ডোমেইন এবং হোষ্টিং নেওয়া হল, এবার আপলোড করার পালা

টিউনটি বিশেষ করে নতুনদের জন্য।
ডোমেইন এবং হোষ্টিং নেওয়া শেষ হল, এবার টেমপ্লেট ও ফাইল আপলোড করার পালা। ডোমেইন এবং হোষ্টিং এর টিউন পরতে এখানে ক্লিক করূন।
আর এটি সহজভাবে করার জন্য প্রয়োজন একটি আপলোড সফটওয়্যার।
আমার মতে ফাইল জিলা সফটওয়্যার দিয়ে সার্ভারে আপলোড করা খুবই সহজ এবং সুবিধাজনক।

প্রথমে এখান থেকে সফটওয়্যারটি ডউনলোড করূন।

ইনস্টল করার পর সফটওয়্যার রান করলে নিচের ছিবর মত আসবে।

untitled

এখানে আপনার মেইলে আসা হোস্ট নেম, ইউজার নেম এবং পাসওয়ার্ড লিখে বাটনে quickconnect ক্লিক করূন।
কানেক্টেড হওয়ার পর এখন আপনি আপনার ফাইল সার্বারে আপলোড করতে পারবেন।
আর এখানে কিছু রেডিমেড টেমপ্লেট এর ডাউনলোড দিলাম।
টেমপ্লেট ১
টেমপ্লেট ২
টেমপ্লেট ৩
টেমপ্লেট ৪
টিউনটি কেমন হল তা লিখতে ভুলবেন না কিন্তু
যে কোন সমস্যায় আমাকে মেইল করতে পারেন
আমার মেইল আইডি [email protected]

Level 0

আমি আজব লোক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 162 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Fine, এ ব্যপারে আগেও অনেক টিউন হয়েছে। তারপর ও আপনার টিউন টা ভাল লগল, আসা করি ভবিষ্যতে আরও ভাল ভাল টিউন আমাদের উপহার দেবেন। আপনার সু-স্বাস্থ্য কামনা করি।

ঠিক একইরকম লেখা আমার সাইটে ও আছে। দেখতে পারেন। নিজের ওয়েব সাইট নিজে তৈরী করার ক্লাস শিরনামে।

জটিল । ধন্যবাদ আপনাকে ।

আপনার সাইট এর নাম টা দিন।

    দুঃক্ষিত আমার সাইট এর কাজ এখনও শেষ হয়নাই

ভাই টেমপ্লেট এর কাজ কি ? যদি কেউ একটু বুজিয়ে বলতেন তাহলে কৃতজ্ঞ থাকব।

    কোন ওয়েব পেজের presentation টাই হল টেমপ্লেট

আপনার টিউন গুলো নতুন দের অনেক কাজে আসবে ! তবে বিষয় গুলো একটু বিস্তারিত লিখলে সবাই সহজে বুঝতে সুবিধা হবে!!!!!

    চেষ্টা করব আরও বিস্তারিত লেখার জন্য

আমি ড্রিমওয়েভার থেকেই আপলোড করে থাকি। শেয়ার করার জন্য ধন্যবাদ

    হ্যা ড্রিমওয়েভার থেকেও আপলোড করা যায়

Level 0

দুই দিন আগে আপনাকে একটা মেইল পাঠিয়েছিলাম। কিন্তু সেটা ফেরত এসেছে কারণ আপনার মেইল ঠিকানা অনুপস্থিত ।
আমি জানতে চাই আপনি এমন মেইল ঠিকানা কেন দেন যা কোনো কাজে আসে না। আর আপনার ফোন নাম্বার তা পেতে পারি কি ?
কিছু কথা ছিল আপনারকে বলার ।