ওয়ার্ডপ্রেস প্লাগিন (WP-CopyProtect) কপি প্রতিরোধ করা

প্রাথমিক বকবকানিঃ

আপনি কষ্ট করে বিভিন্ন ভাবে একটি পোষ্ট করলেন আর তার পরদিনই দেখছেন যে, আপনার পোষ্ট অন্যজন কপি করে ফেলেছে! হ্যা........ এমন ঘটনা হরহামেশাই ঘটছে। এক্ষেত্রে আপনার কিছু করার নেই। তবে আপনি একটা প্লাগিন ব্যবহার করে চোরকে একটু পরিশ্রম করাতে পারেন। এই প্লাগিনটি ব্যবহার করলে আপনার ব্লগে কেউ রাইট ক্লিক করতে পারবে না। এমনকি কোন অংশ ব্লক বা কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে এ চাপলেও ব্লক হবে না।

ডাউনলোড:

এটি আপনারা এখান থেকে ডাউনলোড করতে পারেন। আবার এর আপডেট পেতে এর প্লাগিন পেজ থেকেও ডাউনলোড করতে পারেন।

এটিকে ডাউনলোড করে ডাউনলোড করে এটিকে এক্সট্রাক্ট করুন। তারপর এফটিপি দিয়ে আপনার সাইটের প্লাগিন ডাউরেক্টরীতে এটিকে আপলোড করুন। তারপর আগের মত ইনষ্টল করুন।

ব্যবহার:

তাহলে আপনার ব্লগে WP-CopyProtect নামে একটি অপশন পাবেন। এখানে ক্লিক করলে নিচের মত অপশন প্যানেল ওপেন হবে।

http://www.rongmohol.com/uploads/1805_gimp_text_effect-23.gif

এখানকার Disable right mouse click: এ টিক চিহ্ন দিয়ে দিন এবং নিচের টেক্সট বক্সে রাইট ক্লিক করলে যে ওয়ার্নিং আসবে তা দিন এবং নিচের Disable text selection: এ টিক চিহ্ন দিয়ে দিন। তারপর সেভ সেটিংস এ ক্লিক করুন।

তারপর ব্লগ ভিজিট করে ফলাফল দেখুন। ডেমো দেখতে আমার ব্লগ দেখুন।

Level 0

আমি টিউটো বিডি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 129 টি টিউন ও 478 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

নিজের বিষয়ে কিছু আমি গুছিয়ে বলতে পারবনা। পড়াশোনা করছি পাশাপাশি ব্যবসা। মাঝে মাঝে নিজেকে একাকী বোধ করি। তখন অনেক মন খারাপ হয়ে যায়। স্বপ্ন অনেক। কিন্তু পূরণ করার সাধ্য নেই। চেষ্টায় আছি। মাঝে মাঝে এমন কিছু না ভেবে করি যার জন্য পরবর্তীতে অনেক অনুশোচনা করি। প্রিয় গান: তৌসিফের- দুরে কোথাও,...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ । জটিল একটা প্লাগইনের সন্ধান দিলেন।

কাজ করে। তবে একটু সিস্টেম করলেই কপি করা যায়!!!

TRIX: পুরো পেজ লোড হবার আগে লেখা সিলেক্ট করা যায়। তাই ট্যাব মেনুর Cross এ Click করে পেজ লোড থামিয়ে দিন। এবার প্রয়োজনীয় লেখা Left Click এর সাহায্যে সিলেক্ট করে Ctrl + C চাপুন…এবার Paste দিয়ে দেখুন।

Mozilla Firefox এ পরীক্ষিত।

ধন্যবাদ 🙂

কি জটিলস…………, হাঃ হাঃ হাঃ। এক জন কপি বন্ধ করার উপায় কয় আর এক জন কয় কি ভাবে কপি করতে হয়। ভাল ভাল ভাই ভাল করে চুরির বুদ্দি শিখান এক জন আর এক জন শিকান কিভাবে চুরি বন্ধ করতে হয়। হায় রে…………………… কি আর কমু।

    নারে ভাই চুরি শিখাইতেছিনা। নেট এ ঝামেলা হওয়ার কারণে এটা শিখে ফেলছি। আপনাদের ও জানালাম, কেউ অসৎ উদ্দেশ্যে ব্যবহার করলে আমি দায়ী না।

ধন্যবাদ রাসেল ।