Question 2 Answer Scrpt দিয়ে অতি সহজে তৈরি করুন একটি প্রশ্ন ও উত্তর ওয়েবসাইট । যেখানে একজন ইউজার প্রস্ন করতে পারবে এবং আরেকটি ইউজার উত্তর দিতে পারবে ।
উত্তর দিলে পাবে পয়েন্ট । একটি হল Stockoverflow Clone Script । দেখি কিভাবে তৈরি করবেন ।
নিচের লিঙ্ক হতে স্ক্রিপ্ট ডাউনলোড করুন ওদের অফিসিয়াল ওয়েবসাইট হতে -
Download Link : question2answer.org/question2answer-latest.zip
তার পরে ZIP ফাইলটা এক্সট্রাক করুন । একটি ফোল্ডার এ রাখুন ।
ফোল্ডার টি ওপেন করুন দেখুন ফোল্ডার এর ভিতেরে একটি বেশ কয়েকটি ফাইল আছে । ওখান হতে
qa-config-example.php
ফাইল টা খুজে বের করুন ওইটাকে রিনেম (rename) করুন ।
রিনেম করবেন qa-config.php নামে তাহলেই ওকে ।
এবার আপনার সি-প্যানেল হতে একটি ডাটা বেজ তৈরি করুন । ডাটা বেজের ইউজার নেম ও পাসওয়ার্ড টা একটু কষ্ট করে মনে রাখুন বা লিখে রাখুন ।
এবার টেক্সট এডিটর দিয়ে qa-config.php ফাইল টা ওপেন করুন এবং আপনার ডাটা ইউজার নেম ও পাসওয়ার্ড দিন নিচের মত এই জায়গায় -
define(‘QA_MYSQL_HOSTNAME’, ‘localhost’); // try ’127.0.0.1′ or ‘localhost’ if MySQL on same server
define(‘QA_MYSQL_USERNAME’, ‘your-mysql-username’); <! ——– এই খানে ডাটাবেজ ইউজার নেম ————->
define(‘QA_MYSQL_PASSWORD’, ‘your-mysql-password’);<! ——– এই খানে ডাটাবেজ পাসওয়ার্ড নেম ————->
define(‘QA_MYSQL_DATABASE’, ‘your-mysql-db-name’);<! ——– এই খানে ডাটাবেজ নেম ————->
একটিকে শেভ করুন ।
তার পরে আপনার সার্ভারে আপলোড দিন ।
আজ তাহলে এই পর্জন্ত আগামি পর্বে আবার দেখা হবে ।
সমস্যা হলে কমেন্ট করুন ।
সময় পেলে আমার সাইট হতে ঘুরে আসবেন - বাংলা ব্লগ
আমি রাকিব হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 61 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাই প্রশ্ন করব কিভাবে। সেগুলা তো বললেন নাহ।