ফ্রি ডোমেইন রেজিষ্ট্রেশন করুন এখনই!!

এর আগে আমরা  ডটকোডটসিসি থেকে ডোমেইন নিয়েছি। কিন্তু সেখানে ১ বছরের জন্য ফ্রি সার্ভিস দেয়। খুজতে খুজতে পেলাম আজ একই রকম আরেকটি ডোমেইন কুয়া/ওয়েবসাইট। এখানে ২ বছরের জন্য ফ্রি সার্ভিস পাবেন। (অভিজ্ঞদের কাছে হয়ত আগেই জানা!!) সাইটটি হল

সাইটের রেজিষ্ট্রেশন পক্রিয়া চিত্রসহ বর্ণনা করা হল

প্রথমে উপরিল্লিখিত সাইটে প্রবেশ করে আপনার ডোমেইন লিখে সার্চ করুন উদাহারণ হিসেবে আমি itblog নামে সার্চ করলাম

http://www.rongmohol.com/uploads/1805_free_domain.jpg

তারপর আপনার প্রদত্ত ডোমেইন ফ্রি থাকলে সবুজ কালি দিয়ে টিক চিহ্ন দেওয়া থাকবে। এখানে ২ বৎসর সিলেক্ট করে update এ ক্লিক করুন।

http://www.rongmohol.com/uploads/1805_free_domain-1.jpg

এখানে চিত্রে দেখানো চেক বক্সে চেক কইরে বইসেন না যেন আবার তাহলে আপনাকে এক্সট্রা ৬ ডলার গুন তে হবে। শুধু গুনলে হবে না তাদের দিয়েও দিতে হবে a

http://www.rongmohol.com/uploads/1805_free_domain-2.jpg

তারপর নতুন একটি একাউন্ট তৈরি করার জন্য ওখানে রেজিষ্ট্রেশন করুন। আগে একাউন্ট থাকলে লগইন করুন। নতুন একাউন্ট তৈরি হলে তারা আপনাকে মেইল করে একটি নম্বর পাঠাবে। সেই নম্বরটি ওখানে সফলভাবে পেষ্ট করতে পারলে নিচের চিত্রের মত আসবে এখানে Finish Free Registration এ ক্লিক করুন

http://www.rongmohol.com/uploads/1805_free_domain-3.jpg

তারপর আপনার রিকোয়েষ্ট প্রসেসিং হবে

http://www.rongmohol.com/uploads/1805_free_domain-4.jpg

রিকোয়েষ্ট প্রসেসিং হলে এমন চিত্র দেখতে পারবেন।

http://www.rongmohol.com/uploads/1805_free_domain-5.jpg

এখান থেকে My Account এ ক্লিক করুন।

http://www.rongmohol.com/uploads/1805_free_domain-6.jpg

এরপর My Domain এ ক্লিক করুন।

http://www.rongmohol.com/uploads/1805_free_domain-7.jpg

এরপর Manage এ ক্লিক করুন।

http://www.rongmohol.com/uploads/1805_free_domain-8.jpg

এই ডোমেইনে আপনি তিন ধরনের সুবিধা পাবেন।

http://www.rongmohol.com/uploads/1805_free_domain-9.jpg

১। ইউআরএল ফরোয়ার্ডিং- বড় কোন ডোমেইন মনে না থাকলে আপনি এটি ব্যবহার করতে পারেন।  ডটকোডটএনআর এর মত এতে কোন লিংক আপনার প্রথম পেজে রাখার শর্ত এতে নেই।

২। নেমসার্ভারঃ সরাসরি ডোমেইন। ডটকোডটসিসি এর মত। সার্চ ইঞ্জিন সাপোর্ট। সক্রিয় করার জন্য আপনার হোস্টিং সার্ভারের নেমসার্ভার ঠিকানা দুটি দিন। তাহলেই কেল্লাফতে।

৩। জোন রেকর্ডসঃ এই ব্যাপারে আমি জানি না। sc

সীমাবদ্ধতাঃ
৫টির বেশী ডোমেইন রেজিষ্ট্রেশন করা যাবে না। তবে আপনি তাদের ডোনেট করলে আনলিমিটেড ডোমেইন রেজিষ্ট্রেশন করতে পারবেন।

তো শুরু করে দিন ডোমেইন রেজিষ্ট্রেশন!!

কোন সমস্যা হলে তো আমি আছিই...................

Level 0

আমি টিউটো বিডি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 129 টি টিউন ও 478 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

নিজের বিষয়ে কিছু আমি গুছিয়ে বলতে পারবনা। পড়াশোনা করছি পাশাপাশি ব্যবসা। মাঝে মাঝে নিজেকে একাকী বোধ করি। তখন অনেক মন খারাপ হয়ে যায়। স্বপ্ন অনেক। কিন্তু পূরণ করার সাধ্য নেই। চেষ্টায় আছি। মাঝে মাঝে এমন কিছু না ভেবে করি যার জন্য পরবর্তীতে অনেক অনুশোচনা করি। প্রিয় গান: তৌসিফের- দুরে কোথাও,...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমি ফ্রি ডোমেইন এর পক্ষপাতি না
কারণ আমার একটা সাইট যদি জনপ্রিয় হয়ে যায় তাহলে কন্টিনিউ করতে হবে
সেক্ষেত্রে এদের কাছ থেকে এই ডোমেনইটি-ই কিনে নিলে লোকজন ফ্রি হিসাবে-ই আন্ডার এষ্টিমেট করে

    আমি পক্ষপাতি কারন আমাদের মত গরীব দেশে অনেকেরই ডোমেইন কেনা বা বছর বছর রিনিউ করার মত টাকা নেই। তাই এক্ষেত্রে ফ্রি ই ভরসা।

    ডোমেইন কেনা বা রিনিউ করা আসলে বিরাট বড় কিছুই না। প্রতিদিন একটি সিগারেট বা এক কাপ চা অথবা একটা পান খাওয়া কমিয়ে দিলেই ডোমেইন এর টাকা হয়ে যায়। আমাদের দেশে ৫০০ টাকায়ও ডোমেইন পাওয়া যায়।

    খেয়াল করে দেখেছেন তারপর ও কত জন ফ্রি ডোমেইন ব্যবহার করছেন? আপনি কি বলতে পারবেন যে, আমাদের বাংলাদেশে ফ্রি ডোমেইন বেশী ব্যবহার হচ্ছে নাকি প্রিমিয়াম ডোমেইন?

    Level New

    আমি জাহিদ ভাইয়ার সাথে একমত। আসলে ডোমেইন এবং হোষ্ট এই গুলা কেনা এখন কোন সমস্যা নয়। কারন যারা নেট ইউজ করে আর IT তে আগ্রহ আছে, তাদের বছরে ১০০০-১৫০০ টাকা আমার মনে হয় বেশী সমস্যা হবে না এবং বেশী ভাগ ডোমেইন এবং হোষ্ট টাকা ব্যাংক এর মাধ্যমে দেওয়া যায়।

আগে এটি নিয়ে টিউন হয়েছে ।

    সেটাতে রেজিষ্ট্রেশন পদ্ধতি ছিলনা। এটাতে আছে।

    সেটাও রাসেল ভাই করেছে তবে সেখানে এত বিস্তারিত ছিল না। ধন্যবাদ রাসেল ভাইকে নিয়মিত চমতকার সব টিউনের জন্য।

Level 0

হয় না তো রেজিঃ ফ্রম পূরন করে Creat Account Click করলে
এরর দেখায়
Only 1 account per person allowed. Please donate to register 150 free domains with your existing account. All domain names and accounts are deleted without warning in case you are breaking this rule.

    হয়ত এই ই-মেইলে পূর্বে একাউন্ট করা আছে। অন্য ই-মেইল ঠিকানা দিয়ে চেষ্টা করে দেখুন।

মিস্টার ফটোসপ ভাই, আমার নিচের টিউনটির সংশোধনীর উপর আপনার মন্তব্য কামনা করছি 🙂
https://www.techtunes.io/graphics-designing/tune-id/23620/#comment-53932

2 বছর পর কি হবে ?

২ বছর আবার রিনিউ করবেন।

Level 0

Magna paile bangali alkatrao khay ekta domain khaile ar ki hoy???

hmmmmm