আপনার website এর গতি বাড়ান!!! কোন ধরনের প্লাগিন ছাড়াই!!!

আসসলামু আলাইকুম

সবাই তো কত ধরনের পোষ্ট করে। আজ আমি এমন একটা পোষ্ট করবো, যা এর আগে কেউ করছে কিনা আমার জানা নাই।

যদি কেউ  করে থাকে তাহলেই আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি।

আপনার একটি website আছে। সেটা হতে পারে word press, joomla, My SQL অথবা অন্য কোন কিছু থেকে। অথবা আপনি নিজেই এর DEVELOP  করেছেন কোন সফটওয়্যার দিয়ে।

এখন আপনি চাচ্ছেন যে, কোন ধরনের প্লাগিন USE  করা ছাড়াই আপনি আপনার WEBSITE এর গতি বাড়াতে চান। তাহলে আর দেরি কেন? চলে যান আপনার cPANEL  এ। তবে এখানে কিছু কথা বলে রাখা ভাল, এটা আপনি সপ্তাহে অন্তত ৩ দিন  করবেন। প্রতিদিন করলে জটিল হইবো।

প্রথমে cpanel এ Login করুন এবং চলে যান আপনার Web Root (public_html/www) এ।

এখানে নিচের দিকে দেখুন eror_log নামের একটা ফাইল দেখতে পাবেন। এটাকে ধুমায়া Delete  করে দেন। তারপর চলে যান wp-admin folder  এ। এখানেও আপনি একই রকমের একটা ফাইল দেখতে পাবেন। এটাকে ও  Delete করে দেন।

কারণ আপনার ওয়েরসাইট এ যত ভিজিটর ঠুকবে, এখানে তত history file  জমা হবে। যা আপনার সাইটকে অনেক স্লো করে দেয়।  এমনকি এটা আপনার hosting space ও কমিয়ে দেয়। যার কারণে এটাকে Delete  করে রাখবেন All time।

আমি যে কথাটা বললাম, এই কাজটিই করে প্লাগিনস । ভাল লাগলে লাইক দিয়ে উৎসাহিত করবেন।

যদি কিছু মনে না করেন, তাহলে আমার সাইট টা ঘুরে আসুন। এখান থেকে

Level 0

আমি তাহমিদ হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 36 টি টিউন ও 65 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Thanks for this suggestion.

Level 0

vai ata kon option a asay bolban ki khujay pase na…………….

প্রথমে আপনি আপনার website এর cPanel এ login করুন । এরপর সেখানে কয়েকটি step এ অপশন দেখবেন। যেমন, Preferences,Mail,Files,Logs,security,Domain, Database।এবং সবকটি অপশনের-ই অনেকগুলো করে সাব-অপশন আছে। আপনি এখান থেকে Files এর মধ্যে দেখবেন File Manager নামের একটা Folder আছে। ওই ফোল্ডারে ক্লিক করলেই দেখেবেন Directory Selection নামের একটা chart আসবে। সেখানে আপনি Web Root (public_html/www) টা সিলেক্ট করে Go তে ক্লিক করবেন। বাকিটা ব্লগে দেওয়া আছে। @ Fullmasti

Vai whmcs er license lagbe ki kono upai ase license ta pawer

Vai whmcs er license lagbe ki kew dite parbe