ওয়েবসাইট সাইন্স [পর্ব-৪] :: হোস্টিং নেয়ার আগে দেখে নিন

ওয়েবসাইট সাইন্স

আজকে মন খারাপ নিয়ে লিখতে বসলাম।

ওয়েবসাইট সাইন্স

ঘটনার শুরু কয়েক দিন আগে। আমার সাইট সাসপেন্ড হয়ে গেলো হুট করেই। সার্ভার টা মোটামুটি ভালোই ছিলো।প্রতি গিগাবাইটের জন্য পরিশোধ করতে হচ্ছিলো ১২০০ টাকা।  মাসিক ৪ লক্ষাধিক পেইজ ভিউ নিয়েও চলছিলো। মাসিক ব্যান্ডওয়াডথ ছিলো ২০ গিগাবাইট। যার বেশ খানিক টা অব্যবহৃত ছিলো। তারপরেও কেন ?

কারন টা ছিলো সার্ভারের cpu এর র‌্যাম নাকি লোড নিতে পারতেছিলো না। আর স্ক্রিপ্ট নাকি নন সাপোর্টেড । মানে সার্ভারের জন্য সিকিউরড ছিলো না। যদিও অন্য হোস্টিং এ সেইম স্ক্রিপ্ট ভালোভাবেই চলতেছে এখনো। প্রশ্ন করতেই পারতাম ৬ মাস প্রবলেম ছিলো না, হুট করে হলো কেনো, তার উত্তরে দোষ আমার ঘারেই চাপানো হতো, সো বাদ দিয়ে ব্লগারে নিয়ে গেলাম সাইট।

যাহোক, কাজের কথায় আসি। যা দেখে নেবেন।

১। যারা বলে আনলিমিটেড , এদের থেকে দূরে থাকুন। এরা মুখেই বলবে, সাইট দেখবেন একটু চাপ পড়লেই কাত হয়ে যাচ্ছে।

২। হোস্টিং কেনার আগে জিগেস করে নেন কি কি রাখতে পারবেন সাইটে। যদিও আমি নিজে সাপোর্ট করি না। তবু ব্যাবসায়ীক সার্থে আপনার সাইটে এ্যাডাল্ট কন্টেন্ট থাকতেই পারে। যা অনেক হোস্টিং কম্পানী ই সাপোর্ট করবে না। সো জিগেস করে জেনে নেন এ্যাডাল্ট কিছু রাখা যাবে কিনা তাদের হোস্টিং এ।

৩। সার্ভার কোয়ালিটি চেক করার একটা সহজ উপায় হলো গুগল পেইজ স্পিড দিয়ে টেস্ট করা। তাদের হোস্টিং এ থাকা কোন একটা সাইট দেখতে চান। এবার সাইট টা গুগল পেইজ স্পিড চেকার টুল দিয়ে চেক করেন। এখানে Reduce server response time এর মত ইরোর দেখতে পেলে বুঝবেন আপনার সাইটেও সমস্যা টা হবে । মানে সাইট স্লো লোড হবে আরকি।

৪। আপটাইম ঃ সাইট কতক্ষন অনলাইনে থাকে। সবাই ই বলে ৯৯.৯৯ %। বেশির ভাগ ই ভুয়া।

আমি যা করিঃ কোন পপুলার আর পুরাতন সাইট http://website.informer.com/ দিয়ে চেক করে দেখে নেই কোন হোস্টিং ব্যাবহার করছেন তারা।

কিভাবে বুঝবেনঃ চেকার টুল গুলো নেম সার্ভার ও দেখায়। মানে ns1.Hosting.com এরকম। দেখলে আর মাথা ঘামালে খুজে নিতে সমস্যা হবে না। বেশীর ভাগ বিদেশী হোস্টিং ব্যাবহারকারী। তবে দেশী ব্যাবহার কারী ও কম না। এদের মধ্য থেকে কাউকে বেছে নিতে পারেন।

৫। দেশী হোস্টিং ব্যাবহার করতে বলবো আমি। কেননা সমস্যা হইলে ফোন করে সাথে সাথে একটা সমাধান পাওয়ার সম্ভাবনা থাকে। বিদেশী হলে কবে রিপ্লাই পাবেন ঠিক ঠিকানা নাই।

যাহোক, শেষে একটা কথাই বলি, ভালো জিনিষ এর দাম একটু বেশী ই হয়। কমদামে অফার দেখে হুট হাট করে কিনে পরে মাথায় হাত দিয়ে আফসোস করার কোন মানেই হয় না। যা করবেন কজন কে জিগেস করে দেখে শুনে ।

সময় হলে দেখে আসবেন আমার সাইট ফাজলামী ডট কম। ধন্যবাদ।

Level 2

আমি শিমুল শাহরিয়ার। Founder, WebSea Internet Solutions, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 90 টি টিউন ও 497 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ব্র্যান্ড কনসাল্টেন্ট, ফুলস্ট্যাক ডেভেলপার/ডিজাইনার। আমাকে পাওয়া যাবে @ https://ShimulShahriar.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

🙂 দারুন।

20gb bandwidth r 2gb diskspace paid hosting songe .com domain 1month hoyece niyeci but somayer ovabe thik moto post kora hoy na tai vabcilam bikkri kore dibo. kaur proyojon hole contact kjorte paren fb.com/tsaumen

৬ মাস সমস্যা করে নাই দেখে কোন সময় সমস্যা করবে না, এটা কী ধরণের যুক্তি হলো?

    @টিউটোহোস্ট: এই ৬ মাস তাদের সিকিউরিটি সমস্যা কোথায় ছিলো জানাবেন জানলে, আপনাদের ও হোস্টিং কম্পানী, জানার কথা। একটা wordpress যেখানে অফিশিয়াল থিম, আর যিরো প্লাগিন ছিলো, সেটা সিকিউরিটি সমস্যা বলা হবে আর আমরা মেনে নেবো ?

ওয়ার্ডপ্রেস সাইটে সমস্যা হতেই পারে। সাধারণত ওয়ার্ডপ্রেস, জুমলা সাইট হ্যাক হয়।এবং হ্যাকার বিভিন্ন ধরণের ক্ষতিকারণ শেল স্ক্রিপ্ট, স্প্যাম বট, ডিডস স্ক্রিপ্ট আপলোড দিয়ে থাকে।

    @Saleh Ahmed: ওয়ার্ডপ্রেস সিকুরিটি সম্পর্কে না জেনে টিউন করতে বসছি ভাই ?

প্রিয় টিউনার,

আপনার টিউনটি টেকটিউনস চেইন টিউন হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। অভিনন্দন আপনাকে!

টেকটিউনসে চেইন টিউন কীভাবে প্রক্রিয়া হয় তা জানতে টেকটিউনস সজিপ্র এর https://www.techtunes.io/faq “চেইন টিউন” অংশ দেখুন।

নিয়মিত চেইন টিউন করুন। এখন থেকে আপনার নতুন করা চেইন টিউন গুলো টেকটিউনস থেকে চেইন এ যুক্ত করা হবে। চেইন টিউনে যুক্ত হবার ফলে চেইনের প্রতিটি পর্ব একসাথে থাকবে।

চেইনে নতুন পর্ব যুক্ত হলে তা টেকটিউনসের প্রথম পাতায় দেখা যাবে এবং “সকল চেইন টিউনস” https://www.techtunes.io/chain-tunes/ পাতায় চেইন টিউনটি যুক্ত হবে।

নিয়মিত চেইন টিউন করে নতুন নতুন টিউন আপনার চেইনে যুক্ত করুন এবং অসম্পূর্ণ না রেখে আপনার চেইন টিউনে নিয়মিত পূর্ণাঙ্গ রূপ দিন। ধন্যবাদ আপনাকে।

মেতে থাকুন প্রযুক্তির সুরে আর নিয়মিত করুন চেইন টিউন!

চমতকার