কেমন আছ বন্ধুরা ?? 🙂 এই টিউটোরিয়াল এ তোমরাদের দেখাব কিভাবে একটি গেইম সাইট বানাতে পার। এই টিউটেোরিয়ালটি কমপ্লিট বিগিনারদের জন্য লেখা। তাহলে চল শুরু করা যাক ,,,,,,,,,,,,,,,,,,,
যা যা লাগবে:-
১) ডোমেইন এন্ড হোস্টিং:
ডোমেইন এন্ড হোস্টিং যে কোন ভাল কোম্পানি থেকে নিতে পার। ১০০০+ টাকার মত খরচ পড়বে। ফ্রী ডোমেইন এন্ড হোস্টিং ও পাওয়া যায়। তবে হোস্টিং টা পেইড নেয়াই ভাল।
২) গেইম স্ক্রিপট:
গেইমস স্ক্রিপট আমি তোমাদের সরবরাহ করব।
-----------------------------------------------------------------------------------------------------------------
আমি এই টিউটোরিয়াল টা আমার ফোরাম সাইট http://www.netbondhu.com এর সাবডোমেইন দিয়ে বানাবো। তোমরা চাইলে মেইন ডোমেইন দিয়েও বানাতে পার। পার্থক্য হল মেইন ডোমেইন দিয়ে বানালে সাইটের নাম হবে http://www.netbondhu.com বা এই জাতীয়। আর সাবডোমেইন দিয়ে বানালে নাম হবে http://www.blogs.netbondhu.com এই জাতীয়। এবার তোমাদের যে কাজটি করতে হবে তা হল সাইটের জন্য একটা নাম ঠিক করতে হবে। নামটি হতে হবে ইউনিক অর্থাৎ এই নাম এ আর কোন সাইটের নাম থাকলে হবে না। তোমার পছন্দ করা নামটি ইউনিক কিনা তা http://www.whois.com এই সাইট থেকে দেখে নিতে পার। ধরে নিলাম আমারদের সাইটের নাম অর্থাৎ ডোমেইন হবে http://www.netbondhu.com। এখন তোমাদের কোন হোস্টিং কোম্পানি থেকে হোস্টিং নিতে হবে। বাংলাদেশে অনেক কোম্পানি আছে যারা হোস্টিং দিয়ে থাকে। http://www.google.com এ Bangladeshi hosting company লিখে সার্চ দিলে অনেক গুলো লিস্ট পেয়ে যাবে। তাদের মধ্যে থেকে তোমার পছন্দ মত কোম্পানি বেছে নিয়ে হোস্টিং এর জন্য অর্ডার করতে পার। যেখান থেকে হোস্টিং নিবে সেই একই জায়গা থেকে ডোমেইন টাও নিয়ে নিতে পার। এরপর তারা তোমাকে একটি সিপ্যানেল আই ডি এবং তার পাসওয়ার্ড তোমাকে জানিয়ে দিবে। এই সিপ্যানেল অর্থাৎ কন্ট্রোল প্যানেল থেকেই সাইটের সব ধরনের ডেভলপমেন্ট কাজ করতে হয়। কন্ট্রোল প্যানেলে ঢুকার জন্য তোমাকে ওয়েব অ্যাড্রেসের পাশে /cpanel এই লিখাটা অ্যাড করতে হবে অর্থাৎ http://www.netbondhu.com/cpanel এভাবে লিখতে হবে। এরপর নিচের মত সিপ্যানেল পেইজ আসবে। এরপর username ও password ফিল্ড এ হোস্টিং কোম্পানি থেকে দেয়া username ও password লিখে Log In এ ক্লিক কর। সিপ্যানেল ওপেন হবে।
ভাল লাগলে আমার ব্লগ সাইট ঘুরে আসতে পার:
http://www.blogs.netbondhu.com
(চলবে…………………………………………)
আমি imtiaz। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।