ওয়েবসাইট সাইন্স [পর্ব ৩] :: কিছু কমন ভুল যেগুলো সুধরে নেয়া জরুরী

ওয়েবসাইট সাইন্স

হ্যালো টেক লাভারস। কেমন আছেন সবাই ?

আজকে লিখবো কি নিয়ে ভাবতে ভাবতে ভেবে বের করলাম আজ একটু seo , আর কিছু কমন ভুল নিয়ে লেখি।

ওয়েবসাইট সাইন্স

আমরা যারা ওয়েবসাইট নিয়ে কাজ করি, তাদের কাছে seo এর অপর নাম ট্রাফিক। কিন্তু কিছু কমন ভুলের কারনে ব্যার্থ হই শূরুর দিকে অনেকেই।

সো আমি কিছু কথা বলি, মেনে চলেন।

প্রথমেই বলবো জানতে হবে। seo কি, কিভাবে করতে হবে, কেন, কোথা থেকে শুরু করতে হবে। এ নিয়ে টেকটিউন্সে অনেক অভিজ্ঞ লোকের লেখা আছে। সবগুলো আগাগোড়া পড়ে ফেলুন। হ্যা, সবগুলোই।

পড়ছেন ?

এখন আসেন শুরু করা যাক।

আমি সবার আগে যেটা বলিঃ অনেকেই আমাকে ইনবক্সে সাইট দিয়ে বলেন, ভাই কেমন হচ্ছে দেখেন। নিজেদের অন্যান্য বন্ধুদের কেও দেখান। আমি এটা করতে মানা করি।

কারনঃ একটা নতুন সাইটে তেমন কোন সার্ভিস বা পোস্ট থাকে না, থাকলেও সংখ্যায় খুবি কম। সো আমি বা যাকে দেখাচ্ছেন , সেটা আপনার বন্ধু বা অনেক দুরের কেউ হতে পারে, সে একবার ঢুকে আর পরের বার ঢুকার আগ্রহ হারিয়ে ফেলে, এর মানে বুঝেন ? একটা ইউনিক ইউজার হারাইলেন আপনি।

কি করা উচিতঃ সাইট সম্পুর্ন বা মোটামুটি শেষ করে তারপরে সবাইকে দেখান, শেয়ার করুন, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করুন।

ভুল নাম্বার দুইঃ অনেকেই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করতে গিয়ে শেখেন লিঙ্ক বিল্ডিং, গুগলে মারেন সার্চ, তার উপর বাঙ্গালী তো, সাথে auto কথাটি জুরে দেন। মানে খুজেন Auto কোন উপায় আছে কিনা।

থামেন ! থামেন ! থামেন ! অটো কোন উপায় থাকলে আমাকে ক্লায়েন্ট ঘন্টায় দশ ডলার পে করতো না। না নিজে থেকে আপনার সাইটের লিঙ্ক বানাবে এমন কোন টুল আমার নজরে এখনো আসে নাই। যেগুলো আছে, কিছু আজে বাজে সাইটে আপনার লিঙ্ক পোস্ট করে। এতে লাভের থেকে লস ই বেশী।এটারে ব্ল্যাক হ্যাট seo এর নিকৃষ্টতম সিস্টেম বলা হয় যা গুগল খুব ভালো ভাবে চেনে।

কেন কইলাম কথা টা ?

ধরেন আপনি আমার শত্রু, মানে অনলাইনে আরকি। সার্চ রেজাল্টে আসা সাইটগুলো মধ্য আপনার আর আমার সাইটের অবস্থান আর পেইজ র‌্যাঙ্ক কাছাকাছি। আমি সুধু আজে বাজে কিছু যায়গায় আপনার লিঙ্ক টা ড্রপ করে আপনাকে আমার অনেক পেছনে পাঠিয়ে দিতে পারি।

মাঝরাতে আর লিখবো না, তবে নিয়মিত লিখছি, চলবে।

সময় পেলে আমার সাইট ফাজলামী ডট কম দেখে আসবেন উদাহারন হিসেবে।কমেন্ট করলে কি নিয়ে পরের বার লিখবো তা বুঝতে সুবিধা আর আগ্রহ হয়।  ধন্যবাদ।

Level 2

আমি শিমুল শাহরিয়ার। Founder, WebSea Internet Solutions, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 90 টি টিউন ও 497 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ব্র্যান্ড কনসাল্টেন্ট, ফুলস্ট্যাক ডেভেলপার/ডিজাইনার। আমাকে পাওয়া যাবে @ https://ShimulShahriar.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Oh Ho! what n website @fajlamidotcom

    @onlinesaumen: সুধু আমার সাইট দেখলে হবে না , নিজেকে এরকম কিছু করে দেখাতে হবে। কেমন ?

Level 0

Ai Site ta te paypel chara payza r maddome tk cashout kora jay na ??