হ্যালো গাইজ,
আচ্ছা কোনো আজাইরা কথা না, কাজের কথা দিয়ে শুরু করি, ওকে ?
আপনার একটা ওয়েব সাইট আছে।আমরা জানি ইউজার হয় দুইরকম, মোবাইল এবং পিসি। এখন আপনার মোবাইল সাইট কোনো পিসি ইউজার একবার ঢুকে আরেকবার মনে রাখবে বলে আমার মনে হয় নাহ, আবার মোবাইল দিয়ে কম্পিউটার এর জন্য করা ওয়েব পেইজ ব্রাউজ করা বিরক্তিকর একটা ব্যাপার। সো অনেকেই আমরা করি কি, আলাদা পেইজ বানাই দুইটা। তারপর দেই লিঙ্ক লাগায়, মোবাইল রা ডাইনে, কম্পিউটার রা বামে, ব্লা ব্লা ব্লা। কেমন হয় যদি ব্যাপার টা নিজে থেকেই হয় ? হু সম্ভব।
কেমনে ?????
জাভাস্ক্রিপ্ট বা সেইম পেইজে কোডিং দিয়ে করা যায়, বাট আমি যেটা দেখাইতেছি আমার ধারনা সেটা সোজা।আর এতে পেইজ লোড টাইম নেয় কম।
কি করতে হবে ?
আলাদা পেইজ বানায়া নেন। ধরলাম আমার সাইটের কম্পিউটার পেইজ http://www.fajlami.com/index.html আর মোবাইল পেইজ http://www.fajlami.com/wap
এখন আমাকে এমন কিছু করতে হবে যা দিয়া আমার ভিজিটর নিজে থেকে কিছু না করেই তার ডিভাইস অনুযায়ি পেইজে চলে যায়।
সো রুট ফোল্ডারে একটা নিউ ফাইল বানান index.php । আগে থেকে থাকলে সেটারে web.php বানায় ফেলেন, সমস্যা আছে ?
index.php তে থাকবে নিচের কোডিং টুকু।
<?php
$mobile_browser = '0';
if(preg_match('/(up.browser|up.link|mmp|symbian|smartphone|midp|wap|phone)/i',
strtolower($_SERVER['HTTP_USER_AGENT']))){
$mobile_browser++;
}
if((strpos(strtolower($_SERVER['HTTP_ACCEPT']),'application/vnd.wap.xhtml+xml')>0) or
((isset($_SERVER['HTTP_X_WAP_PROFILE']) or isset($_SERVER['HTTP_PROFILE'])))){
$mobile_browser++;
}
$mobile_ua = strtolower(substr($_SERVER['HTTP_USER_AGENT'],0,4));
$mobile_agents = array(
'w3c ','acs-','alav','alca','amoi','audi','avan','benq','bird','blac',
'blaz','brew','cell','cldc','cmd-','dang','doco','eric','hipt','inno',
'ipaq','java','jigs','kddi','keji','leno','lg-c','lg-d','lg-g','lge-',
'maui','maxo','midp','mits','mmef','mobi','mot-','moto','mwbp','nec-',
'newt','noki','oper','palm','pana','pant','phil','play','port','prox',
'qwap','sage','sams','sany','sch-','sec-','send','seri','sgh-','shar',
'sie-','siem','smal','smar','sony','sph-','symb','t-mo','teli','tim-',
'tosh','tsm-','upg1','upsi','vk-v','voda','wap-','wapa','wapi','wapp',
'wapr','webc','winw','winw','xda','xda-');
if(in_array($mobile_ua,$mobile_agents)){
$mobile_browser++;
}
if (strpos(strtolower($_SERVER['ALL_HTTP']),'OperaMini')>0) {
$mobile_browser++;
}
if (strpos(strtolower($_SERVER['HTTP_USER_AGENT']),'windows')>0) {
$mobile_browser=0;
}
if($mobile_browser>0){
header('Location: http://fajlami.com/wap');
} else {
header('Location: http://fajlami.com/index.html');
}
?>
এখানে ফাজলামী মনে না করে আপনার সাইটের মোবাইল আর পিসি পেইজ লাগায়া দেন। এবার কেউ মোবাইল বা কম্পুটার দিয়ে আপনার-ডোমাইন.কম/index.php ঢুকলেই নিজে থেকেই চলে যাবে তার পেইজে , আপনার বা তার চিন্তা করা লাগবে না।
(পুরানা ইউজার হইলেও এখানে লিখতেছি নতুন, সো ভুলভাল হইলে সরি)
আমি শিমুল শাহরিয়ার। Founder, WebSea Internet Solutions, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 90 টি টিউন ও 497 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ব্র্যান্ড কনসাল্টেন্ট, ফুলস্ট্যাক ডেভেলপার/ডিজাইনার। আমাকে পাওয়া যাবে @ https://ShimulShahriar.com