ব্লগস্পট এ খুব সহজেই যোগ করুন Google Translate Widget!!!

আসসালামুয়ালাইকুম। কেমন আছেন আপনারা সবাই। আশাকরি ভাল।আজকে ১টা সাইটে গিয়ে এই Widget টা দেখলাম।এটা নিয়ে আগে কথা হয়েছে কিনা জানি না।তারপরও দরকার মনে করে লিখলাম। যাদের বাংলায় ব্লগস্পট এ  ব্লগসাইট আছে তাদের এই Widget টা খুবেই দরকারি বিশেষ করে  বিদেশী ভিজিটর  বাড়ানোর জন্য।Google Translate এর কথা আশাকরি সবাই জানেন।এটি মুহুর্তে  যেকোনো ওয়েবপেজকে অন্য ভাষায় convert করতে পারে।

এই Widget আপনার সাইটে যোগ করার জন্য এইখানে গিয়ে কোড গুলো কপি করে Add a  gadget এ গিয়ে পেস্ট করলেই হবে।

(যারা ব্লগিং করেন তারা Add a  gadget এ Html কিভাবে যোগ করতে হয় জানেন তাই বিস্তারিত লিখলাম না)

ডেমো এইখানে

চাইনিজ ভাষায় ট্রান্সলেট করার পর আমার ব্লগের অবস্থা

Level 0

আমি নিশাচর নাইম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 47 টি টিউন ও 1182 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

তেমন কিছু জানি না, কিছু জানলে তা অন্যদের শিখানোর চেষ্টা করি যতটুকু সম্ভব।জ্ঞান নিজের মাঝে সীমাবদ্ধ না রেখে সবার মাঝে ছড়িয়ে দেয়াই প্রকৃত সার্থকতা।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

গেজেটটি কাজ করে না। 🙁

আমার ব্লগেতো কাজ করে। 🙂

আপনার কোড কপি করতে ভুল হয়েছে মনে হয়।

এই বিদেশি ব্লগে ও দেখতে পারেন।

http://www.bloggertipsandtricks.com/

Level 0

এটা নিয়ে আগেও টিউন হয়েছে, তার পরেও আপনাকে ধন্যবাদ। কিন্তু আপনার একটি কথা বুজতে পারলামনা। এই Widget কি বাংলা ভাষাকে অন্যান ভাষায় অনুবাদ করে???

    Level 0

    যাদের বাংলায় ব্লগসাইট আছে তাদের এই Widget টা খুবেই দরকারি বিশেষ করে বিদেশী ভিজিটর বাড়ানোর জন্য।

    WordPress এ এই Widget কাজ করে না।Blogspot এ কাজ করে। 🙁

    Blogspot কাজ করে।কিন্তু yolasite এ কাজ করে কিনা জানা নাই।

    Blogspot এ বাংলাকে অনুবাদ করে।কিন্তু yolasite এ কাজ করে কিনা জানা নাই।

ধন্যবাদ ……………………