সবাকে আবার সালাম জানিয়ে শুরু করছি এই টিউন।প্রথমেই কিছু বলে নেই।আজকে এই টিউনটা করার আগে আমি রশিদুন্নবী বিপ্লব([email protected]) ভাইয়ের কৃতজ্ঞতা স্বীকার করতে চাই। কারন এই লেখাটি তার।লেখাটিতে তার অবদান বেশি।লেখাটি লিখতে গিয়ে অনেক বানান হইত ভুল হয়েছে।সেজন্য আমাকে ক্ষমা করবেন।
=============================================
ওয়েব ডিজাইনার বা সাইট ডেভেলপার যাই হোন না কেন, ডিজাইন বা ডেভেলপমেন্ট সংক্রান্ত বিভিন্ন সিদ্ধান্ত নেয়ার জন্য নিয়মিতভাবে বিভিন্ন ওয়েব সাইট ভিজিট করা উচিত। কোন কারণে একটা ওয়েব সাইট জনপ্রিয় হয় এবং কোন কারণে হয় না, এটা জানা থাকলে আপনি আপনার সাইটের জন্য কার্যকর ডিজাইন, উপাদান বা বৈশিষ্ট্য বেছে নিতে পারেন। আপনাকে আপনার এই বিশেষণ বা গবেষণায় সাহায্য করার জন্য আমরা এ নিবন্ধে সেরা কয়েকটি ফ্রি ওয়েব টুল-এর খোঁজ দিলাম। কোনো ওয়েব সাইট সম্বন্ধে আপনার জানাকে সম্পূর্ণ করার জন্য এসব টুলের কোনো বিকল্প নেই।
(Yahoo! Site Explorer)
http://www.siteexplorer.search.yahoo.com
সাইট এক্সপোরার-এর সাহায্যে আপনি একটি ওয়েব ঠিকানা (URL)-র গুরুত্বপূর্ণ কিছু বৈশিষ্ট্য বিচার করতে পারেন। এ টুলটির Inlinks ফিচারটি ঐ ওয়েব সাইটের সঙ্গে অন্য যেসব সাইট লিংক করা আছে সেগুলো সম্বন্ধে বিস্তারিত তথ্য দেয়। কত বেশি সাইট এর সঙ্গে লিংক করা আছে এ তথ্যের ওপর ভিত্তি করে আপনি সাইটটির জনপ্রিয়তা সম্বন্ধে ধারণা করতে পারেন।
কমিপট একটি ওয়েবভিত্তিক অ্যানালিটিক্স টুল যেটির সাহায্যে সর্বোচ্চ তিনটি সাইটের ট্রাফিক সংক্রান্ত পরিসংখ্যান এবং ট্রেন্ড তুলনা করা যায়। একটি ওয়েব সাইট কতজন ইউনিক (একজন একশো বার একটা সাইট ভিজিট করলেও তাকে একজন ইউনিক ভিজিটর হিসেবে ধরা হয়) ভিজিটর সাইটটি ভিজিট করলেন এবং কত দ্রুত একটি সাইট জনপ্রিয়তা পাচ্ছে (একে গ্রোথ ভেলোসিটি বলা হয়) সেটি জানতে পারেন এ টুল ব্যবহার করে।
কোয়ান্টকাস্ট এ সময়ের একটি জনপ্রিয় সাইট ট্রাফিক মেজারিং টুল। এর সাহায্যে সাইট প্রকাশকরা তাদের সাইটকে ‘কোয়ান্টিফাই’ করতে পারেন। কোয়ান্টিফাই করা মানে হচ্ছে সাইটের পেজগুলোর মধ্যে একটি ¯স্ক্রিপ্ট রেখে দিয়ে সরাসরি ট্রাফিক সংক্রান্ত পরিসংখ্যান সংগ্রহ করা।
১৯৯৬ সালে যাত্রা শুরু করার পর আলেক্সা খুব দ্রুতই ওয়েব সাইটের ট্রাফিক রাঙ্কিং-এর জন্য ব্যাপক জনপ্রিয়তা পায়। বর্তমানে এটি বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ও বহুল ব্যবহৃত ট্রাফিক রাঙ্কিং সেবা। এটি ওয়েব সাইটের ট্রাফিকের হিসাব রাখে এবং সংগৃহীত উপাত্তের ওপর ভিত্তি করে সংখ্যাগত একটি রাঙ্কিং করে।
কোনো ওয়েব সাইটের জনপ্রিয়তা মাপার একটি কার্যকর উপায় হচ্ছে এর RSS feed সাব্ক্রাবার ট্রেন্ড নির্ধারণ করা। কোনো ওয়েব সাইট যদি আরএসএস ফিড সেবার সেরা প্রোভাইডার FeedBurner ব্যবহার করে তাহলে আপনি ফিডকমপেয়ার ব্যবহার করে বিভিনড়ব ওয়েব সাইটের সাবক্রাইবার এর ধারাটি জানতে পারেন।
পপুরিয়াস নামের এই ওয়েব টুল ব্যবহার করে আলেক্সা ,টেকনোরাটি , ডেলিশাস বুকমার্ক ইত্যাদি ওয়েব সেবা ও পরিসংখ্যানের ওপর ভিত্তি করে আপনি একটি সাইটের জনপ্রিয়তা মাপতে পারবেন। এই ছোট টুলটি আপনাকে কোনো ওয়েব সাইটের জনপ্রিয়তা/অজনপ্রিয়তা সম্বন্ধে দ্রুত, নির্ভরযোগ্য তথ্য পেতে সাহায্য করবে।
সোশ্যালমিটার নামের এই ওয়েব টুলটি ডিগ (Digg), স্টাম্বলআপন (Stumbleupon) এবং ডেলিশাস (Delicious)-এর মত সামাজিক ওয়েব সাইটসমূহে কতবার একটি নির্দিষ্ট ওয়েব সাইটের রেফারেন্স আছে (অর্থাৎ ঐ ওয়েব সাইটের কথা উলেখ আছে) সে হিসাব রাখে। এ হিসাবের ভিত্তিতে তৈরি করাহয় সোশ্যালমিটার, যা থেকে কোনো সাইটের জনপ্রিয়তা এবং ব্যবহার সম্বন্ধে ধারণা পাওয়া যায়।
কোনো ওয়েব সাইটের জনপ্রিয়তা মাপার আরেকটি উপায় হচ্ছে টুইটার-এ এটি সম্বন্ধে মানুষ কথা বলছে কি না তা দেখা। টুইটভলিউম দিয়ে আপনি বিভিনড়ব কিওয়ার্ড (যেমন, ওয়েব সাইটের নাম, ঠিকানা ইত্যাদি) দিয়ে অনুসন্ধান চালিয়ে দেখতে পারেন কতগুলো টুইটস-এ এটির উলেখ আছে।
কোয়ার্কবেস একটি পরিপূর্ণ ওয়েব টুল যেটি থেকে একটি ওয়েব সাইট সম্বন্ধে প্রচুর গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে। এর সামাজিক জনপ্রিয়তা (Social Popularity) ট্যাব ব্যবহার করে ডিগ, স্টাম্বলআপন এবং ডেলিশাস-এর মত সাইটগুলোতে ঐ সাইটটির জনপ্রিয়তা কেমন তাও জানা যাবে।
প্রোফাইলস (BlogPulseProfiles)
http://www.blogpulse.com/profile
আপনি যদি নির্দিষ্ট কোনো ব্লগ বা ব্লগার সম্বন্ধে তথ্য উপাত্ত পেতে চান তাহলে আপনার জন্য সেরা টুল হচ্ছে এটি। এই ওয়েব আপ্লিকেশনটি একটি ব্লগের রাঙ্ক, অন্যান্য ব্লগে কতবার এটির উলেখ আছে, ব্লগটি মাসে কতগুলো পোস্ট প্রকাশিত হয়, এটির সঙ্গে মিল আছে এমন ব্লগের তালিকাসহ অনেক তথ্য দেয়। এ কারণে
ব্লগারদের মধ্যে এটির জনপ্রিয়তা অনেক।
সবাইকে ধন্নবাদ।সবাই সুখী ও স্বুস্থ থাকুন সেই কামনাই টিউনটি শেষ করছি
-খালিদ হাসান
আমি খালিদ হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 66 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
অবসরের একমাত্র সঙ্গী ইন্টারনেট। সময় পেলে বসে পড়ি প্রযুক্তি বিষয়ক বিভিন্ন ব্লগ পড়তে। মাঝে মধ্যে নিজেই শুরু করে দেই ব্লগিং। ব্লগ পড়া ও লেখা দুটোই নেশার মত হয়ে গেছে। আমার সম্পর্কে আরো জানতে চাইলে ঢুঁ মারুন ফেসবুকে।
Freeseotools এটা কি কাজ করে কেও বলতে পারেন