বর্তমানে ওয়েবসাইটের সংখ্যা বাড়ার সাথে সাথে ওয়েব ডিজাইনারের চাহিদাও বাড়ছে । এর একটা প্রধান কারণ হচ্ছে ব্যক্তিগত বা ব্যবসায়ীক উদ্দ্যেশ্যে ইন্টারনেটের উপর ক্রমবর্ধমান নির্ভরশীলতা । কারণ একটি ওয়েবসাইটের মাধ্যমে একটি প্রতিষ্ঠান একদিকে যেভাবে তার গ্রাহকদের সাথে সরাসরি যোগাযোগ স্থাপন করতে পারে, অপরদিকে বিভিন্ন শহরে বা বিভিন্ন দেশে অবস্থিত নিজস্ব শাখার সাথে আন্তঃযোগাযোগও সহজে এবং কম খরচে করতে পারে । একই সাথে বাড়ছে ওয়েব ডিজাইনের কাজের পরিধি । ওয়েবসাইট ডিজাইনিং এর চাহিদা কতটুকু তা জানতে বিভিন্ন ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে একটু ব্রাউজিং করলেই সহজেই অনুধাবণ করা যায়। ফ্রিলান্সের মার্কেটপ্লেসগুলোতে ওয়েব ডিজাইনের ব্যাপক চাহিদা রয়েছে ।
তাই, এখন অনেকেই কারিয়ার হিসেবে ওয়েব ডিজাইন & ডেভেলপমেন্টকে বেছে নিচ্ছেন । কিন্তু, যারা নতুন ওয়েব প্রোগ্রামিং শিখতে চান তারা ওয়েব ডিজাইন শিখবেন নাকি ওয়েব ডেভেলপমেন্ট শিখবেন এ বিষয় নিয়ে বিভ্রান্তিতে পড়েন । এছাড়া, যারা ওয়েব ডিজাইন & ডেভেলপমেন্ট শিখতে চান তারা অনেক সময় বুঝতে পাড়েন না যে কোথায় থেকে শুরু করবেন । অর্থাৎ, প্রথমে কি শিখবেন? কিংবা ওয়েব ডিজাইন & ডেভেলপমেন্ট শিখতে কি কি বিষয় জানতে হবে?
এসব প্রশ্নের উত্তর নিয়ে ওয়েব ডিজাইন & ডেভেলপমেন্ট গ্রুপের পক্ষ থেকে লেখা হয়েছে “ওয়েব ডিজাইন & ডেভেলপমেন্ট নির্দেশনা” ই-বুক । বইটি অত্যন্ত সহজ এবং সংক্ষিপ্ত আকারে লেখা হয়েছে । যেন, পাঠক সহজেই বুঝতে পাড়েন ।
লেখকঃ মোঃ জিহাদুর রহমান নয়ন
প্রকাশকঃ ওয়েব ডিজাইন & ডেভেলপমেন্ট গ্রুপ
সাইজঃ ২১২ কিলোবাইট
ডাউনলোড লিঙ্কঃ এখানে ক্লিক করুন ।
»ওয়েব ডিজাইন কি?
»ওয়েব ডেভেলপমেন্ট কি?
»ওয়েব ডিজাইন নাকি ডেভেলপমেন্ট?
»যেভাবে শুরু করবেন?
»কোথায় শিখবেন?
আমাদের ওয়েব ডিজাইন & ডেভেলপমেন্ট গ্রুপ এ যোগ দিতে এখানে ক্লিক করুন । ধন্যবাদ সবাইকে । ভাল থাকবেন সবাই ।
[বিঃদ্রঃ বইটি মিডিয়াফায়ারে আপলোড করা আছে। অনুগ্রহপূর্বক কেউ অন্য কোথাও বইটি আপলোড করে শেয়ার করবেন না। কারন এতে বইটি সঠিক ডাউনলোড এর সংখ্যা আমরা বুঝতে পারব না]
আমি জিহান হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 46 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাল লাগল। ডাউন লোড দিলাম। আমার একটা প্রশ্ন ধরেন আমি HTML পারি। এখন একটা পেজ তৈরী করলাম। কিন্তু সেটা সার্ভারে আপ করব কিভাবে? যেমন আমার একটা ফ্রি ওয়ার্ডপ্রেস সাইট আছে। আমি একটা পেজ সেখানে আপলোড করতে চাই।