অনলাইনে html code ব্যবহার করে সরাসরি রেজাল্ট দেখা যায় এমন সাইট হয়তো অনেকেরই জানা নেই । html -এর অনলাইলনে এমনি একটি স্কুল রয়েছে, যেখানে আপনি সরাসরি html code টাইপ করে অথবা কপি পেষ্ট করে কোডের রেজাল্ট দেখতে পারেন । html সম্পর্কে যারা একেবারে নুতন তারও এখানে প্রেকটিজ করতে পারেন । এই লিংকটিতে ক্লিক করলে দুটো ঘর দেথা যাবে । বামপাশের ঘরে html code টাইপ অথবা কপি পেষ্ট করে edit and click me>> বাটনে ক্লিক করুন । ডানপাশের ঘরে কোডের রেজাল্টটি দেখা যাবে । http://www.w3schools.com এটি হচ্ছে মূল সাইট । এখানে html code সম্পর্কে রয়েছে বিস্তারিত আলোচনা ।
আমি সাইফুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Thanks Bro