আজকে মন খারাপ নিয়ে লিখতে বসলাম।
ঘটনার শুরু কয়েক দিন আগে। আমার সাইট সাসপেন্ড হয়ে গেলো হুট করেই। সার্ভার টা মোটামুটি ভালোই ছিলো।প্রতি গিগাবাইটের জন্য পরিশোধ করতে হচ্ছিলো ১২০০ টাকা। মাসিক ৪ লক্ষাধিক পেইজ ভিউ নিয়েও চলছিলো। মাসিক ব্যান্ডওয়াডথ ছিলো ২০ গিগাবাইট। যার বেশ খানিক টা অব্যবহৃত ছিলো। তারপরেও কেন ?
কারন টা ছিলো সার্ভারের cpu এর র্যাম নাকি লোড নিতে পারতেছিলো না। আর স্ক্রিপ্ট নাকি নন সাপোর্টেড । মানে সার্ভারের জন্য সিকিউরড ছিলো না। যদিও অন্য হোস্টিং এ সেইম স্ক্রিপ্ট ভালোভাবেই চলতেছে এখনো। প্রশ্ন করতেই পারতাম ৬ মাস প্রবলেম ছিলো না, হুট করে হলো কেনো, তার উত্তরে দোষ আমার ঘারেই চাপানো হতো, সো বাদ দিয়ে ব্লগারে নিয়ে গেলাম সাইট।
যাহোক, কাজের কথায় আসি। যা দেখে নেবেন।
১। যারা বলে আনলিমিটেড , এদের থেকে দূরে থাকুন। এরা মুখেই বলবে, সাইট দেখবেন একটু চাপ পড়লেই কাত হয়ে যাচ্ছে।
২। হোস্টিং কেনার আগে জিগেস করে নেন কি কি রাখতে পারবেন সাইটে। যদিও আমি নিজে সাপোর্ট করি না। তবু ব্যাবসায়ীক সার্থে আপনার সাইটে এ্যাডাল্ট কন্টেন্ট থাকতেই পারে। যা অনেক হোস্টিং কম্পানী ই সাপোর্ট করবে না। সো জিগেস করে জেনে নেন এ্যাডাল্ট কিছু রাখা যাবে কিনা তাদের হোস্টিং এ।
৩। সার্ভার কোয়ালিটি চেক করার একটা সহজ উপায় হলো গুগল পেইজ স্পিড দিয়ে টেস্ট করা। তাদের হোস্টিং এ থাকা কোন একটা সাইট দেখতে চান। এবার সাইট টা গুগল পেইজ স্পিড চেকার টুল দিয়ে চেক করেন। এখানে Reduce server response time এর মত ইরোর দেখতে পেলে বুঝবেন আপনার সাইটেও সমস্যা টা হবে । মানে সাইট স্লো লোড হবে আরকি।
৪। আপটাইম ঃ সাইট কতক্ষন অনলাইনে থাকে। সবাই ই বলে ৯৯.৯৯ %। বেশির ভাগ ই ভুয়া।
আমি যা করিঃ কোন পপুলার আর পুরাতন সাইট http://website.informer.com/ দিয়ে চেক করে দেখে নেই কোন হোস্টিং ব্যাবহার করছেন তারা।
কিভাবে বুঝবেনঃ চেকার টুল গুলো নেম সার্ভার ও দেখায়। মানে ns1.Hosting.com এরকম। দেখলে আর মাথা ঘামালে খুজে নিতে সমস্যা হবে না। বেশীর ভাগ বিদেশী হোস্টিং ব্যাবহারকারী। তবে দেশী ব্যাবহার কারী ও কম না। এদের মধ্য থেকে কাউকে বেছে নিতে পারেন।
৫। দেশী হোস্টিং ব্যাবহার করতে বলবো আমি। কেননা সমস্যা হইলে ফোন করে সাথে সাথে একটা সমাধান পাওয়ার সম্ভাবনা থাকে। বিদেশী হলে কবে রিপ্লাই পাবেন ঠিক ঠিকানা নাই।
যাহোক, শেষে একটা কথাই বলি, ভালো জিনিষ এর দাম একটু বেশী ই হয়। কমদামে অফার দেখে হুট হাট করে কিনে পরে মাথায় হাত দিয়ে আফসোস করার কোন মানেই হয় না। যা করবেন কজন কে জিগেস করে দেখে শুনে ।
সময় হলে দেখে আসবেন আমার সাইট ফাজলামী ডট কম। ধন্যবাদ।
আমি শিমুল শাহরিয়ার। Founder, WebSea Internet Solutions, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 90 টি টিউন ও 497 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ব্র্যান্ড কনসাল্টেন্ট, ফুলস্ট্যাক ডেভেলপার/ডিজাইনার। আমাকে পাওয়া যাবে @ https://ShimulShahriar.com
🙂 দারুন।