আমরা যারা ওয়েব ডেভেলপিং করি, তারা টেবিলের গুরুত্ত ভালো জানি । আজকাল ওয়েব সাইটে টেবিলের ব্যবহার কিছুটা কমে গেলেও কিছু কিছু কাজে টেবিল ছাড়া চিন্তা করা যায় না । যেমন কোনো ডাইনামিক সাইটের জন্য এডমিন প্যানেলে অনেক তথ্য একসাথে দেখানোর জন্য টেবিল ব্যবহার করতেই হয় । কিন্তু সেই টেবিলের ডাটাগুলোকে সর্টিং, সাইজ পরিবর্তন ইত্যাদি করার জন্য অনেক কষ্ট হয় ।
তাই আমরা যারা একটু কম কষ্টে সহজে এইসব সমস্যার সমাধান করতে চাই তারা অনেকেই Ajax Based কিছু টেবিল ব্যবহার করি । আবার অনেকেই হয়তোবা এ সম্পর্কে জানি না । তাই তাদের জন্য আমার এই পোষ্ট । আশা করি আজ থেকেই আপনারা এই টেবিল ব্যবহার করে আপনাদের ওয়েব সাইটের ফিচার ও চেহারা পরিবর্তন করতে সক্ষম হবেন । আমি যে টেবিল ব্যবহার করি তার নাম “টেবিল কিট [TableKit]” । আশা করি আপনাদের সকলের কাজে লাগবে ।
ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করুন ।
ডেমো দেখার জন্য এখানে ক্লিক করুন ।
আমি মেহেদী.কম.বিডি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 34 টি টিউন ও 280 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
জানতাম না। এইটা সম্পর্কে জানানোর জন্য ধন্যবাদ। আমার একটা বিষয়ে সাহায্য দরকার। আমাকেকি কিছু সুন্দর সুন্দর ফ্লাস প্রীলোডার দিতে পারবেন?