনার। আমাকে পাওয়া যাবে @ https://ShimulShahriar.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

হাছা কথা কইছেন ভাই।

Shimul
Vhai

Darun
kotha
Bolsen