আমি অনেকদিন ধরেই চাচ্ছিলাম একটা গান ডাউনলোড এর উপর ব্লগ খুলব।
কিন্তু তেমন ভালো কোন ফ্রি হোস্টিং প্যাকেজ এর উপর সাইট পাচ্ছিলাম না।
তাই বিভিন্ন ফোরাম ও সাইট ঘাটাঘাটি করছিলাম ভালো প্যাকেজ খোজার জন্য।
এবং অবশেসষে পেয়েও গেলাম আমার সেই কাঙ্খিত ফ্রি হোস্টিং প্যাকেজ।
এই সাইটটা আপনাকে দেবে আনলিমিটেড স্টোরেজ ও আনলিমিটেড ব্যান্ডউইথ।
সাথে আপনি CPanel 11 এর সকল সু্যোগ সুবিধা পাবেন।আপনি CPanel এর softaculous এর সাহায্যে ওয়ার্ডপ্রেস থেকে শুরু করে জুমলা, দ্রুপল ,B2Evolution
ইত্যাদি যেকোন সিএমএস এক ক্লিকেই ইন্সটল করতে পারবেন।এখানে আমি আমার প্যাকেজ এর স্ক্রিনশট দিলাম-->>
সাইন আপ করার জন্য এই লিঙ্কে ক্লিক করুন
এরপর কিছুক্ষন তারা আপনাকে তাদের স্পন্সরদের এড দেখতে বলবে।তার কিছক্ষন পরেই আপনি সাইন আপ পেজে রিডাইরেক্ট হবেন।এখানে আপনি প্যাকেজ অপশনে ফ্রি লিখে Order বাটন চাপুন।এবং এর পরের পেজে নাম,ঠিকানা,মেইল এড্রেস ইত্যাদি দিয়ে সাইন আপ শেষ করুন।এর পর তারা আপনাকে মেইলে সকল ইন্সট্রাকশন দিয়ে দেবে।
আমি হাসিবুল হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 27 টি টিউন ও 41 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি নিত্তান্তই একজন সাধারন মানুষ।ভালবাসি আমার লো-কোয়ালিটির কম্পিউটারটাকে।এছাড়া ভালবাসি ব্লগিং করতে।আমার ওয়েব সাইটঃ- http://hasibulhasan.info/ http://www.hostfunbd.com/
ভাই ফ্রী র কোনো ভরষা নাই । আজ আছে , কাল সমস্যা করবে ।
কম দামে আনলিমিটেড হোস্টিং পেতে ভিজিট করুন
http://bdwebsolutions.com/shared-hosting.php
ধন্যবাদ ।