জুমলা এক্সটেনশন [ গুগল বাজ ]

প্রাথমিক বকবকানিঃ

গুগল বাজের কথা নিশ্চই আপনাদের নতুন করে বলতে হবে না। টুইটারের মত গুগলের এই পদ্ধতি বেশ জনপ্রিয়তা পেয়েছে। অনেকেই গুগল বাজ ব্যবহার করছেন। গুগলবাজের আপডেটগুলো যদি আপনি আপনার জুমলা সাইটে ষ্ট্রিমিং করতে চান তাহলে আপনাকে একটি এক্সটেনশন ইনষ্টল করতে হবে। হ্যা আমি একটি এক্সটেনশনের বর্ণনাই দিতে এসেছি।

নাম এবং ডাউনলোডঃ

এক্সটেনশনটির নাম হল BUZZ। এটি এখান থেকে ডাউনলোড করুন।

ইনষ্টলঃ

এটিকে আপনারা  এই নিয়মে ইনষ্টল করুন।

কনফিগারঃ

এটিকে সফলভাবে ইনষ্টল করার পর Extension> Module Manager এ যান।

http://www.rongmohol.com/uploads/1805_extension_buzz-1.gif

Buzz নামে একটি মডুল পাবেন। এর শিরোনামের উপর ক্লিক করলে নিচের মত এডিটর প্যানেল দেখতে পারবেন

http://www.rongmohol.com/uploads/1805_extension_buzz-small.gif
বড় করে দেখুন

এখানকার Details এর Title: এ মডুলটির শিরোনাম দিন। এবং Parameters এর
User : আপনার জিমেইল আইডি। (যেমন আমার আইডি raselahmed7)
Count: কতটি বাজ দেখাবে তা নির্ধারণ
Google username to display : আপনার নাম
Custom Image Profile: আপনার গুগল প্রোফাইলের লিংক দিতে পারেন। (ঐচ্ছিক) সাইটের লিংক ও দিতে পারেন।
তারপর সবশেষে সেভ/এ্যাপ্লাই করুন। তাহলে আপনার সাইটের নিচের চিত্রের মত গুগল বাজ ষ্ট্রিমিং চলে আসবে।

http://www.rongmohol.com/uploads/1805_extension_buzz-2.gif

আশাকরি পেরেছেন। আর কনফিগারজনিত কোন সমস্যা হলে এখানে জানান আমি যথাসম্ভব সাহায্য করব।

Level 0

আমি টিউটো বিডি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 129 টি টিউন ও 478 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

নিজের বিষয়ে কিছু আমি গুছিয়ে বলতে পারবনা। পড়াশোনা করছি পাশাপাশি ব্যবসা। মাঝে মাঝে নিজেকে একাকী বোধ করি। তখন অনেক মন খারাপ হয়ে যায়। স্বপ্ন অনেক। কিন্তু পূরণ করার সাধ্য নেই। চেষ্টায় আছি। মাঝে মাঝে এমন কিছু না ভেবে করি যার জন্য পরবর্তীতে অনেক অনুশোচনা করি। প্রিয় গান: তৌসিফের- দুরে কোথাও,...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

thanks for your help

যথারীতি আরো একটা ভাল টিউন। ধন্যবাদ

ভাই জুমলা ইনিষ্টল করে কিভাবে?