উপরের Title দেখেই বুঝে নিয়েছেন? একটু বিস্তারিত বলি এবার। শুনুন আমার ফেসবুক গুরু হয়ে উঠার কাহিনী! ২০০৮ সালে প্রথম যখন ফেসবুকে একাউন্ট খুলি তখন ফেসবুকের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করার মত লোক পেতাম না। অনেকেই জানত না ফেসবুক কি জিনিস! তাই নিজের সমস্যার সমাধান নিজেকেই খুজে নিতে হত। ২০০৯ এর দিকে আমার অনেক বন্ধুও ফেসবুকের সদস্য হয়। তখন নিজেদের আড্ডার মাঝে নতুন একটা বিষয় তৈরী হয়, ফেসবুক। ওখানে আমরা ফেসবুকের বিভিন্ন সমস্যা, ট্রিকস নিয়ে আলোচনা করতাম। এছাড়া অন্য কেউ যদি ফেসবুক নিয়ে সমস্যায় পড়ত আমরা তার সমাধান দিতে ব্যাকুল ছিলাম। এছাড়া অনেকে আবার ফেসবুক ম্যাসেজ দিয়ে সমাধান চইতো। একসময় আমরা চিন্তা করলাম ফেসবু্কেই একটা গ্রুপ খোলার যেখানে সকল সমস্যার সমাধান দিতে পারি খুব সহজে, এছাড়া বিভিন্ন নতুন ট্রিকস আমরা নিজেরা ব্যবহার করে সন্তুষ্ট হলে তবেই সবার সাথে শেয়ার করি। আপনারা চাইলে এই গ্রুপে যোগ দিতে পারেন। গ্রুপ নাম: Facebook Help Center (One Stop Solution)
এবার আসি ভিন্ন একটি প্রসঙ্গে। Facebook Help Center এ কাজ করার সময়ে লক্ষ করলাম, অনেক সময় নতুন কোন feature প্রকাশ করার জন্য বিস্তারিত আলোচনার প্রয়োজন হয়। এ সময় নিজেদের একটি ব্লগসাইট তৈরীর কথা মাথায় আসে। এ জন্য কাজ যে শুরু করি নি তা নয়। তবে বিভিন্ন সময়ে তা আর আপডেপ করা হয়নি। ২০০৯ এর শেষের দিকে টেকটিউন্সের খোঁজ পেলাম। আমি যেন এক গুপ্তধন এর সন্ধান পেলাম! কি নেই এখানে:!: প্রযুক্তির সকল আপডেট একত্রে। আমি ভাবলাম এবার আর চুপ করে বসে থাকা নয়। technoreX নামের একটা আইডি খুলি ১ম এ। কিন্তু সেটা কোন কারনে ডিসেবল হয়। পরে ঠিক করলাম ফেসবুক নিয়ে যখন লিখবো তখন ফেসবুক সংক্রান্ত নাম হওয়াই ভালো। তাই আপনাদের সামনে facebook_master তথা ফেসবুক গুরু নামে হাজির হলাম। আপনাদের সবার উৎসাহে উৎসাহিত হয়ে টিউনও শুরু করলাম। কিন্তু কোথায় যেন মজা পাচ্ছিলাম না। নিজের ব্লগসাইটের কথা তখনো ঘুরপাক খাচ্ছে। অদূর ভবিষ্যতের কথা ভেবে বর্তমানের জনপ্রিয় দুই নেটওয়ার্ক সাইট Facebook এবং Twitter নিয়ে বাংলায় এবং ইংরেজীতে ব্লগিং করার ভুত মাথায় চাপল।
আর একারনেই জন্ম হলো FaceTwitter এর। এটা আমার ব্লগসাইটের Title। আর আমার এই পোষ্টের Title এ অনুমতি সংক্রান্ত পোষ্ট বলেছি, তার কারন হলো, আমার একার পক্ষে নতুন নতুন ট্রিকস নিয়ে আলোচনা করা সম্ভব নয়। তার উপর যেগুলো নিয়ে পোষ্ট করার ইচ্ছা ছিল তা টেকি দুনিয়ার কেউ না কেউ টিউন করে ফেলেছেন। একই চাকা আবার বানানোর কোন দরকার নেই। তাই আর কষ্ট না করে টেকটিউন্সে পোষ্ট করা প্রথম দিকের পোষ্ট গুলো থেকে নিয়মিত হুবহু অথবা সম্পাদনা করে আমার ব্লগসাইটে পোষ্ট করছি। কপি পেষ্ট এর দায় এড়াতে প্রতি পোষ্ট শেষে টিউনারের নাম উল্লেখ করা হয়েছে(সংগত কারনে টিউনের লিংক পোষ্ট করা হয়নি)।
একারনে সকল ফেসবুক সংক্রান্ত লেখক দের কাছে আমার অনুরোধ। আপনারা আমার সীমাবদ্ধতাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। যাতে ফেসবুক এবং টুইটার নিয়ে একটি প্লাটফর্ম তৈরী করতে সমর্থ হই।
আপনারা কেউ যদি আমার ব্লগ সাইটে লিখতে আগ্রহী হোন তবে অবশ্যই যোগাযোগ করুন। [email protected] । তবে এক্ষেত্রে লেখক কে অবশ্যই মেসেজের সাথে ফেসবুক অথবা টুইটার সম্পর্কে কমপক্ষে ৩টি ব্লগ পোষ্টের লিংক প্রদান করতে হবে।
" আমরা খ্যাতি চাইনা ! মানুষের সাহায্য করাই আমাদের মূল লক্ষ্য! "
ইংলিশ ভার্সনের জন্য কর্ম খালি আছে 😀 ইংলিশে দক্ষ লেখকগন যোগাযোগ করুন।
আমি ফেসবুক গুরু। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 45 টি টিউন ও 547 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
In this farewell There's no blood There's no alibi 'Cause I've drawn regret From the truth Of a thousand lies 回 আমি সত্য বলতে পছন্দ করি, সেটা যতই কঠিন হোক না কেন। সত্য বলতে কখনো পিছপা হতে চাইনা। 回 বিশ্বাস করতে পছন্দ করি। আমি মনে করি যে কোন সম্পর্কের মূল...
দারুন একটি ব্লগ। বুকমার্কে রাখলাম।