ওয়ার্ডপ্রেস প্লাগিন (Ozh’ Click Counter) লিংক কাউন্টার

সূচনা কথা:

আপনার ওয়ার্ডপ্রেস ব্লগে একটি পোষ্ট করলেন একটি লিংক দিয়ে। সেটি ভিজিটরের কতটুকু গ্রহনযোগ্যতা পেল তা বুঝবেন কি করে?

আপনার ব্লগের দেওয়া লিংকে কতবার ক্লিক হয়েছে তা দেখে। কিন্তু ব্লগের দেওয়া লিংকে কতবার ক্লিক হয়েছে তা জানার উপায় নেই।

বিবরণ:

আজ একটি ওয়ার্ডপ্রেস প্লাগিনের কথা বলব যা আপনার ব্লগে ইনষ্টল করলে আপনি সহজেই দেখতে পারবেন আপনার লিংকে কতবার ক্লিক হয়েছে।

ডাউনলোড:

এটি আপনার সরাসরি এখান থেকে ডাউনলোড করতে পারেন।
অথবা আপনি এটির প্লাগিন পেজ থেকেও ডাউনলোড করতে পারেন।

ব্যবহার বিধি:

ডাউনলোড করে এটিকে এক্সট্রাক্ট করুন। ozh-click-counter নামক ফোল্ডারে

১. go.php
২. readme.txt
৩. wp_ozh_clickcounter.php

নামে তিনটি ফাইল পাবেন। এখানকার go.php ফাইলটি আপনার সাইটের রুটে আপলোড করুন। এবং ozh-click-counter নামক ফোল্ডারটিকে আপনার সাইটের প্লাগিন ডাউরেক্টরীতে আপলোড করুন।

তারপর ড্যাশবোর্ডের প্লাগিন মেন্যুতে গিয়ে এটিকে অ্যাকটিভ করুন। তাহলেই ইনষ্টল হয়ে যাবে।

সতর্কতা: go.php ফাইলটিকে সাইটের রুটে আপলোড করবেন।

এরপর আপনার সাইটের কোন লিংকের উপর মাইস পয়েন্টার রাখলে ক্লিক সংখ্যা সহজেই দেখতে পারবেন নিচের মত

http://www.rongmohol.com/uploads/1805_wp_in_twitter_2.gif

এই প্লাগিনটির বাংলা করার চেষ্টা করেছি। সেটা ব্যবহার করতে চাইলে এখান থেকে ডাউনলোড করুন। বাংলাতে ব্যবহার করলে নিচের মত পাবেন

http://www.rongmohol.com/uploads/1805_wp_in_twitter_3.gif

আশাকরি এই ওয়ার্ডপ্রেসের প্লাগিনটি আপনাদের উপকারে আসবে।

টিউটো বিডিতে পূর্ব প্রকাশিত

Level 0

আমি টিউটো বিডি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 129 টি টিউন ও 478 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

নিজের বিষয়ে কিছু আমি গুছিয়ে বলতে পারবনা। পড়াশোনা করছি পাশাপাশি ব্যবসা। মাঝে মাঝে নিজেকে একাকী বোধ করি। তখন অনেক মন খারাপ হয়ে যায়। স্বপ্ন অনেক। কিন্তু পূরণ করার সাধ্য নেই। চেষ্টায় আছি। মাঝে মাঝে এমন কিছু না ভেবে করি যার জন্য পরবর্তীতে অনেক অনুশোচনা করি। প্রিয় গান: তৌসিফের- দুরে কোথাও,...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আপনার টিউন সমুহ সত্যি মানসম্মত এবং প্রশংসনিয়।
সত্যি বলতে টেকটিউনসে আপনি ই একজন টিউনার যার প্রায় সব টিউন ই কাজে লাগে।
ভাই আপনার জন্য অনেক শুভ কামনা রইলো।
অ ট- আপনি কি খোমা খাতায় নিয়মিত নন?

    মতামতের জন্য অনেক ধন্যবাদ।

    রিপ্লে টু অট- খোমা খাতা তেমন একটা ভাল্লাগে না!! বলতে পারেন মজা পাই না!! আমাকে পাবেন http://www.facebook.com/raselahmed7

অ:ট:- পাইরেসি করা ফটোশপ নাম টা বাদ দিয়া। যদি ওপেন সোর্স বা সি এম এস রাখেন তাহলে ভালো লাগবে।
😀 😀 😀

    দেখেন তো এবার পছন্দ হয়েছে কি/না!

    আগে থেকেই, আপনার এই নামটি আমার ভালোই লাগে। 😀

খুব ভাল একটি টিউন, ধন্যবাদ 🙂 😀

শেয়ার করার জন্য ধন্যবাদ। [email protected]

Level 0

ভাইয়া আমি ওয়ার্ড প্রেস এ নতুন এবং আমি কোন ওয়েব ডেভেলপার ও না. সাইট রুট কি এবং কিভাবে এখানে আপলোড করবো???? বলবেন প্লিজ