আমাদের অনেকরেই ব্লগস্পট, কোসিসি ইত্যাদি ডোমেইন সম্বলিত সাইট আছে, ব্লগস্পটের ঠিকানা টাইপ করা মোটামুটি কষ্টের ব্যাপার, আমারও কেমন জানি বিরক্তি লাগে (আপনাদের লাগে কিনা জানিনা) যেমন xyz.blogspot.com, এখন যদি ব্লগস্পটের ঠিকানাকে xyz.xx করা যায় তাহলে মনে হয় আমার কষ্ট কমবে (আপনাদের কমবে কিনা জানিনা), আপনারা যদি ডোমেইন নেমকে ছোট করতে চান তাহলে এই লিংকে যান এবার Enter your URL here... বক্সে আপনার ডোমেইন নেইম টাইপ করে next এ ক্লিক করুন এবার প্রথম বক্সে আপনার পছন্দমত ডোমেইন নেম দিন, এবার সিকিউরিটি কোড টাইপ করে confirm এ ক্লিক করুন। এবার ছোট ডোমেইন নেমটি দিয়ে ব্রাউস করুন।
আমি আল-আমীনূর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 109 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
thanks