ফাগুনের প্রশ্ন (yola site এর হোমপেজকে কি ভাবে blog করাযায়) Yola দিয়ে web site ও blog site তৈ্রির মত সহজ পদ্ভতি আমি আর দেখিনাই।

আমি সাধারনত টিউন করিনা। একেতো মানস্মত হয়না তার উপর সময়ের এত অভাব যে, বুঝানো সম্ভব নয়। আসলে ফাগুন ভাই কখনযে আমাকে প্রশ্ন করেছে yola site এর হোমপেজকে কি ভাবে blog করাযায়, তা আমি খেয়ালও করিনাই। যখন দেখালাম তখন মন্তব্যের মাধ্যামে জানাতে গিয়েও থেমে গেলাম। ভাবলাম দেখি একটা টিউন করাযাকিনা।

আমার দেখা এত সহজ পদ্ভতি  আর দেখিনাই। কারন এখানে একাউন্ট খোলার পর শুধু ড্রাগ এন্ড ড্রপ এর মাধ্যমে ছবি,ফাইল,ভিডিও সহ সব কিছু দিয়ে নিজের সাইট সাজানো যায়। যাই হোক, আগে Yola দিয়ে একটি সাইট তৈ্রি করবো। যাকিনা আমার মত কমজানা ব্যক্তিদে কাজে লাগতে পারে। তারপর আগুভাইয়ের সমস্যার সমাধান দিব। তা হলে শুরুকরে দেখি।

প্রথমে এই সাইটে যাবো yola

Full name, Email, Confirm email, password  দিয়ে Get started  এ ক্লিক করবো। চিত্রঃ ১

Yola1

তাপর Web category  তে Category নির্বাচন করবো, Business name  এ সাইটের জন্য একটা নাম দিবো এবং নিছের দিকে Next, pack a style এ ক্লিক করবো। চিত্রঃ ২

yola2

একটা ফ্রি Style নির্বাচন করে ডাবল ক্লিক করবো। চিত্রঃ ৩

yola3

হয়ে গেলো নিজের একটা web site. চিত্রঃ ৪

এবার সাইড বার থেকে শুধু ড্রাগ এন্ড ড্রপ এর মাধ্যমে Text, Picture, HTML, File, Widget box gallery  দিয়ে সাজিয়ে নিবো নিজের সাইটটি। সাজানো শেষে উপরের Publish to the web এ ক্লিক করলেই উম্মুক্ত হবে সবার জন্য।

yola4

হ‌্যাঃ যে কারনে এই টিউনটি করেছি, এবার ফাগুন ভাইয়ের সমাধানঃ – আগুন ভাই সহ যারাই yola web কে Blog  বানাতে চান, তারা উপরের add page এ ক্লিক করুন। তার পর Type এ Blog page সিলেক্ট করুন। Name এ index  (ছোট হাতের) লিখুন (Heading  এ আপনার দেওয়া নামটা দেখতে পাবেন) Ok ক্লিক করুন। মেসেজ আসবে Page with name index already exists. Would you like to over write it?  আবারও OK ক্লিক করুন। আপনার হোম পেজ ব্লগ হয়ে যাবে। এই পদ্ভতি শুধু নতুন তৈরির ক্ষেত্রেই করবেন।

এর রপ নিজের ব্লগ সাজাবেন ।  চিত্রঃ ৫

yola5

ধন্যবাদ সবাইকে।

আমার সাইটা দেখতে পারেন

Level 0

আমি Nurjahan (বাংলার বউ)। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 28 টি টিউন ও 1615 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

চুপি চুপি বলো কেউ জেনে যাবে, জেনে যাবে তো কেউ জেনে যাবে .... http://sbangla.yolasite.com Nurjahan (বাংলার বউ) From DAMASCUS


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

খুব সুন্দর হয়েছে।কিন্তু বানানের প্রতি একটু খেয়াল রাখবেন।আমার নিজেরও বোধ হয় অনেক বানান ভূল হয়।

ভাইজান বহুত দিন পাঠক হিসেবে থাকার পর টিউন করলেন । আবার ভালা টিউন করলেন । ভালো হয়েছে চালিয়ে যান 😉

    মামুন সাহেব আগে আপনাদের কাছে অভিজ্ঞতা অর্জন করেছি তারপর কিছু একটা করতে চেষ্টা করেছি।রুগী দেখতে দেখতে ডাক্তার হওয়া আর কি।

    ধারুণ টিউন হয়েছে। চালিয়ে যান

সুন্দর হইছে। 🙂 কিন্তু ফাগুন এর জায়গায় আগু কেন জানি।

আপু আমি আমার সাইটে লগ-ইন করতে পারতেছিনা (www.yolasite.com/user)

আপনাকে অনেক অনেক অনেক ধন্যবাদ

আপনি ছেলে নাকি মেয়ে।নাম দেখে মনে হয় মেয়ে কিন্তু সাইটের টপিক দেখে মনে ছেলে

Level 0

সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা পড়েছেন ও মন্তব্য দিয়ে করেছেন।
আর সাইমুন ভাই আপনার অবগতির জন্য জানিচ্ছি যে, আমি এক জন মেয়ে মানুষ। সময়ের অভাবে সাইট আপডেট করতে পারিনা বলে, অন্য একজনকে এডমিন হিসেবে সাথে রেখেছি।
আবারও ধন্যবাদ।