গত পর্বে আমার পানবিবির Settings মেন্যু পরিচিতি (০২) শিখেছিলাম। আমরা Features পর্যন্ত শিখেছিলাম। আজ আমরা পরেরগুলো দেখব। এর পরের মেন্যু হল Announcements। এর সাহায্যে আপনি ফোরামে ঘোষনা দিতে পারবেন যা ফোরামের উপরের মেন্যুর নিচে দেখা যাবে। এটিতে ক্লিক করলে নিচের মত আসবে।
Enable announcement: ঘোষনা চালু রাখতে হলে আপনাকে টিক চিহ্ন দিয়ে রাখতে হবে।
Announcement heading: ঘোষনার শিরোনাম দিতে হবে।
Announcement message: কি ঘোষনা দিতে চাচ্ছেন তা লিখতে হবে। আপনার উচিত একটা টপিক খোলা তারপর সেই টপিকের লিংক এখানে দিয়ে দেওয়া।
এর পরের মেন্যু হল E-mail: এখানে গেলে নিচের মত আসবে।
এখান থেকে আপনি আপনার ফোরামের ব্যবহৃত ব্যবহারকারীর ই-মেইল লিস্ট সম্পাদনা করতে পারেন। এখান থেকে আপনার ই-মেইল সার্ভার চাইলে ব্যবহার করতে পারেন।
এর পরের মেন্যু হল Registration: এখান থেকে আপনার ফোরামের নিবন্ধনের যাবতীয় সম্পাদনা করতে পারেন। এখানে গেলে New registrations এ নিচের মত আসবে
এখানকার Allow new registrations: নতুন ব্যবহারকারী রেজিষ্ট্রেশন করতে পারবে কি/না তা নির্ধারণ করা হয়।
Verify registrations : নতুন ব্যবহারকারীর ই-মেইল ভেরিফাই করতে হবে কি/না তা নির্ধারণ করা হয়।
Allow registration with banned e-mail addresses: ব্যান করা ব্যবহারকারীর ই-মেইল ব্যবহার করে রেজিষ্ট্রেশন করতে পারবে কি/না তা নির্ধারণ করা হয়।
Allow registration with duplicate e-mail addresses: এ ই-মেইল ব্যবহার করে একাধিক রেজিষ্ট্রেশন করা যাবে কি/না।
Notify by e-mail Notify users on the mailing list when new users register: নতুন ব্যবহারকারী রেজিষ্ট্রেশন করলে সাইট অ্যাডমিনকে জানাবে কি/না তা নির্ধারণ করা হয়।
Default e-mail setting: ই-মেইল ঠিকানা প্রদর্শনের সেটিংস নির্ধারণ করা হয়।
এখানকার Forum rules (enable and compose forum rules) এ আপনি আপনার ফোরাম এর নিয়মাবলি দিতে পারেন।
এখানকার
Require agreement: ব্যবহারকারী আপনার ফোরামের নিয়মাবলী মানতে বাধ্য হবেন কি/না তা নির্ধারণ করা হয়।
Compose rules: এই বক্সে আপনার সাইটের নিয়মাবলী লিখতে পারেন।
আশাকরি বুঝতে পেরেছেন।
আমি টিউটো বিডি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 129 টি টিউন ও 478 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
নিজের বিষয়ে কিছু আমি গুছিয়ে বলতে পারবনা। পড়াশোনা করছি পাশাপাশি ব্যবসা। মাঝে মাঝে নিজেকে একাকী বোধ করি। তখন অনেক মন খারাপ হয়ে যায়। স্বপ্ন অনেক। কিন্তু পূরণ করার সাধ্য নেই। চেষ্টায় আছি। মাঝে মাঝে এমন কিছু না ভেবে করি যার জন্য পরবর্তীতে অনেক অনুশোচনা করি। প্রিয় গান: তৌসিফের- দুরে কোথাও,...