সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি।
টিউন এর নাম দেখে কেউ হয়তো বড় কোনো কোম্পানির প্রজেক্ট ভেবে বসতে পারেন। তাই আগেভাগে বলে রাখছি এটি সম্পূর্ণ আমার ও আমার কিছু বন্ধুর একান্ত উদ্যোগ।
ভূমিকা:
আমি দশম শ্রেণীর ছাত্র (২০১৪ এর পরীক্ষার্থী)। আমার একটা উপজেলা শহরে থাকি। মাধ্যমিক স্কুলে ভর্তি হবার পর থেকে আমি কম্পিউটার ইন্টারনেটের সাথে পরিচিত হই। তখন থেকেই আমার একান্ত ইচ্ছা জাগে একটি ওয়েবসাইট করার। কিন্তু কি নিয়ে করব ভেবে পাইনা। একদিন আমার এক বন্ধু বলে আমাদের স্কুলের একটা ওয়েবসাইট করলে কেমন হয়? আর আমার মাথায় সেই ভুত চাপে। স্কুলের ওয়েবসাইট তো আর সাব-ডোমেইন ফ্রি হোস্টিং নিয়ে করলে ভালো দেখায়না তাই আমাদের এক তথ্য-প্রযুক্তি প্রিয় স্যারের সাথে আলাপ করি। তার সহায়তায় প্রধান শিক্ষকের মাধ্যমে স্কুলের ফান্ড থেকে কিছু টাকা পাই। আর তৈরী করি আমার জীবনের প্রথম প্রিমিয়াম ওয়েবসাইট। (যা ছিল শুধুই একটা এইচটিএমএল সাইট আর ডিজাইন দেখলে এক্সপার্টরা হেসে ফেলবেন) যদিও সেই সাইটটা এখন ইতিহাস। ডোমেইন আর হোস্টিং নিয়েছিলাম ইকরা থেকে গলাকাটা প্রাইসএ। বুঝতাম না তাই বেছে বেছে খারাপ উইন্ডোস হোস্টিং নিয়েছিলাম (যদিও সেটা আমার মোটেই প্রয়োজন ছিল না)। যাইহোক মোটামুটি অফিসিয়াল ওয়েবসাইট ছিল স্কুলের। পরের বছর রিনিউ করতে গিয়ে ইকরাকে আরো বেশি টাকা দিতে হল। তারপর আর রিনিউকরা হয়নি। এবছর আমরা স্কুলের সাহায্য চেয়েছিলাম নতুন একটা ডোমেইন নিয়ে সাইট করার জন্য। কিন্তু পাইনি। অবশেষে সবাই মিলে একটা ডোমেইন কিনি কিন্তু হোস্টিং কেনার মত অবস্থা আর ছিল না। অবশেষে বিজয়হোস্ট থেকে আমাদের স্কুলের জন্য একটা হোস্টিং স্পন্সর করা হয়। যার জন্য আমি রেদোয়ান ভাইয়ের কাছে অশেষ কৃতজ্ঞ।
কিন্তু তারপরে আমার মাথায় আসে অন্যসবার কথা। কারন বাংলাদেশের নানা প্রান্তে অনেকেই হয়ত স্কুল বা কলেজের জন্য সাইট করতে চাইছে কিন্তু হয়ত আর্থিক কারনে পারছে না।
আমি তাই নিজে একটা রিসেলার ম্যানেজ করলাম। অনেকদিন আগেই নিয়েছিলাম। কিন্তু অবশেষে আজ টিউন করে জানালাম প্রজেক্টের কথা।
অনলাইনে আমার স্কুল: আমাদের এই প্রজেক্টের মাধ্যমে আমরা চাই যারা তাদের স্কুলের সাইট করতে আগ্রহী তাদের একটি ফ্রি হোস্টিং স্পন্সর করতে। আমার পক্ষে অনেক সাইট হোস্ট করা হয়ত সম্ভব হবে না। কিন্তু আমরা চেষ্টা করব যেন সবাইকে কোনোনা কোন ভাবে সাহায্য করতে। আমরা ডোমেইন স্পন্সর করতে পারব না। অত টাকা বা ফান্ড আমাদের নেই। যাদের ডোমেইন কেনার সামর্থ আছে তারা ডোমেইন কিনে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর যারা ডোমেইন কিনেননি তারা মাত্র ৮০০ টাকা দিয়ে আমাদের থেকে নিতে পারেন।
যারা নিজেরা ওয়েবসাইট ডেভেলপ করতে পারবেন তারা মোস্ট ওয়েলকাম। যারা সাইট ডেভেলপ করতে পারেন না তাদের যথাসাধ্য সাহায্য করার চেষ্টা করব স্বেচ্ছায় । তবে কথা দিতে পারছি না। কারন এটা সময়সাপেক্ষ।
আমাদের এই প্রজেক্টের মাধ্যমে আপনারা নন-প্রফিট ওয়েবসাইটের জন্যও হোস্টিং পেতে পারেন তবে তা আলোচনা সাপেক্ষ।
যারা নিজের ওয়েবসাইট ডেভেলপ করতে চান তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তবে তা বিনামূল্যে দিতে পারব কিনা জানিনা।
কি কি পাচ্ছেন: আমাদের এই হোস্টিং সার্ভিস এ আমরা আপনাদের স্পন্সর করব একটি হোস্টিং প্যাকেজ যাতে থাকবে:
আরও অনেক কিছু...
ফ্রি হোস্টিং বলে হেলাফেলা করবেন না। আমরা আমাদের সাধ্যমত প্রিমিয়াম সাপোর্ট দেয়ার চেষ্টা করব।
আর যারা হোস্টিং কিনতে চান তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তবে যারা স্কুল অথবা কলেজের জন্য হোস্টিং নিতে আগ্রহী আমরা তাদেরকেই প্রায়োরিটি বেশি দেব।
আমাদের প্রজেক্ট দিতে চান?
আপনি যদি আমাদের প্রজেক্ট এর সাথে যোগ দিতে আগ্রহী হন তবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আপনি আমাদের ডোনেট করে, ওয়েব সাইট বিনামূল্যে ডেভেলপে সাহায্য করে, বিনামূল্যে ডোমেইন দিয়ে অথবা, আপনার সার্ভারে বিনামূল্যে আমাদের প্রজেক্টে আবেদনকারীদের হোস্টিং দিয়ে সাহায্য করতে পারেন।
আমাদের সাথে যোগাযোগ করুন
ইমেইল: [email protected]
টুইটার: @zleo99
মোবাইল: +8801777119859
+8801789465972
আমি জাওয়াদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 148 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
প্রযুক্তি এবং কবিতা দুটোকেই ভালোবাসি!
অসাধারন উদ্দোগ। আশা করব সহায়তা্ করার।