গুগোল ক্রোম এক্সটেনশন্স DevTools Autosave ট্রিক্স

বেশিরভাগ ওয়েব ডেভেলপার/ডিজাইনার লাইভ কোডিং করার জন্য Inspect Element অপশন ব্যবহার করে থাকেন, মজিলা এর জন্য Firebug ব্যবহার করে থাকে। গুগোল ক্রোম ব্যবহারকারীরা এই অপশন বিল্ড-ইন পেয়ে থাকে। Inspect Element এ লাইভ কোডিং করলে সেই কোড আবার কপি করে ফাইলে দিতে হয়। এই কাজটি সয়ংক্রিয় করা সম্ভব শুধুমাত্র গুগোল ক্রোমে। এটি শুধু জাভাস্ক্রিপ্ট এবং সিএসএস এ কাজ করবে। আসুন দেখে নেই কিভাবে এই কাজটি করতে হবে।

প্রথমে এই লিংক থেকে DevTools Autosave Extensions টি ইনস্টল করে নিন। তারপর আপনার ব্রাউজারে এই এড্রেস এ যান chrome://extensions/ দেখুন একটি Extensions ইনস্টল হয়েছে , Options এ ক্লিক করুন।

autosave1

এখন নিম্নের চিত্রের অনুসারে ২য় ফিল্ডে টেক্সগুলো বসিয়ে নিন এবং ২য় ফিল্ডের নীল রং এর পয়েন্টি টেনে Servers এ দিয়ে দিন।
autosave2

আমি এই পদ্ধতিটি Xampp এ চেক করে দেখেছি, আপনি অন্য কিছু ব্যবহার করলে পরিবর্তন করে নিবেন।

এখন Node.js ইনস্টল করুন, ইনস্টল হয়ে গেলে Node.js Command Prompt টি অপেন করুন।

টার্মিনাল অপেন হলে

npm install -g autosave

লিখে Enter দিন।
ইনস্টল সম্পন্ন হলে রান করতে

autosave

লিখে Enter দিন। রান হলে এরকম ম্যাসেজ দিবে।

DevTools Autosave is running on http://127.0.0.1:9104

এখন আপনি লোকালহোষ্টে লাইভ কোডিং করে চেক করে দেখুন কাজ করে কিনা।
কোন সমস্যা হলে মন্তব্যে জানাবেন।

Level 2

আমি আগের কাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 31 টি টিউন ও 177 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আপাতত লেখার অপেক্ষায়...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

খুবই গুরুত্বপুর্ণ একটা পোষ্ট, অখচ কেউ কোন মতামত জানালো না। আপনাকে অসংখ্যা ধন্যবাদ কষ্ট করে শেয়ার করার জন্য।