মাত্র কয়দিন আগে ওয়ার্ডপ্রেস দিয়ে সামাজিক যোগাযোগের সাইট বানানোর একটা টিউন দিয়েছিলাম । আবার করতে হচ্ছে । কারন ওয়ার্ডপ্রেস MU এর জনপ্রিয় প্লাগইন এখন খোদ ওয়ার্ডপ্রেসে ! পৃথিবীর অনেক জনপ্রিয় সাইট চলছে BuddyPress এ । যেহেতু WordPress 3.0 থেকে ওয়ার্ডপ্রেস ও ওয়ার্ডপ্রেস MU এক হয়ে যাচ্ছে, তাই BuddyPress আগেই চলে এলো । এক কথায় বলতে গেলে এটা অতি মারাত্মক একটা টুল ।
কিভাবে করবেন ?
১. প্রথমেই BuddyPress প্লাগইনটি নামিয়ে নিন । ও এডমিন প্যানেল থেকে তা একটিভেট করুন ।
২. এবার সাইটের উপরে চমৎকার একটিবার দেখতে পাবেন । এটা সব ইউজারের জন্য মেনু হিসেবে কাজে দিবে । তাছাড়া সাইট সেটআপের জন্য এডমিন প্যানেলের Dashboard মেনুর নিচে নতুন একটি মেনু পাবেন ।
৩. Buddy Press মেনুর প্রথম অপশনটি থেকে সাইটের বেসিক জিনিসগুলো সেট করতে পারবেন ।
৪. মজার ব্যাপার হচ্ছে BuddyPress এই থাকছে ফোরাম bbpress ! এটা একটিভ করতে এবং সাইটের বিভিন্ন কম্পোনেন্ট যেমন গ্রুপ সুবিধা, বন্ধুত্বের আবেদন সুবিধা ইত্যাদি চালু করতে পারবেন Buddy Press মেনুর দ্বিতীয় অপশনটি থেকে ।
৫. ৪র্থ অপশনের মাধ্যমে ইউজার প্রোফাইলে নতুন নতুন তথ্যের ফিল্ড দিতে পারবেন ।
৬. ওয়ার্ডপ্রেসে ইউজার রোল অপশনগুলো BuddyPress ইনস্টলেশনের পর বেড়ে যাবে । ওয়ার্ডপ্রেসের মতই সেগুলো সেট করতে পারবেন ।
৭. BuddyPress সাইটে আরো সমৃদ্ধ করতে সাইটের একটিভ ও বর্তমানে অনলাইনে থাকা সদস্যদের দেখতে ওয়ার্ডপ্রেস সাইডবারে জন্য তিনটি উইজিট পাবেন ।
ব্যাস কাজ শেষ । ওয়ার্ডপ্রেসের সাধারন থিমগুলো BuddyPress এ কাজ করে না । BuddyPress এর ডিফল্ট থিমটি মডিফাই করে ব্যবহার করতে পারেন । কিংবা এখান থেকে BuddyPress থিম নিতে পারবেন ।
ডাউনলোড: BuddyPress
আমি আরিফ নিজামী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 148 টি টিউন ও 307 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Nothing to say....
আরিফ ভাই , আপনিই বলেন আপনার টিউনে কমেন্ট করে কোন লাভ আছে?
আপনি টিউন করেই যাবেন কিন্তু আমাদের মত নতুনরা প্রশ্ন করেই যাব, কিন্তু উত্তর পাব না, এটাত হয় না।
আপনি এই টিউনটা দেখেন https://www.techtunes.io/tech-humour/tune-id/22122/
আপনাকে প্রশ্ন করেছিলাম , কিন্তু আপনি কোন উত্তর দেন নি। আমি যেই প্রশ্ন করেছিলাম এটা কি শুধু প্রশ্নই ছিল?
এটা ছিল একটা দরখাস্ত । যেন আপনি আমি যেই জিনিসটা জানতে চাই তার গুরুত্ত উপলব্ধি করতে পারেন।আমি কত কষ্ট করে আপনাকে কত সম্মান করে আমি দরখাস্ত আকারে প্রশ্নটি করেছিলাম।
কিন্তু আপনার উত্তরের দেখা পেলাম না। আমি ভেবেছিলাম আপনি হয়ত কোন কাজে বিজি , নেট এ আসার সময় নাই তাই আমার প্রশ্নের কোন উত্তর দিতে পারেন নি। কিন্তু আজ কি দেখলাম ,আপনি পুরা একটা টিউন নিয়ে হাজির হলেন । কিন্তু আজও উত্তর দিলেন না।
আপনি যে ১১২টা টিউন করলেন,আপনি নিজেতো জানেন, একটা টিউন করা কত কষ্ট, কত চিন্তা ভাবনার ব্যাপার, বানান গুলো ঠিক রাখা,ঠিক ভাবে উপস্থাপন করা।
আপনি এত কষ্ট করার পর যদি দর্শকের প্রশ্নের উত্তর দিয়ে আপনার টিউনকে সার্থক করতে না পারেন,তাহলে বলেন একটি টিউন এর জন্য যে কত সময়, কত কষ্ট ব্যয় করলেন তার কি কোন মুল্য নেই???