আসসালামু আলাইকুম ,
আসা করি সবাই ভাল আছেন । এটা মূলতও কোন টিউন না । আমি প্রায় ১ বছর ৬ মাস আগে টেকটিউনস এ যুক্ত হয়েছি । টেকটিউন কি বা বাংলা ব্লগ কি সেটা আগে মানে আরো দের বছর আগে জানতাম না । কিন্তু টেকটিউনের এর কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবো এই কারনে যে দিন হতে টেকটিউনের সাথে যুক্ত হয়েছি সেদিন হতে আমার লাইভ পরিবর্তন হয়ে গিয়েছে । আগে যখন টেকটিউনস চিনতাম না তখন ছিলাম বেকার একটা টিউশনির (প্রাইভেট) জন্য কত ঘুরেছি কিন্তু কিন্তু পাইলাম না কারন নতুন ঢাকাতে আসছি তার জন্য । টেকটিউনের নিয়মিত কিছু মেধাবি টিউনার এর কিছু কিছু টিউন পরে পরে শুরু হলো জিবনের যাত্রা আমার ওয়েবডিজাইন এর এখন তো মাস ভালই যায় ১০০০০ থেকে ১৫০০০ টাকা ইনকাম করছি ওয়েব ডিজাইন করছি । এখন আর কোন চিন্তা নাই এই দিক দিয়ে আমি টেকটিউনের কাছে সারা জীবন কৃতজ্ঞ থকবো কারন টেকটিউন আমার পুরো লাইভ টা কিছু কিছু পরিবর্তন করে দিয়েছে ।
যাই হোক টেকটিউনকে আমার তো আর উপদেশ দেবার সাধ্য নাই , কিন্তু একটা অনুরোধ রইলো টেকটিউন এ Verification System চালু করেন । এর জন্য নিচের পিকচার টি দেখুন এটি ফেসবুক বা টুইটার এর মত -
এই রকোম বা অন্য রকম জেভাবেই হোক রাখতে পারেন । কিন্তু verification system টা চালু করেন । আর যারা ভেরিভাইড হবে কেবল তাদের পোস্ট টি হোমপেজে রাখবেন ।
তাহলে আজ এখানেই শেষ ।
টিউনটি কোন ক্ষতি করলে টেকটিউন কে রিমুভ করার অনুরোধ করা হল ।
আমি রাকিব হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 61 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
good idea