আসসলামু আলাইকুম
সবাই তো কত ধরনের পোষ্ট করে। আজ আমি এমন একটা পোষ্ট করবো, যা এর আগে কেউ করছে কিনা আমার জানা নাই।
যদি কেউ করে থাকে তাহলেই আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি।
আপনার একটি website আছে। সেটা হতে পারে word press, joomla, My SQL অথবা অন্য কোন কিছু থেকে। অথবা আপনি নিজেই এর DEVELOP করেছেন কোন সফটওয়্যার দিয়ে।
এখন আপনি চাচ্ছেন যে, কোন ধরনের প্লাগিন USE করা ছাড়াই আপনি আপনার WEBSITE এর গতি বাড়াতে চান। তাহলে আর দেরি কেন? চলে যান আপনার cPANEL এ। তবে এখানে কিছু কথা বলে রাখা ভাল, এটা আপনি সপ্তাহে অন্তত ৩ দিন করবেন। প্রতিদিন করলে জটিল হইবো।
প্রথমে cpanel এ Login করুন এবং চলে যান আপনার Web Root (public_html/www) এ।
এখানে নিচের দিকে দেখুন eror_log নামের একটা ফাইল দেখতে পাবেন। এটাকে ধুমায়া Delete করে দেন। তারপর চলে যান wp-admin folder এ। এখানেও আপনি একই রকমের একটা ফাইল দেখতে পাবেন। এটাকে ও Delete করে দেন।
কারণ আপনার ওয়েরসাইট এ যত ভিজিটর ঠুকবে, এখানে তত history file জমা হবে। যা আপনার সাইটকে অনেক স্লো করে দেয়। এমনকি এটা আপনার hosting space ও কমিয়ে দেয়। যার কারণে এটাকে Delete করে রাখবেন All time।
আমি যে কথাটা বললাম, এই কাজটিই করে প্লাগিনস । ভাল লাগলে লাইক দিয়ে উৎসাহিত করবেন।
যদি কিছু মনে না করেন, তাহলে আমার সাইট টা ঘুরে আসুন। এখান থেকে
আমি তাহমিদ হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 36 টি টিউন ও 65 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Thanks for this suggestion.