আজকে বিশ্বখ্যাত ওয়েব হোস্টিং কোম্পানি আই পেজের ( http://www.ipage.com ) ওয়েবসাইটে ঢুকে দেখলাম ৮৮% ডিস্কাউন্টের অফার চলছে। অর্থ প্রতি মাস ৮.৪৯ ডলার এর জায়গায় মাত্র ১ ডলার, ২৪ মাসের জন্য ২৪ ডলার অথবা ১২ মাসের জন্য ১৮ ডলার। এই অফার চলবে আর মাত্র ২ দিন।
দেশের বাইরের বিশ্বখ্যাত ওয়েব হোস্টিং থেকে আগ্র্হী কেউ রেজিস্ট্রেশন করতে পারেন। আমি একটা নিয়ে নিলাম ২৪ মাসের । তবে আগেই বলে রাখছি এটির কন্টোল প্যানেল সি-প্যানেল নয়, ভি ডেক। ঠিক গো-ডেডির মত।
হোস্টিং, ইন্টারন্যাশনাল কার্ড, পেপ্যাল ব্যবহার করতে পারবেন। পেপ্যাল সরাসরি ব্যবহার করায় সমস্যা হলে লাইভ চ্যাটের মাধ্যমে বিল পরিশোধ করতে পারবেন। প্রথম বছরের জন্য একটি ফ্রি ডোমেইন পাবেন।
আই পেজের লিক, এখানে ক্লিক করুন
“সবাইকে ঈদের শুভেচ্ছা”
আমি শাহনেওয়াজ রহমানী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 220 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাই ওডেক্স থেকে টাকা Withdro দিয়েছি। এখেনো এসে পৌছেনি। তাই কিনতে পারলাম না। দুই তিন দিন আগে বললে দেখা যেত।