এবার ফেসবুক চ্যাট বার দিন আপনার সাইটে !!! সাথে আরো কিছু!!!!!

আমি টেকটিউনস কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা যদি এরকম Chat bar এর ব্যবস্থা করতে পারে তাহলে আমরা যারা রেজিস্ট্রারভুক্ত আছি তারা একে অন্যের সাথে চ্যাট করতে পারব। এতে করে আমরা যারা আছি তাদের অনেক উপকার হবে বলে আশা রাখি। ভাই/আপুরা আপনারা কি বলেন?

যাই হোক আমি আজ যে এক্সটেনশন এর কথা বলব তার নাম Jbolo!।

এটি Joomla এর একটি এক্সটেনশন। এটির ডেমো দেখার জন্য এই সাইটে গিয়ে রেজিষ্ট্রেশন করে লগইন করলে Facebook এর মত একটি চ্যাট বার দেখতে পারবেন।

এক্সটেনশনটি ডাউনলোড করুন এখান থেকে

বোনাসঃ

এবার একটি ডেস্কটপ টুলের কথা বলব। এর নাম Google Desktop।

ডাউনলোড করুন এখান থেকে

কিছুক্ষণ সময় পরপর পরিবর্তন হবে আপনার Wallpaper!!!

সফটওয়্যারটি ডাউনলোড করুন এখান থেকে

Level 0

আমি সোলাইমান আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 169 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আজ আমি জীবনের এক মহাকালের দারপ্রান্তে দাড়িয়ে। যেখানে আছে শুধু অজানাকে জানার নেশা। ফ্রি রিজুম সাপোর্ট সহ মুভি ডাউনলোড করতে পারেন www.mybd24.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ হীরা ভাই ।

    আর… হীরা ভাই টেকটিউনস-এ Chat bar এর ব্যবস্থা আশা করছি কতৃপক্ষের কাছে…

সহমত পোষণ করছি

এমন দিনে টিউন টা দিলেন যখন ফেসবুক বন্ধ করে দিয়েছে

Level 0

ভাই আমি ও একমত।টিউন এর জন্য ধন্যবাদ ।ভাই C DRIVE জায়গা বাড়াতে হবে,কেউ কি পরামস্ দিবেন।

সুজন says:
৩১ মে, ২০১০ at 2:46 অপরাহ্ন

আর… হীরা ভাই টেকটিউনস-এ Chat bar এর ব্যবস্থা আশা করছি কতৃপক্ষের কাছে…

*** অনেক আশা ছিল ভরসা ছিল কতৃপক্ষ কিছু একটা করবেন, কিন্তু কিছুই করা হল না, অথবা করার ইচ্ছা আছে কিনা তাও জানা গেল না। কিছুদিন আগে একটা টিউন করা হয়েছিল ” টেকটিউন্স এর নিকট আবেদন শিরোনামে”, সেখানে বলা হয়েছিল টেকটিউন্স চলে ওয়ার্ডপ্রেস দিয়ে এটা যেন জুমলা দিয়ে করা হয়, তাহলে পেইজ লোড হতে দেরি লাগবে না, এ জাতীয় কিছু।(আমি এত টেকি না, তাই এ কথাটা বুঝিয়ে বলতে পারলাম না) । সেখানে বিভিন্ন কমেন্টে তুলে ধরা হয়েছে কোন কমেন্ট অথবা টিউন দেখতে গেলে কি ধরনের error মেসেজ আসে । এ ধরনের সমস্যা নিরসনে কোন কিছু কতৃপক্ষ করবে কিনা অথবা অন্য কোন পদক্ষেপ নেয়ার চিন্তা ভাবনা আছে কিনা তাও জানা গেল না।

কমেন্ট এডিট করার অধিকার দেয়ার কথা অনেক দিন ধরে অনেকেই বলে আসছে, কিন্তু এ ব্যাপারে কাজ করার ইচ্ছা আছে কিনা জানি না।

টেকটিউন্সকে বলুন নামে একটা বিভাগ আছে, এ বিভাগে অনেক প্রশ্ন জমা হয়ে আছে , যা শুধু টেকটিউন কতৃপক্ষকে উদ্দেশ্য করে বলা, এগুলোর কোন উত্তর কতৃপক্ষ দিতে আমি কখন দেখি নি , আপনারা কখনো দেখেছেন ?

বিভিন্ন এরর মেসেজ এর কারণে কোন টিউনে কমেন্ট করতে মহাবিরক্ত লাগে।

*** এরকম দুযোর্গ ঘনঘটা মুহূর্তে আপনার কি মনে হয় টেকটিউন্স আমাদের জন্য চ্যাট এর ব্যবস্থা করবেন?

    আসলে ভাই এ দাবি টা অনেকেরি যে টেকটিউনস একটা চ্যাট বক্স !! কিন্তু আপনি চিন্তা করে দেখেন চ্যাট বক্স দিলে টেকটিউনস এ কি অবস্থা হবে !! সবাই টিউন সেরে চ্যাট নিয়ে ব্যস্ত থাকবে । টেকটিউনস কে কি আপনারা ফেসবুক বানাতে চান ??

    চ্যাট এর চিন্তা পরে , টেকটিউন্সে যেই সমস্যা হইতেচে সেগুলোর সমাধান আগে হোক।

    ‘ফাহিম রেজা বাঁধন এবং সব কিছুর জন্য প্রস্তুত হচ্ছি, এমনকি মৃত্যুর জন্যও’ ভাইদের সাথে আমি সম্পুর্ন একমত,চ্যাট বক্স দিলে টেকটিউন্স তার নিজস্বতা হারাবে এখন যেভাবে আছে সেটাই আমি ভাল মনে করি শুধু কতৃপক্ষ যদি আমাদের সমস্যা গুলুর প্রতি একটু সু-দৃষ্টি দেন তা হলেই আমরা কৃতার্থ হব।

    সুজন ভাই ….তাইতো মনে হচ্ছে। তবে আমি ২৫৬ কেবিপিএস ব্যবহার করিতো… এরকম সমস্যা আমি খুব একটা পাইনি। আমিও একেবারেই ভুক্তভুগী নই তা কিস্তু নয়। তবে একথা আপনাদের স্বিকার করতে হবে যে, টেকটিউনস আগের চেয়ে অনেক দ্রুত হয়েছে। আমি টেকটিউনস এর আরো উন্নতির জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই “এত কিছুর পরও আপনারা চুপ কেন?”

    সমস্যা নিরসনে দ্রুত পদক্ষেপ নেয়া হোক………………

    Level 0

    চ্যাটের ব্যাপারে ২০০৯ এর মাঝা মাঝি একটি টিউনে বেশ কয়েক জন চ্যাটের পক্ষে মন্তব্য করে ছিলেন। কিন্তু কতৃপক্ষ্ ( টিনটিন ভাই) ফাহিম রেজা বাঁধনের কথাটাই বলেছিলেন। বলেছিলেন যে, আপনাদেকে চ্যাট করতে দিলে টিউন করা ভুলেযাবেন। আসলেই তাই, চ্যাট বক্স দিলে টিউন………………….. ফাহিমের সাথে আমিও একমত।

    আপনার সাথে সহমত।

Level 0

brother it’s not work in windows 7