খুব সহজে লোকাল হোস্ট থেকে সার্ভার এ ওয়েব সাইট ট্রান্সফার শিখুন

প্রথমেই বলে নেই ভাইয়ারা আমি একজন নতুন টিউনার তাই ভুল হলে ক্ষমা করে দেবেন আসা করি

 

তো চলুন কাজ শুরু করে দেই প্রথম এ আপনার যে সার্ভারে আপনার লোকাল হোস্ট এর ওয়ার্ডপ্রেস সাইট ট্রান্সফার করবেন সেই সাইট এর সি প্যানেল এ লগিন করুন তারপর Database সেকশন থেকে mySQL Database wizard  এ ক্লিক করুন

এরপর একটা নতুন পেজ আসবে যাতে আপনার নতুন  ডাটাবেস এর নাম দিতে হবে ।

এরপর পরবর্তী পেজ এ নিচের ছবির মত কাজ করুন

পরবর্তী পেজ এ all privileges এ ক্লিক করে next step এ ক্লিক করুন আর অবশ্যই আপনার Database এর নাম ইউজার নাম আর  password মনে রাখবেন যা পরবর্তী তে কাজে লাগবে

এরপর return home এ ক্লিক করুন।

এবার আমরা লোকাল হোস্ট এর database ব্যাকআপ নেব

প্রথম এ লোকাল হোস্ট এর phpmyadmin এ গিয়ে যে ডাটাবেস এ আপনার ওয়ার্ডপ্রেস চলসে সেটাতে ক্লিক করে একটু অপেক্ষা করলে একটা নতুন পেজ আসবে তার উপর এর মেনু থেকে export এ ক্লিক করে GO তে ক্লিক করুন ।

এখানে আমি আমার affiliate নামের database টার ব্যাকআপ নিচ্ছি তাই এটা শো করলাম আপনারা আপনাদের ডাটাবেস এর নাম এর উপর ক্লিক করবেন ঠিক আছে

এরপর দেখুন একটা sql ফাইল ডাউনলোড হইসে ওইটাকে এবার notepad++ বা sublime দিয়ে ওপেন করুন এরপর নিচের ছবির মত দেখান কোড টুকু যদি থাকে তা হলে কেটে দিন খুব সাবধানে

এরপর ctrl+h চাপুন sublime আর notepad++ দুই টার ই command এক তার পর দেখুন find what and replace with নামে দুইটা খালি বক্স আসবে। এবার find what বক্স এ আপনার লোকাল হোস্ট এর url আর replace with  বক্স এ আপনার সার্ভারের ডোমেইন নাম দিন এরপর replace all এ ক্লিক করুন

এরপর replace complete হয়ে গেলে ফাইল টা সেভ করে বেরিয়ে আসুন ।

তারপর আবার সার্ভার এর সি প্যানেল এ লগিন করে database সেকশন থেকে phpmyadmin এ ক্লিক করুন।

পরবর্তী পেজ এ বাম দিক এর মেনু থেকে আপনার তৈরি করা database এর উপর ক্লিক করে একটু অপেক্ষা করুন এরপর উপর এর মেনু থেকে import  এ  ক্লিক করুন

পরবর্তী পেজ এ আপনার ব্যাকআপ নেওয়া .sql ফাইলটা upload করে go তে ক্লিক করুন

যদি ডাটা বেস সঠিক ভাবে upload তবে এমন নোটিস পাবেন

Data base এর কাজ শেষ এবার আমরা ওয়ার্ডপ্রেস এর ফাইল গুলা সার্ভার এ upload করব

প্রথম এ আপনার লোকাল হোস্ট থেকে যে ওয়ার্ডপ্রেস সাইট transfer  করতে চান সেই তার সব ফাইল

গুলা .zip format এ compress করতে হবে।

এবার zip file টা আপনার সার্ভার এ upload করতে হবে সি প্যানেল থেকে file manager এ ক্লিক করে file manager পেজ এর upload menu তে ক্লিক করতে হবে

Upload ক্লিক করলে নতুন ট্যাব এ একটা পেজ ওপেন হবে ওখানে ফাইল টা upload করতে হবে


ফাইল টা upload হয়ে গেলে file manager থেকে ফাইল টা extract করতে হবে

এর পর wp-config.php flie টা edit করতে হবে right click করে  edit এ ক্লিক করুন তারপর ok করলে নতুন ট্যাব এ ফাইল টা ওপেন হবে  তারপর এতে একদম প্রথম এ create করা ডাটাবেস এর ইনফো দিতে হবে যেমন টা ছবি তে বলা আসে এর পর ফাইল টা সেভ করতে হবে। information গুলা খুব সাবধানে দিবেন যেন কোন ভুল না হই

 

এরপর সব ঠিক ঠাক থাকলে  আপনার সাইট এর url browse করলে আপনি আপনার সাইট টি দেখতে পাবেন

কোন প্রবলেম হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি কোন ভুল হয়ে থাকে তবে ক্ষমা করে দেবেন ধন্যবাদ

ফেসবুক এ আমি

Level 0

আমি Ashikur Rahman Ashik। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 15 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

bro, ak web hosting theke onno web hosting a full website transfer korar tutorial dan. . .

    @x-tron: ভাইয়া লোকাল হোস্ট আর সার্ভার ট সার্ভার ট্র্যান্সফার প্রায় এক আপনি লোকাল হোস্ট এ যে কাজ করসেন সেটা আপনার পুরাতন সার্ভার এ করলেই হয়ে যাবে। কমেন্ট করার জন্য
    ধন্যবাদ

Level 0

আসিক ভাই খুব সুন্দর হইছে। আপনে বলেছেন ভুল হলে ক্ষমা করতে তা পারবনা। তবে ক্ষমা করতে পারি যদি নিয়মিত এমন সুন্দর সুন্দর টিউন দেন।

    @Siddik_nmh: উৎসাহিত করার জন্য ধন্যবাদ ভাইয়া
    ভাল কোন টপিক পেলে অবশ্যই লিখব।

Level 0

Thanks for your nice post

সংশোধনঃ এইভাবে সাইট ট্রান্সফার করা যায় ঠিক আছে, কিন্তু এটা সাইট ট্রান্সফার করা safe না। বিশেষ করে sql ফাইল এ সরাসরি find and replace মেথড এ ডোমেইন replace করাটা ঠিক না। কিছু ক্ষেত্রে এটি কাজ করলেও কিছু প্লাগিন আছে যেগুলো এই মেথড ব্যবহার করলে ক্ষতিগ্রস্ত হয়। যেমনঃ কিছু প্লাগিন আছে ডাটাবেস এ ডাটা store করে রাখার সময় serialization নামে একটি পদ্ধতি ব্যবহার করে (যেমনঃ optiontree)। এই পদ্ধতিতে ডাটাবেস ট্রান্সফার করলে এই প্লাগিনগুলোর কোন ডাটা ট্রান্সফার হবে না, তবে আর বাকি সব ঠিক থাকবে। এর সমাধান হচ্ছে, ডাটাবেস এ সরাসরি find and replace ব্যবহার না করে এ কাজের জন্য কোন থার্ড পার্টি script (যেমনঃ http://interconnectit.com/products/search-and-replace-for-wordpress-databases/) ব্যবহার করতে পারেন। অথবা WP Migrate DB প্লাগিনটি ব্যবহার করতে পারেন। আশাকরি টিউনটি আপডেট করবেন।