জুমলা, ওয়ার্ডপ্রেস ট্রাই করার পর এবার একটু ইচ্ছে হল পানবিবি ট্রাই করার। গত দুদিন ধরে ট্রাই করার পর মোটামুটি নিজের একটা ফোরাম দাড় করিয়ে ফেললাম। তারপর যখন ফোরাম ভিজিট করলাম তখন দেখলাম ফোরামটা ভালই লাগছে।
আমি বিশ্বাস করি
জ্ঞান কোন লুকানো গুপ্তধন নয়
তাই যেটুকু করেছি সেটুকু আপনাদের মাঝে শেয়ার করতে আসলাম। আশাকরি আমার এ টিউটোরিয়াল পড়ে আপনারা সহজেই আপনাদের নিজের ফোরাম তৈরি করতে পারবেন বা ফোরাম সম্পর্কে কিছুটা হলেও ধারণা অর্জন করতে পারবেন। তবে আমার এই টিউটোরিয়াল পড়ার ক্ষেত্রে শর্ত আছে।
যেতেতু আমি এ লাইনে (পানবিবিতে) নতুন তাই আমার টিউটোরিয়ালে ভুল হওয়া স্বাভাবিক। ভুল গুলো ক্ষমার চোখে দেখতে হবে। আর আমি যেহেতু পানবিবি সম্পর্কে অল্প জানি সেহেতু পানবিবি জনিত সমস্যার সমাধান সবগুলো জানা নেই। তবে সাধ্যমত চেষ্টা করব সমাধান দিতে।
আপনি যদি উপরের লিখাতে একমত হন তাহলে আসুন টিউটোরিয়াল শুরু করে দেই।
পানবিবি হল ইনফর্মার টেকনোলজিস এর একটি ফোরাম স্ক্রিপ্ট। এটি একটি সিম্পল, সহজ ও শক্তিশালী ফোরাম স্ক্রিপ্ট। ইনফর্মার টেকনোলজিস সম্পর্কে জানতে এখানে দেখুন।
আপনি জানেন কি? পানবিবির লেটেষ্ট ভার্সনের সাইজ মাত্র ৩৯৮ কিলোবাইট!! ;T_n কি? বিশ্বাস হচ্ছে না? আমার ও প্রথম প্রথম বিশ্বাস হয়নি। ভাবতে পারেন মাত্র ৩৯৮ কিলোবাইটের স্ক্রিপ্ট এতবড় ফোরাম চালাচ্ছে?!!!
পানবিবির লেটেষ্ট ভার্সন (১.৩২৪) এখান থেকে সরাসরি ডাউনলোড করুন। আপনি ইচ্ছা করলে এর পুরাতন ভার্সন এখান থেকে ডাউনলোড করতে পারেন। তবে আমি এখানে লেটেষ্ট ভার্সন নিয়ে টিউটোরিয়াল লিখেছি। তাই আপনাদের ভাল হবে যদি আপনারা লেটেষ্ট ভার্সন ডাউনলোড করেন।
পানবিবি ডাউনলোড করে একে মাইএসকিউএল ডাটাবেজ এ সার্ভারে ইনষ্টল করতে হবে। এবং আপনার একটি ডোমেইন লাগবে। অবশ্য সার্ভারে রেজিষ্ট্রেশন করলে ওরা আপনাকে সাব ডোমেইন দেবে। আর যদি তা না চান তাহলে এখানে দেখুন আমি ডোমেইন রেজিষ্ট্রেশন পক্রিয়া দিয়েছি। আর হোস্টিং রেজিষ্ট্রেশন? আমি এখানে দুটো ফ্রি হোস্টিং সার্ভারের নাম দিচ্ছি আপনি চটপট এখানে ফ্রি রেজিষ্ট্রেশন করে ফেলুন। রেজিষ্ট্রেশন পদ্ধতি
একাউন্ট তৈরি করে ফেলুন।
১। http://ifahim.co.cc/
২। http://www.freehostia.com/
এখানে প্রথমটাতে ফি প্ল্যানে রেজিষ্ট্রেশন করুন। তারপর লগিন করুন। লগিন করলে নিচের মত ভিসতা প্যানেল দেখতে পাবেন
এখানে আপনার যদি ডোমেইন থাকে তাহলে Addon Domain এ ক্লিক করুন। আর ডোমেইন না থাকে তাহলে Sub Domain এ ক্লিক করুন। নিচের মত পেজ আসবে। এখানে আপনার পছন্দসই নাম দিয়ে add domain এ ক্লিক করুন।
তারপর আপনার ডোমেইন তৈরি হয়ে গেলে এমন দেখাবে
তারপর Home এ ক্লিক করে ভিসতা প্যানেলে ফিরে আসুন। এরপর MySQL Databases এ ক্লিক করুন। এবং এখানে একটি ডাটাবেজ তৈরি করুন। ব্যস কাজ শেষ। এবার এটিকে মিনি মাইজ করে ফেলুন।
ফাইলজিলা হল ফ্রিওয়ার একটি এফটিপি ক্লায়েন্ট যা দিয়ে আপনি আপনার হোস্টিং সার্ভারের ফাইলের সাথে সমন্বয় সাধন করে। এটি ব্যবহার করে আপনি খুব সহজেই এক্সটেন ইনষ্টলসহ বিভিন্ন কাজ করতে পারেন। এটি আপনি এখান থেকে ডাউনলোড করুন। (বিঃদ্রঃ FileZilla Client ডাউনলোড করুন)
তারপর ইনষ্টল করে পোগ্রামটি চালু করুন। নিচের মত আসবে
এখানে আপনার সার্ভারের ইনফরমেশনগুলো দিয়ে লগিন করুন। এখানে আপনার সাইটের ডোমেইনের নামে একটি ফোল্ডার দেখতে পাবের তার মধ্যে htdocs নামে একটি ফোল্ডার দেখতে পাবেন। এখানে পানবিবির জিপ ফাইলটি এক্সট্রাক্ট করে সব ফাইলগুলো আপলোড করুন।
তারপর আপনার ডোমেইন ব্রাউজারের অ্যাড্রেসবারে লিখে এন্টার করুন।
পানবিবি কনফিগারেশন ফাইল না খুজে না পেয়ে এমন ইরর দেখাবে।
ভয় পাবেন না!! এখানকার install.php এ ক্লিক করুন। এখানে একটা ফর্ম আসবে।
এবং এই অংশে অ্যাডমিনের তথ্য দিন।
এই অংশে সাইটের নাম এবং স্লোগান দিন।
তারপর ইনষ্টল এ ক্লিক করুন। ইনষ্টল হয়ে গেলে এমন দেখাবে।
তাহলে সফলভাবে হয়ে গেল।
পরবর্তী পর্বের অপেক্ষায় থাকুন।
আমি টিউটো বিডি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 129 টি টিউন ও 478 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
নিজের বিষয়ে কিছু আমি গুছিয়ে বলতে পারবনা। পড়াশোনা করছি পাশাপাশি ব্যবসা। মাঝে মাঝে নিজেকে একাকী বোধ করি। তখন অনেক মন খারাপ হয়ে যায়। স্বপ্ন অনেক। কিন্তু পূরণ করার সাধ্য নেই। চেষ্টায় আছি। মাঝে মাঝে এমন কিছু না ভেবে করি যার জন্য পরবর্তীতে অনেক অনুশোচনা করি। প্রিয় গান: তৌসিফের- দুরে কোথাও,...
সত্যিই দারুন টিউন….. অনেকের উপকারে আসবে।
এরকম একটা টিউন উপহার দেবার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।