আবার চলে এলাম। কি নিয়ে টিউন করছি, তা বোধ হয় বুঝেই ফেলেছেন ।
তাও একটু Clear করি !!
আপনি ধরুন ব্লগারে কোন ব্লগ বানিয়েছেন । এখন চাচ্ছেন অন্য কোন ব্লগে আপনার ঐ ব্লগ transfer করবেন। কিন্তু পারছেন না । আবার চাচ্ছেন কমেন্টও যেন হারিয়ে না যায় ।
এসব সমস্যার সমাধান এখানে।।
শুরু করি...
--> ব্লগার Account-এ লগিন করুন ।
--> Dashboard-এ ঢুকুন, settings-এ ক্লিক করুন।
--> এবার Others-এ ক্লিক করুন । নতুন পেজ লোড হবে ।
--> এবার নতুন পেজে Export Blog নামের একটা লিঙ্ক পাবেন ।
--> ওখানে ক্লিক করুন ।
--> এবার ডাউনলোড করুন ।
--> আপনার নতুন ব্লগের Dashboard-এ ঢুকুন ।
--> Settings-এ ক্লিক করুন ।
--> Others-এ ক্লিক করুন । নতুন পেজ আসবে ।
--> এখন Import Blog নামে একটা অপশন পাবেন ।
--> ঐ লিঙ্কে ক্লিক করুন ।
--> আপনার আগে থেকে ডাউনলোড করা ফাইল দেখিয়ে দিন ।
--> Captcha দিন ।
--> এবার Import Blog-এ ক্লিক করুন ।
আর একটা কাজ বাকি । আমাকে একখানা কমেন্ট কইরা যান 😛
আমি মল্লিক গালিব শাহরিয়ার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 12 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 103 টি টিউন ও 1799 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
মল্লিক গালিব শাহরিয়ার, কম্পিউটার-প্রকৌশল বিভাগ, আহছানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ।
কমেন্ট করুম না কি করবি!!!!