ব্লগারের জন্য নতুন Awesome এটি Social গেজেট। না দেখলে চরম মিস।

আল্লাহর নামে শুরু করছি।

আপনারা সবাই জানেন আমি সব সময়ই ব্লগিং নিয়ে ব্লগ করি। এ কয়েকদিন যাবত ব্লগার নিয়ে কিছু পোস্ট করি নাই কারণ তেমন নতুন কিছু পোস্ট করার ছিল না। যাই পোস্ট করব বলে চিন্তা করেছি। দেখি তাই অন্য কোন ব্লগে আছে। যাই হোক আজকে একটি গেজেট নিয়ে কথা বলব।
আমরা সবাই স্লাইডার সোশ্যাল গেজেট ব্যবহার করি ব্লগারের সুন্দর্যের জন্য। তাই আজ একটি নতুন স্লাইডার গেজট নিয়ে হাজির, এই স্লাইডারটিতে আছে ফেসবুক, টুইটার, গুগল+, পিন্সটার ও আর আর এস। তবে একটু ভিন্ন মাত্রায়। এটি অন্য স্লাইডারের তুলনায় সুন্দর, সিম্পল ও সহজ। একটি ব্যবহার করাও অনেক সহজ। এই স্লাইডটি একবার দেখে নিন অর্থাৎ লাইভ ডেমো হাতে বাম পাশে।
কিভাবে এই স্লাইডারটি আপনার ব্লগে ব্যবহার করবেন আসুন দেখি।
প্রথম ধাপঃ
  • আপনার ব্লগারে প্রবেশ করুন;
  • তারপর সোজা লেআউট এ চলে যান
  • এবং Add HTML এ ক্লিক করুন
  • আর নিচের কোডটি সেখানে বসিয়ে দিন।

যদি আপনার ব্লগে jQuery ব্যবহার করা থাকে তাহলে নিচের কোড থেকে jQuery কোডটি মুছে দিন।

(<script src="http://ajax.googleapis.com/ajax/libs/jquery/1.9.1/jquery.min.js"></script>)
<style type="text/css">
ul#social {
    position: fixed;
    margin: 0px;
    padding: 0px;
    top: 10px;
    left: 0px;
    list-style: none;
    z-index:9999;
}
ul#social li {
    width: 100px;
}
ul#social li a {
    display: block;
    margin-left: -2px;
    width: 100px;
    height: 70px;
    background-color:#fff;
    background-repeat:no-repeat;
    background-position:center center;
    border:1px solid #AFAFAF;
    -moz-border-radius:0px 10px 10px 0px;
    -webkit-border-bottom-right-radius: 10px;
    -webkit-border-top-right-radius: 10px;
    -khtml-border-bottom-right-radius: 10px;
    -khtml-border-top-right-radius: 10px;
    -moz-box-shadow: 0px 4px 3px #000;
    -webkit-box-shadow: 0px 4px 3px #000;
}
ul#social .twitter a{
     background:#0F96C6 url(http://3.bp.blogspot.com/-1wb-O4GG6DQ/UPFOe03M-lI/AAAAAAAAA4g/1015-y7FaYU/s1600/Twitter.png)no-repeat;
background-position:center center;
}
ul#social .googleplus a      {
    background:#D73D27 url(http://3.bp.blogspot.com/-1mYMKQENXdI/UPFOeK31VzI/AAAAAAAAA4k/w2Qk48tpleQ/s1600/GOOGLE+PLus.png)no-repeat;
background-position:center center;
}
ul#social .facebook a      {
    background:#1A4B97 url(http://1.bp.blogspot.com/-3M1F3Y29Yoc/UPFOeAAUFvI/AAAAAAAAA4c/ALvfOPDwJ-g/s1600/Facebook.png)no-repeat;
background-position:center center;
}
ul#social .rss a      {
    background:#FAAE17 url(http://4.bp.blogspot.com/-twR0g7wotpE/UPFOfFtFOuI/AAAAAAAAA4o/uJMUf9hjRco/s1600/rss.png)no-repeat;
background-position:center center;
}

ul#social .pinterest a   {
    background:#963336 url(http://2.bp.blogspot.com/-xgOrG4ysqyM/UPFOeKFKMtI/AAAAAAAAA4Y/i_jnKpHsK24/s1600/Pinterest.png)no-repeat;
background-position:center center;
}
</style>
<script src="http://ajax.googleapis.com/ajax/libs/jquery/1.9.1/jquery.min.js"></script>
<script type='text/javascript'>
$(function () {
    $('#social a').stop().animate({
        'marginLeft': '-85px'
    }, 1000);

    $('#social > li').hover(
        function () {
            $('a', $(this)).stop().animate({
                'marginLeft': '-2px'
            }, 200);
        },
        function () {
            $('a', $(this)).stop().animate({
                'marginLeft': '-85px'
            }, 200);
        }
    );
});
</script>
<ul id='social'>
 <li class='twitter'><a href='#' title='Twitter'></a></li>
 <li class='googleplus'><a href='#' title='Google Plus'></a></li>
 <li class='facebook'><a href='#' title='Facebook'></a></li>
 <li class='rss'><a href='#' title='Rss'></a></li>
 <li class='pinterest'><a href='#' title='Pinterest'></a></li>
</ul>

দ্বিতীয় ধাপঃ
এবার উপরের যেই কোডটি কপি করেছেন সেটিকে এবার একটু কাস্টমাইজ করে নিন।
আপনার পেজের লিংক গুলো ব্যবহার করুন # একটি পরিবর্তন করে।
এবার সেভ করে দিন এবং ব্লগে প্রবেশ করুন দেখবেন আপনার স্লাইডার সাইটে দেখা যাচ্ছে
এই ভাবেই আপনি এই সুন্দর স্লাইডারটি আপনার ব্লগে ব্যবহার করতে পারবেন।
ভাল লাগলে অবশ্যই বলবেন। যদি কোন প্রকার সমস্যা হয় তাহলে আমাকে ফেসবুক এ বলেন ইনবক্স করেন। আমি বলে দিব বা সাহায্য করবো। আশা করি এই পোস্ট এ কোন প্রকার ভুল নেই আর যদি থাকে তাহলে ভুল ধরিয়ে দিবেন।

Level 0

আমি eftakher alam। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 61 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি প্রযুক্তিকে ভালবাসি তাই নিত্য নতুন খোজ করি, আর এই জন্যই ব্লগিং করি আপনাদের জন্য, নিজের শিখা জিনিস গুলো শেয়ার করার জন্য। http://www.projuktirkhela.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ভাই
একটু দেখবেন ঠিক হলো কি না ?
READ:daily new technology news,zamans tech

Level 0

ধন্যবাদ

Level 0

ধন্যবাদ amar blogta kmon holo>> http://incomebd.com

শুনতে ভাল লাগলো।

ধন্যবাদ। আপনি ডেমোতে যেটা বাবহার করেছেন সেখানে পরস্পর একটা Gap থাকে
কিন্তু ব্লগে সেটা হই না ।

    @tarshidahmodkhan: আমি ডেমোতে যেইকোড ব্যবহার করেছি, ঠিক সেই কোডটি আপনারা সাথে শেয়ার করেছি। যাই হোক আপনি কোডের ভিতর কোন এডিট করেছেন।

Level 0

ভাই
আমার ভূল টা ধরায় দিলে উপকার হতো ।
[email protected]

Level 0

খুব সুন্দর একটি সোশ্যাল গেজেট।
http://www.kazirhut.com এ এই কোড দিয়ে কাজ হবে কি? জানালে খুশি হব। ধন্যবাদ।

Level 0

আমার সাইটে http://www.telekothon.com/ অ্যাড করলাম। কিন্তু আগে সাইট লোডে সমস্যা হত না। এখন একটু হয় এটা অ্যাড করার পর। লোডে যেন সমস্যা না হয়। এর কোন উপায় আছে?

    @telekothon: আপনার সাইটে হয়তো কোণ বড় ছবি ব্যবহার করেছেন আর নয়ত এই গেজেটি আপনার থীম এর কনফ্লিক্ট করেছে। যাই হোক আপনি একটি চেক করে নিন। দেখবেন ঠিক হয়েছে।

Level 0

এটা সাইটের বাম পাশে শো করে। ডান পাশে শো করার কোন উপায় আছে?

    @telekothon: আপনি নিচের কোডটি পরিবর্তন করে বাম থেকে ডানে নিতে পারেন
    display: block;
    margin-left: -2px;
    width: 100px;
    height: 70px;
    এখানে Left এর জায়গায় Right লিখেন তাহলে আশা করি কাজ করবে

Level 0

আমি একটি রেডি Blogspot Site কিনতে চাই । কেউ Sell করলে Please জানাবেন।
যোগাযোগঃ 01837003939 ; 01765861706
Email : [email protected]

আসসালামুয়ালাইমকুম! ইট ইজ ভেরী নাইছ!

আসসালামুয়ালাইমকুম! ইট ইজ ভেরী নাইছ! আচ্ছা ভাই আমার ব্লগে গেলে মাউস পয়েন্টার চেব্জ হবে এ রকম কোন কোড দেওয়া যায়না? দিলে খুহ ভালো হতো ধন্যবাদ।