ব্রাউজার থেকেই টাইপ করুন বাংলা – কোন সফ্টওয়ার ছাড়াই যেকোন সাইটে!

কোনরকম ভনিতা না করে সরাসরি কাজের কথায় চলে যাই, যেকোন ওয়েবসাইটে সরাসরি বাংলা টাইপ করার জন্য একটা ইউজার-স্ক্রিপ্ট বানালাম, যেটা আপনার ব্রাউজারে ইনস্টল করলে সরাসরি যেকোন সাইটে বাংলা লিখতে পারবেন। অতিরিক্ত কোন সফ্টওয়ার, যেমন অভ্র বা অনুরূপ কিছুর দরকার হবে না! যারা অভ্র ব্যবহার করেন না, তাদের জন্য এই প্লাগইন টা খুবই উপকারী হতে পারে।

কোন কোন ব্রাউজারে এড-অন টা চলবে?

আপাতত: শুধু মজিলা ফায়ারফক্সে। কোন একটা সমস্যার জন্য গুগল ক্রমে চলছে না, তবে আশা করি ওটা ঠিক করে ফেলতে পারবো, কিছুদিনের মধ্যে।

কিভাবে ইনস্টল করব?

মজিলা ফায়ারফক্স ব্যবহারকারীরা:

প্রথমত, আপনার মজিলার জন্য গ্রীসমাঙ্কি নামের বহুল জনপ্রিয় একটি এড-অন লাগবে। যদি ইতোমধ্যেই ব্যবহার করে থাকেন, তাহলে তো কথাই নেই, আর যদি ব্যবহার না করে থাকেন তাহলে অফিশিয়াল লিংক থেকে ইনস্টল করে ব্রাউজার রিস্টার্ট করুন।

এবার, এই লিংকে ক্লিক করে সরাসরি স্ক্রিপ্ট টি ইনস্টল করে নিন। ব্যস, কাজ শেষ!

কিভাবে বাংলা লিখব?

যেকোন ওয়েবসাইটে গিয়ে টেক্সটবক্সের ক্লিক করে control + m চাপুন। এরপর সরাসরি ফোনেটিক লে-আউট ব্যবহার করে বাংলা লেখা শুরু করে দিন! এতই সহজ।

কেন ctrl + m চাপতে হবে? এতক্ষণে হয়তো বুঝে ফেলেছেন, এটা ইংরেজি - বাংলা সুইচিং কি, মানে বাংলা থেকে ইংরেজিতে ফেরত যেতে হলে আবার কন্ট্রোল + m চাপতে হবে!

কোন কোন সাইট সাপোর্ট করে?

প্রায় ৯৫% সাইটই সাপোর্টেড। তবে......

যেসব সাইট তাদের টেক্সটবক্সের জন্য নিজেদের ইভেন্ট হ্যান্ডেলার রেখে দিয়েছে সেগুলোতে এটি চলবে না। যেমন, গুগলের অনেক গুলো সার্ভিসই নিজেদের হ্যান্ডেলার ব্যবহার করে, সেগুলোতে চলবে না। তবে ওয়ার্ডপ্রেস সহ অনেক সাইটেই ঠিকমত চলবে!

কৃতজ্ঞতা

হাসিন হায়দার - যার মূল ফোনেটিক স্ক্রিপ্টটিই অবিকল ভাবে ব্যবহার করা হয়েছে। আমি শুধু ব্রাউজার প্লাগইন হিসেবে অতিরিক্ত কয়েক লাইন জাভাস্ক্রিপ্ট যোগ করেছি।

বিস্তারিত? অফিশিয়াল ব্লগ লিংকে! 🙂

Level 0

আমি অন্যসময়। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 37 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ ভাই। আমার জন্য সুিবধা হ েব।

    ধন্যবাদ, ব্যবহার করে মতামত জানাবেন আশা করি!

    কয়েকটা সাইট টেক্সবক্সে নিজেদের কী হ্যান্ডেলার ইউজ করে, যেমন গুগল রিয়েল টাইম সার্চিং এর জন্য এজাক্স সাপোর্ট দেয়, ঐ সব সাইটে আমাদের স্ক্রিপ্টের হ্যান্ডেলার গুলো ওভাররাইট হয়ে যায়। ঐ সাইটগুলোয় স্ক্রিপ্ট টা চলবে না

আরে বস!! জোশ একখান কাম করছ!
চালায়া যাও।

এই টিউনটি ই-বুকে অন্তর্ভূক্তির জন্য সুপারিশ থাকলো।
——————————————————————————————————————————————————————-
offtopic: আমি সামহোয়্যারইনের “রনি রাজশাহী”।

    থেংকু, থেংকু! আছো কিরাম? সামুতে একটা গল্প দিছি, দেইখো!

    ই্-বুকে আর্টিকেল টা স্থান পেলে কৃতজ্ঞ থাকবো।

    offtopic: মিয়া তুমি হইলা ট্রেডমার্ক, আর ছবি দেইখাই তো চেনা যায়! আমি টেকটিউনসের প্রোফাইল ফটোটা বদলাতে পারছিনা, উপায় কি?

    🙂
    গল্প দেখছি এক্ষুনি।
    আমি এটা পরীক্ষা করে চুড়ান্ত সুপারিশ করব।

    offtopic: 😛 😛 😛
    প্রোফাইল পিকচার চেঞ্জ করতে হলে আগে বর্তমানটা ডিলিট করতে হবে। তারপর নতুনটা আপলোড করতে হবে। আপলোড অপশনের পাশেই ডিলিট অপশন আছে।

    থেংকু 🙂

টেকটিউনসে স্বাগতম বস।

    অনেক ধন্যবাদ, আমি আগে দুই একটা পোস্ট দিয়েছি এইখানে। তুমি তো দেখলাম অফিশিয়াল প্যানেলের সদস্য হইয়া গেছো! অভিনন্দনপার্ক 🙂

    🙂
    আগের একটা পোস্ট আমি দেখেছি। থেঙ্কুশ 🙂

গুগল ক্রোমে চাই ।

এটার চেয়ে মাইক্রোসফ্ট বাংলা ইনপুট ল্যাঙ্গুয়েজ টুল ব্যাবহার করাটাই তো বেশী বেটার। জাস্ট বুকমার্কটাতে ক্লিক করলেই চলে। তাছাড়া এটাতে ইংলিশ থেকে বাংলার রূপান্তর করার ক্ষমতা অনেক বেশী। ফলে সহজেই সবাই বাংলা লিখতে পারে। 😀

    কোনটা ভালো সেটা আমার বিচার করা ঠিক হবে না, ইউজার রাই দেখুক। আপনি যে সমাধান দিচ্ছেন সেটায় –

    প্রতিবার বুকমার্কে ক্লিক করতে হয়

    প্রতিটা ওয়ার্ড লেখার পর সার্ভারে রিকোয়েস্ট যায়, সেটা ইংরেজি ইনপুট টাকে ফোনেটিক এ কনভার্ট করে ফেরত আনে! কত ব্যন্ডউইথ এর অপচয়! আর একটা শব্দ কম্প্লিট না হওয়া পর্যন্ত সেটার রূপান্তরের জন্য অপেক্ষা করাটা যথেষ্ট বিরক্তিকর।

    অপরদিকে আমি যে সমাধানটা দিলাম, সেটায় প্রথমত, কোন বুকমার্ক বাটনে ক্লিক করতে হবে না

    দ্বিতীয়ত, বারবার ওয়ার্ড সাবমিট করে ব্যন্ডউইথ নষ্ট করবে না

    তৃতীয়ত, কী চাপার সাথে সাথেই ফোনেটিকে রূপান্তরিত হচ্ছে, ইউজার রা যেটা ব্যবহার করে অভ্যস্ত

থাম্বনেইলে একটা ছবি যোগ করে দাও, তাহলে পোস্টটা দেখতে আরও ভাল লাগবে। এডিটে গিয়ে সব নিচে থাম্বনেইল ছবির অপশন আছে। সেখানে url পেস্ট করে আপডেটে ক্লিক করলেই থাম্বনেইলে ছবি যুক্ত হয়ে যাবে।

ভাইজান,
আমি ইন্সটল করছি but কাজ করছে না।
http://bloggersumon.blogspot.com

    কিছু ভারী সাইট ছাড়া বাকি সব সাইটেই তো চলে। wordpress.com এর কোন ব্লগে গিয়ে কমেন্ট করার চেষ্টা করেন…

    আর ভালো কথা, বাংলা টাইপ শুরুর আগে ctrl + m চেপেছিলেন তো? 😉

হুমম…… ভাল মনে হচ্ছে। কয়েকদিন ব্যবহার করে দেখি।

সবাই কে ধন্য বাদ । কিন্তু এটা থেকে মাইক্রোসফ্ট বাংলা ইনপুট ল্যাঙ্গুয়েজ টুল তাই ভাল । একন থেকে – http://specials.msn.co.in/ilit/Bengali.aspx