ডটকো.সিসির ডোমেইন রিনিউ করার নিয়ম

অনেকেই ডটকো.সিসি থেকে ফ্রি ডোমেইন নিয়ে ব্লগ খুলেছেন। ডটকো.সিসিতে ডোমেইনের মেয়াদ হয় ১ বছর। অনেকেই ভাবেন ১ বছর পর কি আবার টাকা দিয়ে ডোমেইন কিনতে হবে? নাকি ফ্রি পাওয়া যাবে? আপনাদের সেই অজানা প্রশ্নের উত্তর দিতেই আমার আজকের লেখা। আশার কথা হল ডটকো.সিসির ডোমেইন আপনারা সহজেই রিনিউ করতে পারেন। চলুন দেখি কিভাবে আপনারা ডোমেইন রিনিউ করবেন। প্রথমে আপনার ডটকো.সিসির একাউন্টে লগিন করে নিন। কোন ডোমেইনের মেয়াদ শেষ হওয়ার আগে ডটকো.সিসি আপনাকে ডোমেইনের পাশে নোটিফিকেশন দেখাবে। যেমন চিত্রে আমার ডোমেইনে দেখাচ্ছে

http://www.rongmohol.com/uploads/1805_domain_transfer-2.gif

এখানকার Renew এ ক্লিক করুন নিচের মত পেজ আসবে

ডটকো.সিসি পার্সোনাল ডোমেইন রিনিউ করতে টাকা নেয় না। কিন্তু আপনি যদি ডোমেইন কমার্শিয়াল ব্যবহার করেন তাহলে ৩ ডলার করে ডোনেশন দিতে হবে। আমরা যেহেতু পার্সোনাল ব্যবহার করছি সেহেতু Personal সিলেক্ট করুন

http://www.rongmohol.com/uploads/1805_domain_transfer-3.gif

এরপর যদি নিচের মত পাতা আসে তাহলে বুঝবেন আপনার ডোমেইন রিনিউ হয়ে গেছে।

http://www.rongmohol.com/uploads/1805_domain_transfer-6.gif

এখন থেকে আপনার ডোমেইন আর কখনোই এক্সপায়ার হবে না। কারন এটি পার্সোনাল ডোমেইন। আপনার ডোমেইনের পাশে এখন থেকে পার্সোনাল ডোমেইন শো করবে।

http://www.rongmohol.com/uploads/1805_domain_transfer-5.gif

আশাকরি বুঝিতে পারিয়াছেন। সুতরাং দুশ্চিন্তা না করে মনের খুশি মত বাংলাতে ব্লগিং করে যান!!

পোষ্টটির সূত্র-  টিউটো বিডি

Level 0

আমি টিউটো বিডি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 129 টি টিউন ও 478 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

নিজের বিষয়ে কিছু আমি গুছিয়ে বলতে পারবনা। পড়াশোনা করছি পাশাপাশি ব্যবসা। মাঝে মাঝে নিজেকে একাকী বোধ করি। তখন অনেক মন খারাপ হয়ে যায়। স্বপ্ন অনেক। কিন্তু পূরণ করার সাধ্য নেই। চেষ্টায় আছি। মাঝে মাঝে এমন কিছু না ভেবে করি যার জন্য পরবর্তীতে অনেক অনুশোচনা করি। প্রিয় গান: তৌসিফের- দুরে কোথাও,...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

আজানা তথ্য জানতে পারলাম । ধন্যবাদ

thanks for nice information

শেয়ার করায় ধন্যবাদ ভাইয়া ।

রাসেল ভাই,
আপনার টিউটোরিয়ালগুলো দেখে আগ্রহ পাচ্ছি। সবগুলো টিউটোরিয়াল একসাথে করে একটা পিডিএফ ই-বুক বানালে কেমন হয়?
আপনার আপত্তি না থাকলে কাজটা আমি হাতে নিতে পারি। লেখক হিসেবে থাকবে আপনার নাম প্রকাশক হিসেবে টেকটিউনসের নাম থাকবে।

ভালো টিউন।কিন্তু প্রশ্ন হলো আমি যদি গুগল এ্যাড ব্যবহার করি তাহলে কি আমার সাইটটি কমার্শিয়াল নাকি পার্সনাল এর পর্যায়ে পর্বে তা জানা দরকার।

আপনার ই-মেইল আইডিটা যদি দিতেন। প্রুফ দেখার জন্য একটা কপি আগে আপনাকে মেইল করতে পারতাম।

দারুন টিউন। ধন্যবাদ রাসেল।