PHP এবং MySQL সহজ কোর্স [পর্ব-০১] :: ডাটাবেজে সংযোগ করুন সহজে

PHP এর মাধ্যমে আমারা MySQL ডাটাবেজে ডাটা রাখতে পারি।

কিন্তু তার আগে আমাদেরকে PHP এবং MySQL এর সংযোগ দিতে হবে। নিচে PHP এবং MySQL এর সংযোগ পদ্ধতি দেয়া হল।

-

-

-

-

-


<?php
$host = "localhost";
$user = "root";
$pass = "";
$db = "doctor";

$conn = mysql_connect($host, $user, $pass) or die("Connection Failed!");
mysql_select_db($db, $conn) or die("Database couldn't select!");

?>

  • $host ভেরিয়েবল এ host এর নাম দেব। যেহেতু আমরা localhost  এ কাজ করতেছি সেহেতু localhost দিবো।
  • $user ভেরিয়েবল এ আমরা localhost এর username দিবো।
  • $pass ভেরিয়েবল এ আমরা password দিবো।
  • $db ভেরিয়েবল এ Database এর নাম দেবো।
  • $conn ভেরিয়েবল এ mysql_connect function দ্বারা MySQL connect করা হল। যদি connection না পায় তাহলে Connection Failed! এ লেখাটি আসবে।

এরপর mysql_select_db function দ্বারা ডাটাবেজ select করা হল। যদি Database না পায় তাহলে Database couldn't select! লেখাটি আসবে।

তারপর ফাইলটি সেভ করলেই PHP এর সাথে MySQL এর Connect হয়ে যাবে।

পরবর্তী টিউন এ PHP , MySQL এর মাধ্যমে ডাটা সাবমিট, ডাটা শো করা, ডাটা ডিলেট করা, ডাটা এডিট সম্পর্কে আলোচনা করা হবে।

Level 0

আমি Didar Ahmed। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

প্রিয় টিউনার,

আপনি ভুল ভাবে আপনার চেইন টিউনের শিরোনাম গুলো দিচ্ছেন। আপনি পর্ব হিসেবে টিউনের শিরোনাম গুলো –

চেইন টিউনের নাম [পর্ব-০১] :: চেইন টিউনের ভিতরের বিষয়বস্তু …

চেইন টিউনের নাম [পর্ব-০২] :: চেইন টিউনের ভিতরের বিষয়বস্তু ….

চেইন টিউনের নাম [পর্ব-০৩] :: চেইন টিউনের ভিতরের বিষয়বস্তু

এর অর্থ প্রথমে চেইন টিউনের নাম, এরপর (স্পেস দিয়ে) স্কয়ার ব্রাকেটের ( [ ] ) মধ্যে পর্ব হাইফেন (-) দিয়ে দুই সংখ্যায় পর্বের নম্বর। স্কয়ার ব্রাকেটের ( [ ] ) ভিতরে কোন স্পেস দিবেন না। এরপর (স্পেস দিয়ে) ডাবল কোলন (::) এর পরে (স্পেস দিয়ে) চেইন টিউনের ভিতরের বিষয়বস্তু॥ এই ফরমেটে চেইন টিউনের শিরোনাম গুলো লিখুন।

এই চেইনের পূর্বের পর্ব গুলোর শিরোনাম গুলোও যদি ‘টেকটিউনস চেইন টিউনের’ শিরোনাম মোতাবেক করা না থাকে তবে সব গুলো এখনই সংশোধন করুন ও পরবর্তী সকল চেইন টিউনে সঠিক ভাবে চেইন টিউনের শিরোনাম দিন।

টিউনের শিরোনাম গুলো ‘টেকটিউনস চেইন টিউনের’ শিরোনাম মোতাবেক সঠিক ভাবে সংশোধন করে আপডেট করে এই টিউমেন্টটির প্রতুত্তর (রিপ্লাই) দিন। টেকটিউনস থেকে আপনার টিউন গুলো চেইন করে দেওয়া হবে।

চেইন টিউন কীভাবে প্রক্রিয়া হয় তা জানতে ‘টেকটিউনস সজিপ্র’ https://www.techtunes.io/faq এর ‘চেইন টিউন’ অংশ দেখুন। ধন্যবাদ।

প্রিয় টিউনার,

আপনার টিউন যেহেতু প্রোগ্রামিং সংক্রান্ত টিউন ও টিউনে কোডের ব্যবহার রয়েছে তাই বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কোড যেমন HTML, CSS, JS, PHP ইত্যাদি কোড সুন্দর ও সঠিক ভাবে দেখাতে টেকটিউনসের রয়েছে নিজেস্ব “কোড হাইলাইটার”। টেকটিউনসের “কোড হাইলাইটার” কিভাবে ব্যবহার করতে হয় তা জানতে https://www.techtunes.io/web-design/tune-id/77692 এই টিউনটি দেখুন।

ধন্যবাদ।

ধন্যবাদ আপনাকে। আসলে আমি আজকে প্রথম টিউন করলাম সে জন্যই এমন হয়েছে।

Level 0

“গাইতে গাইতে গায়েন
বাজাইতে বাজাইতে বায়েন।”
ডাকের কথা বিফল নয়।
ভাই আপনি গুনি মানুষ আপনার কাছ থেকে আমার মত নবিসদের অনেক কিছু শেখার আছে।
টিটির নিতিমালা অনুযায়ী টিউন করেন, আমরা উপকৃত হই।
একটি সফল ও জনপ্রিয় চেইন টিউন পেতে যাচ্ছি… শুভ কামনা রইল।

জটিল বস

Level 0

কিভাবে techtunes.io মত রেজিস্ট্রেশন ফরম তৈরী করব ?

Level 2

suru ta khub e valo hoise. Hope maj pothe chole jaben na. Continue kore jaben. Thanks dear for chain tune on “Perl Hypertext Preprocessor”. 🙂