এটি একটি ধারাবাহিক টিউন। এটি এই ধারাবাহিকের ১ম পর্ব
এই ধারাবাহিক টিউনটির অন্য পর্ব গুলো - ১ম পর্ব| ২য় পর্ব | ৩য় পর্ব | ৪র্থ পর্ব |৫ম পর্ব | ৬ষ্ট পর্ব |৭ম পর্ব
ইন্টারনেট আছে, ই-মেইল আছে, কিন্তু নিজের একটা ওয়েভ সাইট নাই, কেমন জানি লাগে! ইদানিং বেশ কিছু সাইট আপনাকে ফ্রীতে ডোমেইন এবং হোস্টিং ব্যবহার করতে দিচ্ছে। গোগলিং করে এই ধরনের বেশ কিছু সাইটের নাম আপনি জেনে নিতে পারেন।
আমরা এই টিউটোরিয়ালে ডোমেইন, হোস্টিং, এইচ টি এম এল , সি এম . এস ইত্যাদির বিষয়ের বেসিক কিছু জানবো এবং এই জানাটা কাজে লাগিয়ে, ওয়েভ সাইট তৈরি করবো।
কোন সাইটের নামকেই ডোমেইন বলা হয়। যেমন http://www.yahoo.com।
[strings of letters and numbers (separated by periods) that are used to name organizations and computers and addresses on the internet; "domain ...]
আগেই বলেছি এই সার্ভিস ফ্রী নেওয়ার জন্য বেশ কিছু সাইট আছে, জানার জন্য এই খানে ক্লিক করুন।
http://hostbangla.0lx.net/ লিংক এ ক্লিক করুন । ২৫০ এম. বি ফ্রী স্পেসসহ বিভিন্ন সবিধা সহ ডোমেইন এবং হোস্টিং সার্ভিস ফ্রীতে পাবেন।
মজার বিষয় হলো এই সাইটে আপনি হোস্টিং করার সাথে সাথে সি. এম এস সাইট হোস্ট করার জন্য রেডি মেইড স্ক্রীপ্টও পাবেন। তাই কস্ট করে আর স্ক্রীপ্ট আপলোড করতে হবে না।
“Our powerful free hosting plan has PHP 5 and MySQL support. You get a free sub-domain. FTP access. Add on your own TLD domains using the domain manager. Free hosting is a complete solution giving you everything you need to run
With the Automatic Script Installer (Like Fantastico) included with every free hosting plan. You can install many popular scripts such as PHPbb2 & PHPbb3, WordPress, Zen-Cart, osCommerce, MyBB, UseBB, MyLittle Forum, 4images, Coppermine, SMF, Joomla, e107, XOOPS, PHP Wind, CuteNews, Mambo, WikiWig and many more! No need to wait a long time uploading files, Our Automatic Script Installer deploys your files in seconds! “
ডোমেইন নেওয়ার জন্য Sign Up এ ক্লিক করুন।
এবার নিচের মতো করে সব গুলো তথ্য ফিলাপ করে নিন। কাজ শেষে Regiter বাটনে ক্লিক করুন এবং Click me to continue বাটনে ক্লিক করুন।
Image Verification এ প্রর্দশিত টেক্স গুলো টাইপ করে register বাটনে ক্লিক করুন।
এবার আপনার একাউন্ট সর্ম্পকিত বিভিন্ন তথ্য সম্বলিত একটা তালিকা আপনি পাবেন, এটির সংরক্ষন করার জন্য download My account setting এ ক্লিক করুন।
এখানে http://microtest.hostbangla.0lx.net বা http://www.microtest.hostbangla.0lx.net ই হলো আপনার ডোমেইন নেইম।
(চলবে)
ইন্টারনেট আছে, ই-মেইল আছে, কিন্তু নিজের একটা ওয়েভ সাইট নাই, কেমন জানি লাগে! ইদানিং বেশ কিছু সাইট আপনাকে ফ্রীতে ডোমেইন এবং হোস্টিং ব্যবহার করতে দিচ্ছে। গোগলিং করে এই ধরনের বেশ কিছু সাইটের নাম আপনি জেনে নিতে পারেন।
আমরা এই টিউটোরিয়ালে ডোমেইন, হোস্টিং, এইচ টি এম এল , সি এম . এস ইত্যাদির বিষয়ের বেসিক কিছু জানবো এবং এই জানাটা কাজে লাগিয়ে, ওয়েভ সাইট তৈরি করবো।
কোন সাইটের নামকেই ডোমেইন বলা হয়। যেমন http://www.yahoo.com।
[strings of letters and numbers (separated by periods) that are used to name organizations and computers and addresses on the internet; "domain ...]
আগেই বলেছি এই সার্ভিস ফ্রী নেওয়ার জন্য বেশ কিছু সাইট আছে, জানার জন্য এই খানে ক্লিক করুন।
http://hostbangla.0lx.net/ লিংক এ ক্লিক করুন । ২৫০ এম. বি ফ্রী স্পেসসহ বিভিন্ন সবিধা সহ ডোমেইন এবং হোস্টিং সার্ভিস ফ্রীতে পাবেন।
মজার বিষয় হলো এই সাইটে আপনি হোস্টিং করার সাথে সাথে সি. এম এস সাইট হোস্ট করার জন্য রেডি মেইড স্ক্রীপ্টও পাবেন। তাই কস্ট করে আর স্ক্রীপ্ট আপলোড করতে হবে না।
“Our powerful free hosting plan has PHP 5 and MySQL support. You get a free sub-domain. FTP access. Add on your own TLD domains using the domain manager. Free hosting is a complete solution giving you everything you need to run
With the Automatic Script Installer (Like Fantastico) included with every free hosting plan. You can install many popular scripts such as PHPbb2 & PHPbb3, WordPress, Zen-Cart, osCommerce, MyBB, UseBB, MyLittle Forum, 4images, Coppermine, SMF, Joomla, e107, XOOPS, PHP Wind, CuteNews, Mambo, WikiWig and many more! No need to wait a long time uploading files, Our Automatic Script Installer deploys your files in seconds! “
ডোমেইন নেওয়ার জন্য Sign Up এ ক্লিক করুন।
এবার নিচের মতো করে সব গুলো তথ্য ফিলাপ করে নিন। কাজ শেষে Regiter বাটনে ক্লিক করুন এবং Click me to continue বাটনে ক্লিক করুন।
Image Verification এ প্রর্দশিত টেক্স গুলো টাইপ করে register বাটনে ক্লিক করুন।
এবার আপনার একাউন্ট সর্ম্পকিত বিভিন্ন তথ্য সম্বলিত একটা তালিকা আপনি পাবেন, এটির সংরক্ষন করার জন্য download My account setting এ ক্লিক করুন।
এখানে http://microtest.hostbangla.0lx.net বা http://www.microtest.hostbangla.0lx.net ই হলো আপনার ডোমেইন নেইম।
(চলবে)
আমি মাইক্রোকাতার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 63 টি টিউন ও 392 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
নিজের জীবনটাকে নিয়ে প্রতিনিয়ত এক্সপেরিমেন্ট করেছি। কোন কিছুই দীর্ঘায়িত করতে পারি না, একগেয়েমী চলে আসে,তাই কোথাও বেশীদিন স্থির হতে পারি না। কাতারের পাঠ চুকিয়ে বর্তমানে কর্মসূত্রে U.A.E তে । টেকি বিয়ষক লেখা-ঝোকার সাইট-ই সবচেয়ে পছন্দের। মাঝে মাঝে আমি টেকি নিয়ে লেখার দুঃসাহস দেখাই, কখনো ভিন্ন কিছুও লিখতে ইচ্ছে করে, কিন্তু...
কাতার ভাই পারতাছি না Image Verification আটকে গেছি Error please check your cookie settings. কি করব?
আমি কাজ করিতে সক্ষম হয়েছে ভাই একদম ওয়েব সাইট এর ব্যাপারে কাচা তোমার সহজ সাবলীল ভাষাই লেখার জন্য করতে পারতেছি ।অনেক অনেক ধন্যবাদ
ভাই হচ্ছে না সমস্যা হলো Account Activation Required mail পেয়েছি এ রকম :::: Thank you for registering with us (hostbangla.0lx.net).
To continue using your account, you will need to activate your account and confirm your email address by simply clicking here:
If the link doesn’t work, copy and paste this entire URL into the address bar of your browser:
এখন কি করেবো????
ধন্যবাদ ভাই। আমি এরকম একটা কিছুই খুজছিলাম। http://www.xm.com এ আমার একটা account আছে (www.rakib.xm.com)। কিন্তু এই সাইটটি আরও ভাল।