সম্মানিত টেকটিউন্স এর সদস্য এবং ভিজিটরবৃন্দ, শিরোনাম দেখে কি চমকে উঠলেন নাকি! পুরাতন ব্লগ থেকে নতুন ব্লগ, এটা আবার কি? হ্যা। এটা ঠিকই দেখেছেন তবে এর অর্থ হচ্ছে, ধরুন আপনি co.cc এর ফ্রি ডোমেইন দিয়ে একটি ব্লগ খুলেছেন। যেখানে আপনি আপনার পছন্দ-অপছন্দ এর বিষয় নিয়ে লিখছেন নিয়মিত, এখন আপনার সাইটে এমন কিছু তথ্য আছে যা সিইও এর মাধ্যমে সার্চ ইঞ্জিনে স্থান দখল করে নিয়েছে। তাই অনেকেই প্রতিদিন আপনার সাইটের লিখা পড়ার জন্য ভিজিট করে যা কিনা এ্যাডসেন্স পাবলিশার সহ অন্যান্য পাবলিশারদের জন্য অনেক মূল্যবান। ধরুন, আমরা সবাই টেকটিউন্সের নিয়মিত পাঠক। এখন টেকটিউন কর্তৃপক্ষ কোন রকমের বিজ্ঞপ্তি না দিয়েই তাদের বর্তমান নাম(ডোমেইন)পরিবর্তন করে ফেললো। তাহলে ভাবুন তো আমরা যারা নিয়মিত পাঠক তাদের কি হবে। এর চেয়ে বেশি ক্ষতি হবে আমরা যারা ব্লগ খুলে বসেছে আয় করার উদ্দেশ্যে। যদিও টেকটিউন্সের উদ্দেশ্য ব্যক্তিগত লাভ অজর্ন না। কিন্তু, আমারা যারা কিছু না কিছু লাভের আশায় কিছু সময় বা টাকা খরচ করে শখের ব্লগ খুলে বসেছি আর ভিজিটরদের কোন কয়েকদিন আগে থেকেই কোন রকম বিজ্ঞপ্তি না দিয়ে নাম পরিবর্তন করে ফেলি তাহলে !!!!!!!!!। একবার ভাবুন তো কতগুলো ভিজিটর হারাবে আপনার আমার শখের ব্লগটি। এমনকি সার্চ ইঞ্জিন থেকে এর রেটিংও হারায় যাবে। কারন যেই ব্লগ বা ওয়েব সাইটে ভিজিটর নাই, সেখানে সার্চ ইঞ্জিনের কোন রেটিং আশা করা যায় না।
কি হতাশ হলেন, নাকি এখনো বুঝলেন না কি বলতে চাচ্ছি?
যাই মনে করেন যা কেন? এবার দেখুন আসল মজা..........
আমার একটি ব্লগ ছিলো - http://bloggershaon.tk এই নামে। এখনো মাত্র কয়েকটি পোস্টই রয়ে গেছে ব্লগটিতে। কিন্তু, .tk ডোমেইনের DNS সমস্যা করতে থাকার কারনে আমি এটিকে http://bloggershaon.co.cc তে পরিবর্তন করে নিয়েছি। তাতে কি হয়েছে? আমি কি আামার ব্লগের ভিজিটর হারায়ছি?
আমার উত্তর: জ্বি না না না। কারন, আমার পুরাতন নামের ব্লগ এর ভিজিটরদের আমি আমার নতুন নামে ব্লগে নিয়ে এসেছি সয়ংক্রিয় ভাবে।
এখন খাবুন তো কেমন করে এটা সম্ভব। থাক আর ভেবে সময় নষ্ট করার দরকান নাই। আমি আপনাদের বলে দিচ্ছি.....
প্রথমেই, আপনি আপনার নতুন ব্লগকে(নতুন ডোমেইনে যেটি করবেন) সাজিয়ে নিন পূর্ণাঙ্গভাবে। তারপর, সেটিকে সার্ভারে আপলোড করে নিন।
এবার আমি আসি পুরাতন এর পালাতে। ফ্রন্টপেজ বা ড্রিমওইভার এ একটি নতুন HTML ডকুমেন্ট নিন। তারপর নিচের কোড গুলো লিখুন।
<html xmlns="http://www.w3.org/1999/xhtml">
<head>
<meta http-equiv="Refresh" content="5; url=http://bloggershaon.co.cc" />
</head>
<body bgcolor="white">
<p>Sorry! We have moved! The new URL is below </p>
<p><a href=" http://bloggershaon.co.cc "> http://bloggershaon.co.cc </a></p>
<p>You will be redirected to the new address in 5 seconds to our new address.</p>
<p>If you see this message for more than five seconds, Please click the link Above.</p>
</body>
</html>
এবার একটু বিস্তারিত বলি...
<head> </head> এই ট্যাগের মাঝে যে লাইনটি ব্যবহার করা হয়েছে তার অর্থ হচ্ছে, আপনি আপনার পুরাতন ব্লগ নামের ভিজিটরদের নতুন ব্লগ এর ঠিকানাতে ৫ সেকেন্ডের মধ্যে প্রবেশ করাবেন।
এই জন্য http-equiv ট্যাগ এ Refresh কমান্ড,
content ট্যাগ এ 5(সেকেন্ড)/আপনার ইচ্ছামত সংখ্যা বসায় দেতে পারেন, এবং
url ট্যাগ এ http://bloggershaon.co.cc/ আপনার নতুন ব্লগের নাম দিতে হবে।
<body> </body> এর মাঝের লিখাগুলো <head> </head> এই ট্যাগের মধ্যে লিখা গুলোর বহি: প্রকাশ।
ধন্যবাদ সকলকে। আশা করি আমার মত আপনারাও আপনাদের ব্লগের ভিজিটরদের আর হারাবেন না। আর হ্যা সমস্যা হলে জানাবেন অবশ্যই।
আমি আরিফুল ইসলাম শাওন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 44 টি টিউন ও 1073 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
হ্যালো টেকটিউনার্স!! :) আমি আরিফুল ইসলাম শাওন, ডাক নাম "শাওন" এই বেশি পরিচিত। বিভাগীয় শহর রংপুরেই থাকি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এ্যাকাউন্টিং-এ গ্রাজুয়েশন করেছি। পেশায়আছি গত ৬ বছর থেকে। নিজের ফ্রীলান্স ওয়েব ডেভেলপমেন্ট এবং ট্রেইনিং ইন্সটিটিউট রংপুরসোর্স এর প্রতিষ্ঠাতা, সিইও এবং লিড ডেভেলপারের দায়িত্বে আছি। ব্লগিং করছি আমার অফিশিয়াল ব্লগ বাংলা...
এলাকার ভাই 😀 সুন্দর টিউন ।