-------------------------- بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ --------------------------
সুপ্রিয় টেকটিউনস কমিউনিটি সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের টিউন ।
এমন কিছু কিছু ওয়েব সাইট আছে যেগুলো আমাদের প্রত্যেকদিন ব্যবহারের প্রয়োজন হয় । একই সাইটে বারবার ভিজিটের ফলে আমাদের ইন্টারনেট খরচ ও বেড়ে যায়। তাই আমি আপনাদের জন্য নিয়ে আসলাম কিছু প্রয়োজনীয় সাইটের অফলাইন ভার্সন (প্রথম পর্ব)। দ্বিতীয় পর্ব নিয়ে খুব শীঘ্রই টিউন করবো বলে আশা করছি। আর সাইটগুলো আমি অন্য কোথাও থেকে সংগ্রহ করিনি, আপনাদের সুবিধার জন্য নিজে এগুলো ডাউনলোড করেছি। তবে আজকের টিউনটি তাদের জন্য যারা ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট নিয়ে কাজ করেন। আসুন জেনে নেই কি আছে আজকের টিউনে......
Tizag.com একটি জনপ্রিয় টিউটরিয়ালের ওয়েব সাইট । এই সাইট থেকে আপনি যে সব বিষয়ে টিউটরিয়াল পাবেন সেগুলো হলো .....
আশা করছি প্রযুক্তি প্রেমীরা এই সাইট থেকে অনেক উপকৃত হবেন । সুতরাং দেরী না করে এখনি এর অফলাইন ভার্সনটি ডাউনলোড করে নিন ।
সিএসএস শেখার জন্য জনপ্রিয় একটি সাইট হলো CSSTUTORIAL.NET. যাদের এর অফলাইন ভার্সনটি লাগবে তারা ডাউনলোড করে নিন ।
এটা একটা এইচটিএমএল শেখার ওয়েব সাইট । যাদের এর অফলাইন ভার্সনটি লাগবে তারা ডাউনলোড করে নিন ।
এই সাইট থেকে আপনি HTML, XHTML, HTML5 , CSS & CSS3 শিখতে পারবেন । যাদের এর অফলাইন ভার্সনটি লাগবে তারা ডাউনলোড করে নিন ।
এই সাইট থেকে আপনি সকল প্রকার Html কোড সম্পর্কে জানতে পারবেন । এবং প্রত্যেকের ব্যবহার ভালোভাবে জানতে পারবেন । যাদের এর অফলাইন ভার্সনটি লাগবে তারা ডাউনলোড করে নিন ।
এই সাইট থেকে আপনি সিএসএস বেসিক শিখতে পারবেন । যাদের এর অফলাইন ভার্সনটি লাগবে তারা ডাউনলোড করে নিন ।
এই সাইট থেকে আপনি HTML, CSS এবং JavaScript শিখতে পারবেন । যাদের এর অফলাইন ভার্সনটি লাগবে তারা ডাউনলোড করে নিন ।
ডাউনলোড তো করে ফেললেন! এখন ব্যবহার করবেন কিভাবে? আমার দেওয়া জিপ ফাইলটি এক্সট্রাক্ট করলে আপনি একটা ফোল্ডার পাবেন । তার মধ্য index.html নামে একটা ফাইল পাবেন । index.html ফাইলে ডাবল ক্লিক করলেই আপনার পছন্দের সাইটটি ব্রাউজার এ ওপেন হবে।
টিউনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা বুঝতে যদি কোন রকম সমস্যা হয় তাহলে আমাকে টিউমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। কারন আপনাদের যেকোন মতামত আমাকে সংশোধিত হতে এবং আরো ভালো মানের টিউন করতে উৎসাহিত করবে। আর আপনাদের যাদের টেকটিউনসে একাউন্ট নেই তারা আমার ব্যক্তিগত ফেসবুক পেজ লিংক থেকে আমার টিউনে কমেন্ট করতে পারবেন। পেজে লাইক দিয়ে আমার সকল টিউন বিষয়ে আপডেট থাকুন। সর্বশেষ যে কথাটি বলবো সেটা হলো, আসুন আমরা কপি পেস্ট করা বর্জন করি এবং অপরকেও কপি পেস্ট টিউন করতে নিরুৎসাহিত করি। সবার সর্বাঙ্গিন মঙ্গল কামনা করে আজ এখানেই শেষ করছি। দেখা হবে আগামী টিউনে।
আপনাদের সাহায্যার্থে আমি আছি........
ফেসবুক | টুইটার | গুগল-প্লাস
আমি সানিম মাহবীর ফাহাদ। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 176 টি টিউন ও 3500 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 159 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আগে যা শিখেছিলাম এখন তা শেখানোর কাজ করছি। পেশায় একজন শিক্ষক, তবে মনে প্রাণে টেকনোলজির ছাত্র। সবার দোয়া প্রত্যাশি।
Happy New Year 2014
Full ওয়েব সাইট ডাউনলোড লিঙ্ক গুলোর জন্য ধন্যবাদ। এগুলো কি আপডেট?