টেকটিউনের সকল টিউনার ও এডমিন এর প্রতি অনুরোধ রইলো এই টিউন টি দেখবেন ।

আসসালামু আলাইকুম ,

আসা করি সবাই  ভাল আছেন । এটা মূলতও কোন টিউন না । আমি প্রায় ১ বছর ৬ মাস আগে টেকটিউনস এ যুক্ত হয়েছি । টেকটিউন কি বা বাংলা ব্লগ কি সেটা আগে মানে আরো দের বছর আগে জানতাম না । কিন্তু টেকটিউনের এর কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবো এই কারনে যে দিন হতে টেকটিউনের সাথে যুক্ত হয়েছি সেদিন হতে আমার লাইভ পরিবর্তন হয়ে গিয়েছে । আগে যখন টেকটিউনস চিনতাম না তখন ছিলাম বেকার একটা টিউশনির (প্রাইভেট) জন্য কত ঘুরেছি কিন্তু কিন্তু পাইলাম না কারন নতুন ঢাকাতে আসছি তার জন্য । টেকটিউনের নিয়মিত কিছু  মেধাবি টিউনার এর কিছু কিছু টিউন পরে পরে শুরু হলো জিবনের যাত্রা আমার ওয়েবডিজাইন এর এখন তো মাস ভালই যায় ১০০০০ থেকে ১৫০০০ টাকা ইনকাম করছি ওয়েব ডিজাইন করছি । এখন আর কোন চিন্তা নাই এই দিক দিয়ে আমি টেকটিউনের কাছে সারা জীবন কৃতজ্ঞ থকবো কারন টেকটিউন আমার পুরো লাইভ টা কিছু কিছু পরিবর্তন করে দিয়েছে ।

যাই হোক টেকটিউনকে আমার তো আর উপদেশ দেবার সাধ্য নাই , কিন্তু একটা অনুরোধ রইলো টেকটিউন এ  Verification System চালু করেন । এর জন্য নিচের পিকচার টি দেখুন এটি ফেসবুক বা টুইটার এর মত -

এই রকোম বা অন্য রকম জেভাবেই হোক রাখতে পারেন । কিন্তু verification system টা চালু করেন । আর যারা ভেরিভাইড হবে কেবল তাদের পোস্ট টি হোমপেজে রাখবেন ।

তাহলে আজ এখানেই শেষ ।

টিউনটি কোন ক্ষতি করলে টেকটিউন কে রিমুভ করার অনুরোধ করা হল ।

Level 0

আমি রাকিব হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 61 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

good idea

সত্যিই দারুন আইডিয়া। অবিলম্বে এ ব্যপারে পদক্ষেপ নেয়া হোক।

an idea can change your life!

টিটিতে এখন নতুন রেজিস্টেসন বন্ধ আছে। আর আমি মনে করি যারা বর্তমান টিটির মেম্বার তারা প্রায় সবাই খুব ভালো পোষ্ট করেন। তবে হয় তো টিটি তে কিছু পরিবর্তন দরকার।

Level 0

🙂

ভাল প্রস্তাব….

সত্যিই দারুন আইডিয়া।

Level 0

যুক্তিপূর্ণ আবেদন। আপনার এই অনুরোধটা টেকটিউন্স ডেস্কে বলুন, তাহলে তাড়াতাড়ি অ্যাডমিন দের নজরে পরবে। ধন্যবাদ

এভাবে মানসম্মত টিউন ও কমেন্ট পাওয়া যাবে।
এতে টেকটিউন্সের পরিবেশ আরো উন্নত হবে বলে মনে করি।
সবার সাথে আমিও এই ব্যাপারে অ্যাডমিন প্যানেল এর দৃষ্টি আকর্ষন করছি।

Level 0

এভাবে মানসম্মত টিউন ও কমেন্ট পাওয়া যাবে।
এতে টেকটিউন্সের পরিবেশ আরো উন্নত হবে বলে মনে করি।
আমিও সবার সাথে একমত।

    আপনাদের সবাইকে ধন্যবাদ আমার সাথে একমত হবার জন্য । কিন্তু খুবই দুঃখ পেলাম টেকটিউনস হতে কোন মতামত পেলাম না ।

আমিও সবার সাথে সহমত।

Level 0

khubi marattok ekta idea vai…..eta kora jai……

    @asstha: আমার সাইটে আমি করেছি তাই টেকটিউনস তো বড় মাপের সাইট তাই বললাম চিএ টা আমার সাইটের ।

Level 0

আমার সাইটে ব্যবহার করছি বা আপডেট দিয়েছি দেখতে পারেন – http://goo.gl/mvouEs

Level 0

Our admin panel may consider it.Not a bad Idea.

সবার সাথে আমিও একমত, বিষয়টা মডুদের ভেবে দেখা উচিত।