আপনার ব্লগে নির্দিষ্ট দেশের ভিসিটর আনা কেন গুরুত্বপুরন SEO’r জন্য ? এবং কিভাবে তা সমাধান করবেন ?

আসসালামুয়ালাইকুম, কেমন আছেন ?

পোস্টের TITLE দেখে যদি বুঝতে না পারেন তাহলে এই দিকে আসুন আমি বুঝিয়ে দিচ্ছি !!

আজকে এইখানে আমি আপনাদের কি কি জানাব ?

  •  কেন নির্দিষ্ট দেশের ভিসিটর টার্গেট করা গুরুত্বপূর্ণ ??
  •  কিভাবে আপনি অন্ন একটা দেশকে টার্গেট করবেন ।

কেন SEO'r জন্য গুরুত্বপূর্ণ !!

আমাদের অনেকের ই ব্লগার অথবা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট এসে, কিন্তু আমরা SEO'r বেপারে কতটা সচেতন ???????

মনে করেন আপনি একটা ওয়েবসাইট বানালেন, এবং আপনার সাইট এ আপনি ENGLISH কন্টেন্ট লিখবেন এবং সব দেশের মানুষ কে টার্গেট করবেন ।

কিন্তু আমরা একটা ব্লগ খুলার পরে যেই ভুল টা করি টা হল, আমরা আমাদের ব্লগ টাতে বাংলাদেশি বাংলা সাইট থেকে ভিসিটর আনি , তার ফলে আমাদের কে ALEXA সাইট টা কে বাংলাদেশি সাইট হিসেবে বিবেচনা করে...

উপরে দেখলেন এইবার আমার সাইট টা বাংলাদেশে বেশি পপুলার।

কিন্তু এখন কথা হল বাংলাদেশি হলে সমসসা কি ???

জি সমসসা আছে, মনে করেন আপনি একটা পোস্ট করলেন, তা আপনি বিশেষ করে টার্গেট করেছেন, INDIA or USA দের জন্য,, মানে এমন একটা পোস্ট করলেন, যেমন ব্লগার TRICKS বা অন্ন যেকোনো পোস্ট, যা বেসিবাগ আইসব দেশেই সার্চ হই, বাংলাদেশে কম হই, তাহলে কেউ যদি বাংলাদেশ থেকে সার্চ করে তাহলে আপনার রাঙ্ক google.com.bd তে ভালই থাকবে, কিন্তু আসল খেলা হইল যখন কেউ google.com or google.co.in থেকে সার্চ দিবে তখন আপনার সাইট খুজে পাইতেই কষ্ট হবে, তাহলে আপনার সাইট বাংলাদেশেই পরে থাকবে,  আরও বিস্তারিত জানতে নিচের screenshot দেখুন, যা google.com.bd and google.com থেকে নেওয়া,

এইখানে আমার সাইট ২য় তে দেখাচ্ছে ( google.com.bd )

কিন্তু এইখানে আমার সাইট সবার লাস্ট এ ( google.com ) screenshot পুরা দিতে পারলাম না, সবার নিচে আমার সাইট আছে,

২) কিভাবে আপনি অন্ন একটা দেশকে টার্গেট করবেন ।

  • এইটার জন্য আপনি google webmaster tools এ জান।
  • তারপর আপনার সাইট এ ক্লিক করুন, তারপর ডান পাশে setting এ  ক্লিক করে SITE SETTING SELECT করুন,
  • তারপর TARGET USERS IN এ আপনার পচন্দের দেশ সিলেক্ট করুন্‌

কিন্তু আপনি মনে করেন INDIA সিলেক্ট করলেন, কিন্তু আপনার ভিসিটর বাংলাদেশি, তাহলে ????

আপনি AUTOSURF ওয়েবসাইট বেবহার করতে পারেন, যেমনঃ

10khits : এইটা অসাধারণ সাইট , এইখানে আপনি মাত্র ১০০০ পয়েন্ট পাইলে, আপনাকে অরা ১০,০০০ পয়েন্ট দিবে,

TRAFFICG এইটা আমার একটা প্রিয় সাইট, এইখানে আপনি নিজে সার্ফ করে পয়েন্ট অর্জন করে, আপনার সাইট সাবমিট করুন, মনে রাখবেন Geographic Targeting : সিলেক্ট করবেন

ভাল লাগ্লে জানাবেন,

আমার ব্লগ,  ,

Level 0

আমি রাশেদুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 27 টি টিউন ও 93 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Something about me and my blog http://livemecca.blogspot.com/p/about_16.html


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

১০০০ পয়েন্ট পাইলে, আরও ১০,০০০ পয়েন্ট কি করে পাওয়া যাবে, সেটা নিয়ে যদি একটু লিখতেন তাহলে ভালো বুজতে পারতাম। ধন্যবাদ

আপনি ১০০০ পয়েন্ট পাইলে , আপনার অ্যাকাউন্ট এ AUTOMATIC ১০০০০ পয়েন্ট এড হবে, আমি নিজেই একটু আগে পাইসি,
কিন্তু মনে রাখবেন, আপনার সাইট এড করার পর, ALLOCATE COIN করে , আপনার সাইট এ কয়েন এড করতে ভুলবেন না,

ভাইজান google পান্ডা পেঙ্গুইন সম্পর্কে আইডিয়া আছে ? এই সব auto surf সাইট ব্যাবহার করলে google আপনার সাইট কে black listed করে দিবে । google এখন natural visitor চায় ।

আমার মনে হই না এইটা কোন এফেক্ট করবে,
এইটা আপনি নির্দিষ্ট যেকোনো দেশ কে টার্গেট করবেন,
google এর নতুন আপডেট সম্পরকে যতটুকু জানি, এইটা সার্চ এর ব্যাপারে, , , , ভিসিটর এর ব্যাপারে কখনও সুনি নাই,

thanks

ভাই ফালতু টিউন কেন করেন?? পারলে কিভাবে এটা কাজ করে সেটা লিখেন!!

Level 0

জি ভালই তো

Level 0

Tanvir Mustafa Joy অত্যন্ত গুরু্ত্যপূর্ণ কথা বলেছেন। আমার মনে হ্য় paid/artificial ভিসিটর isn’t so important. বরং Adsense পাব্লিশার্সরা অবস্যই এসব এড়িয়ে চলুন।
আপনি যে ধরনের সাইট বানাইছেন সেই ট্রাফিক পাবেন এবং GEO targetting ও originally সেই রকম হবে। এগুল নিএ চিন্তা না করে যে বিসয়ে ব্লগিং করছেন সেটা ভাল/তথ্যবহুল যেন হয় তা দেখুন।
আমার Adsense a/c ও একটা .com সাইটও আচে। কিছু জানা লাগ্লে https://facebook.com /riKhandaker/ ফেবুতে জানান (always available).

    @rafi13: সহমত । উনি পয়েন্ট দিয়ে কি করবেন আমার বোধগম্য না । আপনি সাইট বানাবেন মানুষের জন্য google এর জন্য না । তো fake visitor এর কি প্রয়োজন ?
    আমার মতে বর্তমানে একটা ক্লিকও fake ভাবে করা উচিত না । আপনি Adsense ব্যাবহার করেন আর নাই করেন fake click করবেন না । এতে আপনার সাইট এর reputation নষ্ট হয় ।
    আর এখন হামিং বার্ড আপডেটের যুগ । আপনি fake কিছু করলে google আপনাকে Black listed করবেই । এতে কোন সন্দেহ নেই ।

ধন্যবাদ আপনাকে, টিউনটি খুব ভাল হয়েছে

প্রথম কথা হইল, আমি আপনার সাইটে ভিসিটর কি এমনে এমনে আসবে, নাকি, google থেকে আসবে,
কিন্তু আমরা নতুন সাইট খুললে বাংলাদেশী সাইট যেমন techtunes থেকে ভিসিটর আনি, , , , , কিন্তু তার ফলে আমাদের সাইট alexa rank in BD টে listed হয়ে যাই, মনে করেন আপনি একটা নতুন সাইট খুললেন এবং তাতে ১০০ জন বাংলাদেশী ভিসিটর গেসে, তাহলে তো আপনার সুযোগ আছে , ১০০০ জন অন্ন দেশি ভিসিতর আনার,

আপনাদের সবার কমেন্টের জন্য ধন্যবাদ, NEGATIVE & POSITVE কমেন্ট এর জন্য,

@Tanvir Mustafa Joy ভাই এবং অন্নরা জারা আমার ভুল ধরিয়ে দিয়েছেন তাদের কে ধন্নবাদ্‌