এখানে আপনাদের একেবারে সহজ পদ্বতিতে পিকচার ডেেমা দিয়ে ফ্রিতে ওয়েব সাইট বানাব.
প্রথমে আমরা এড্রেসবারে http://www.blogger.com লিখে তার পর নিছের মত পেজ আসবে।
এখানে ইমেইল এর জায়গায় আপনার জিমেইল আইডি টা লিখি।যেহেতু এটা জিমেইল এর একটি সাইট যার কারনে জিমেইল আইডি দিয়ে ডুকতে হয়।তারপর পাসওয়াড দিয়.
তারপর নিছের মত করে একটা পেইজ আসবে
উপরের ছবিতে েগাল চিহ্ন দেয়া যায়গা লেখা আছে continue to blogger ওখানে ক্লিক করুন এবং অবিরত থাকুন
তারপর নিছের মত করে আরেকটা ছবি আসবে
উপরের ছবির েগাল চিহ্ন দেয়া জায়গা লেখা আছে New Blog এখানে ক্লিক করলে আপনার নিছের মত করে ছবি আসবে
উপরের টাইটেল বক্সে আপনার সাইট/ব্লগ সাইটের টাইটেল লিখবেন।যেমন আমার সাইটের টাইটেল দিলাম computer latest everything ।তারপর নিছের বক্সে আপনার সাইটের নাম।যেমন আপনি যদি আপনার নামদিয়ে সাইট বানাতে চান তাও পারবেন।আবার অন্যটাও পারবেন।যেমন আমার সাইটের নাম দিলাম softbi.blogspot.com । ত আপনি আপনার পচন্দ মত নাম দিবেন।যদি ঐ নামে কেউ আগে রেজিশ্টিশন না করে তাহলে আপনি আপনার দেয়া নামেই সাইট টির নাম পাবেন
এটা যেহেতু সাব-ডমেন দিয়া বানা ন হচ্ছে সেহেতু blogspot এটা থাকবে।
আপনি এড্রেস বারের নিছে যে ছবি গুলা দেখছেন তা হল টেমপ্লেট মানে আপনার সাইটের আকার আকৃতি টা কেমন হবে।তার মধ্য থেকে একটা বেছে তার মধ্য মাউস রেখে ক্লিক করুন তার পর নিছে লেখা create blog ক্লিক করুন বেস আপনার সাইট হয়ে গেল .
এখন আপনার সাইটে ত কিছু লেখতে হবে তা নিছে পিকচারে দেয়া হল
উপরের পিকচারের েগাল চিহ্ন দেয়া পেন্সিলে ক্লিক করলে নিছের মত একটা পিকচার আসবে
উপরের ১ দেয়া জায়গায় আপনি আপনার লেখার শিরনাম দিবেন।তারপর ২ এর জায়গায় আপনার লেখা দিবেন।আর publish বাটনে ক্লিক করলে এটা আপনার সাইটে প্রকাশ হয়ে যাবে।আর এই সাব ডমেন সাইট সাধরনত ব্লগ সাইট হিসাবে ব্যাবহার করে।আপনি এটাকে অন্য সাইট হিসাবে ব্যাবহার করতে পারবেন।আর যারা বিভিন্ন ব্লগ সাইটে লেখা লেখি করেন তারা তাদের ব্লগ গুলু এখানে এনে রেখে দিতে পারেন।আর আপনার পাঠকরা এখান থেকে এসে পড়তে পারবে।যাদের সমস্যা হবে তারা কমেন্টস এর মাধমে জানান।
আমি টেকাটুকা চাই। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 40 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
গরুত্বপূর্ণ একটি পোস্ট করেছেন এর জন্য আপনাকে ধন্যবাদ